আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

সংগৃহীত

সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

বুধবার (৩১ আগস্ট) রাতে বিমানবন্দরটির বিভিন্ন অংশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইহুদিবাদী সেনারা।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাত ৮টায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এতে স্থাপনাটির মূল অংশের বস্তুগত ক্ষতি হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানায়নি রাষ্ট্রীয় ওই বার্তা সংস্থাটি।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরটির রানওয়ে ও গোডাউন অংশে চারটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবারই রাজধানী দামেস্ক ও এর আশপাশের অঞ্চলকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সারাদিন/০১ সেপ্টেম্বর/এমবি

Nagad