চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে কোটি টাকা অনুদান সাজেদা-সিরাজ ফাউন্ডেশনের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

চট্টগ্রামে কিডনি রোগীদের বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে এক কোটি টাকা অনুদান প্রদান করেছেন সাজেদা-সিরাজ ফাউন্ডেশন।

আজ শনিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ১৯তম সভায় ২৫ লক্ষ টাকার চেকটি হস্তান্তর করেন সাজেদা-সিরাজ ফাউন্ডেশনের ট্রাষ্টি ডা. মঈনুল ইসলাম মাহমুদ।

এর আগে বিভিন্ন ধাপে আরও ৭৫ লক্ষ টাকা অনুদান প্রদান করে ডা. মঈনুল ইসলাম এবং সাজেদা-সিরাজ ফাউন্ডেশন।

এসময় চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর এম এ কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রিজওয়ান শাহেদী, এমদাদুল আজিজ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেসমিন সুলতানা পারু, কার্যকরী সদস্য প্রকৌশলী আলী আহমদ, ওমর আলী ফয়সাল, সম্মানিত সদস্য প্রকৌশলী মতিউর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

কার্যকরী সভার সিদ্ধান্ত মোতাবেক ডায়ালাইসিস পরিসেবা আরও বৃদ্ধি লক্ষ্যে নতুন আরও ০৮টি ডায়ালাইসিস মেশিনের অর্ডার দেওয়া হয়। বর্তমানে ০৩ শিফটে স্বল্পমূল্যে, বিনামূল্যে কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা ডায়ালাইসিস সেবা গ্রহণ করে আসছেন।

প্রসঙ্গত আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গকে উৎসর্গ করে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু হবে।

Nagad