পাকিস্তানে বন্যায় ১০৩৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৩ কোটি মানুষ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

চলতি মৌসুমে পাকিস্তানে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জুন থেকে শুরু হওয়া অতিবর্ষণ ও বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা ১,০৩৩ বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

রোববার (২৮ আগস্ট) দেশটি জানায়, গত ২৪ ঘন্টায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপন্ন এলাকায় তিন কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিন্ধু ও বেলুচিস্তানের বহু জায়গা বন্যায় ভাসছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ো প্রদেশের নদীর তীর ভাঙন দেখা দিয়েছে, লোকালয়ে পানি ঢুকে বহু ঘর-বাড়ি প্লাবিত। এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। দক্ষিণ-পূর্বের সিন্ধু প্রদেশের পরিস্থিতি খুবই খারাপ।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “পাকিস্তানের তিন কোটি ৩৩ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। যা দেশটির জনসংখ্যার ১৫%।”

সারাদিন/২৮ আগস্ট/এমবি

Nagad