এবার নিজের নাচের ছবি পোস্ট করলেন হিলারি ক্লিনটন
সম্প্রীতি একটি পার্টিতে নাচার ভিডিও ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তাকে সংহতি জানিয়ে এবার নিজের নাচের ছবি পোস্ট করলেন সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।
স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) সামাজিক মাধ্যম টুইটারে নিজের নাচার একটি ছবি পোস্ট করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি।
২০১২ সালের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলোম্বিয়া সফরের সময় একটি ক্লাবে গিয়ে নেচেছিলেন হিলারি। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, নাচতে থাকো, সান্না মারিন।
ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।
টুইটারে ছবিটি পোস্ট করার কিছুক্ষণ পরই হিলারি ক্লিনটনের পোস্টটি শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন।
সম্প্রতি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় তৈরি হয়। এই ঘটনার জন্য তাকে ড্রাগ টেস্ট করাতে হয়। যদিও টেস্টের ফলাফল নেগেটিভ আসে। তবুও পরে এই ঘটনায় ক্ষমা চান সান্না মারিন।
সারাদিন/২৯ আগস্ট/এমবি