ব্যাটিং করছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

সংগৃহীত

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

শুরুতে ব্যাটিং করার ব্যাপারে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, “উইকেটটা খুবই ভালো। আশা করি, আমরা যদি একটা ভালো স্কোর বোর্ডে জমা করতে পারি, তাহলে সেটা আফগানদের পক্ষে টপকানো খুবই কঠিন হবে। তিনজন পেসার এবং দুইজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছি। আশা করি বোলিং পার্টটা ভালোই হবে। তাদের আক্রমণের বিপক্ষে আমাদের প্রস্তুতিটা ভালোভাবে নিয়েছি। তাদের বোলিং খুবই ভালো এবং দলটাও দুর্দান্ত।”

আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, “উইকেট খুবই ফ্রেশ, মাটিও ফ্রেশ। সম্ভবত উইকেটটা একটু নিচু হবে (বল নিচু হয়ে আসবে)। আশাকরি তাদেরকে (বাংলাদেশ) কম রানে বেধে রাখতে পারবো। সর্বশেষ যে ম্যাচটা খেলেছি, ওটা ছিল দুর্দান্ত। দলের আত্মবিশ্বাস খুবই উঁচুতে। একই দল নিয়েই খেলতে নামছি আমরা, কোনো পরিবর্তন নেই।”

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, নাবিন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি।

সারাদিন/৩০ আগস্ট/এমবি

Nagad