রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন এলাকাবাসীর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২

সাভারের আশুলিয়ায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করার প্রতিবাদে এবং রাস্তা খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরানির টেঙ্গুরী কোনাপাড়া এলাকায় এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

বিক্ষোভ ও মাবনবন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা জানান, টেঙ্গুরী কোনাপাড়া এলাকায় অন্তত কয়েক হাজার লোকের বসবাস। যার অধিকাংশই পোশাক শ্রমিক।

এই সড়কটি দিয়ে টেঙ্গুরী, জিরানী উত্তরপাড়া, কোনাপাড়াসহ অন্তত ৭টি এলাকার মানুষ চলাচল করে। কোনাপাড়া থেকে জিরানীবাজার অথবা নবীনগর-চন্দ্রা মহাসড়কে উঠতে এই সড়কটি দিয়ে মাত্র ৪/৫মিনিটের সময়।

কিন্তু গেল ৫/৬ মাস আগে স্থানীয় আতাউর রহমান ও তার ভাই মতিউর রহমান গংরা চলাচলের সরকারি রাস্তা বন্ধ করে দিয়ে বাড়ি নির্মাণ করে। ফলে এলাকাবাসী সহ কয়েক হাজার পোশাক শ্রমিকদের তিন কিলোমিটার রাস্তা ঘুরে কর্মস্থল সহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হচ্ছে । এতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের।

এরই মধ্যে ওই এলাকা থেকে অনেক ভাড়াটিয়া চলে যাওয়ার ফলে বিপাকে পড়েছে বাড়ির মালিকরা। রাস্তাটি খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Nagad