‘আজমেরি, তুমি তো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছো’

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

সংগৃহীত

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ আলোচনায় আসছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এরপর দশ মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পর এবার রহস্যময়ী নারী রুপে ‘খুফিয়া’ নিয়ে আসছেন এই অভিনেত্রী।

সিনেমাটিতে শুধু বাঁধন নন, থাকছেন বলিউডের টাবু ও আলি ফজলের মতো বড় অভিনেতা।

সোমবার (২৯ আগস্ট) সেই সিনেমার ৪৭ সেকেন্ডের টিজারে কয়েক ঝলক প্রকাশ হয় নেটফ্লিক্সে, যা হুট করে বাঁধনকে আবার নিয়ে আসে আলোচনায়।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অমর ভূষণের গোয়েন্দা উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। গত ১১ অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

বাঁধন জানান, সিনেমাটির শুটিংয়ে পরিচালক বিশাল ভরদ্বাজ তাকে বলেছিলেন, ‘আজমেরি, তুমি তো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছো।’

‘খুফিয়া’র কাজ এখনও শেষ হয়নি। তাই আবারও ভারতের মুম্বাইয়ে যেতে হচ্ছে বাঁধনকে। টিজার দেখে মুগ্ধতার কথা জানিয়ে বাঁধন বলেন, “সত্যি আমি অভিভূত। খুফিয়া কাজ করতে গিয়ে অনেক ভালো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। অনেক গল্প তৈরি হয়েছে, যা ধীরে ধীরে বলব।”

Nagad

সারাদিন/৩০ আগস্ট/এমবি