বগুড়ায় প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রেমিকার ওপর অভিমান করে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৭ আগস্ট) সকালে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। পরে দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার বিকেলে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাকিব হোসেন (২২) আদমদীঘি উপজেলার বাসিন্দা। তিনি ঢাকায় একটি কোম্পানির অধীনে ইলেকট্রিক মিস্ত্রির কর্মী ছিলেন।

জানা গেছে, শনিবার (২৭ আগস্ট) সকালে রাকিব হোসেন ঢাকা থেকে বাড়িতে অসেন। পরে উঠানের সামনে একটি ভ্যানে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ফোন কেটে ঘরের ভেতর ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এ সময় পরিবারের লোকজন টের পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশে সংবাদ দেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন গণমাধ্যমকে বলেন, রাকিব প্রায় এক বছর আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান। পরে বাড়িতে ফিরে আসার পর ঢাকা চলে যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকার ওপর অভিমান করে বাড়িতে ফিরে রাকিব আত্মহত্যা করেছে। তিনি আরও বলেন, আজ দুপুরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সারাদিন/২৭ আগস্ট/এমবি

Nagad