আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

লাতিন আমেরিকা
কলম্বিয়ায় হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে বিস্ফোরক হামলায় আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ কথা জানিয়েছেন। তাঁর দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। খবর রয়টার্সের। এম-১৯ গেরিলার সাবেক সদস্য পেত্রো গত জুনের নির্বাচনে বিজয়ী হন। বামপন্থী ইএলএন বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে ‘পুরোপুরি শান্তি’ অর্জনের অঙ্গীকার করেছেন তিনি।এ ক্ষেত্রে সাবেক ফার্ক গেরিলা যোদ্ধাদের সঙ্গে ২০১৬ সালে সম্পাদিত শান্তিচুক্তি প্রয়োগের কথা বলেছেন প্রেসিডেন্ট। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। কম সাজার বিনিময়ে অপরাধী গোষ্ঠীগুলোর আত্মসমর্পণের বিষয়ে তারা দর-কষাকষি করছে। টুইটারে পেত্রো লিখেছেন, ‘হুইলার সান লুইসে বিস্ফোরক ব্যবহার করে চালানো হামলা আমি অত্যন্ত জোরের সঙ্গে প্রত্যাখ্যান করছি। এসব কর্মকাণ্ড শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টে স্পষ্ট নাশকতা। ঘটনাটি তদন্তে কর্তৃপক্ষকে আমি ওই এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছি।’ সূত্র: প্রথম আলো

জয়ের পথে লিজ ট্রাস
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচন

দেশব্যাপী প্রচার, এক ডজন বক্তৃতা এবং তিনটি টেলিভিশন বিতর্কের পর গতকাল শুক্রবার কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোট প্রদান শেষে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে লিজ ট্রাস। সাবেক চ্যান্সেলর ঋষি সুনাকের বিরুদ্ধে পররাষ্ট্রসচিব ট্রাসের এই টানা প্রচারের ফলাফল আগামী সোমবার ঘোষণা করার কথা রয়েছে। কনজারভেটিভ পার্টির আনুমানিক দুই লাখ সদস্যের পোস্টাল এবং অনলাইন ভোট শুরু হয় আগস্টের শুরুতে। জানা গেছে, সদস্যদের ভোটে সুনাকের তুলনায় ট্রাস অনেকটাই এগিয়ে রয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, তাঁদের মধ্যে যিনিই প্রধানমন্ত্রী হন, খুব দ্রুতই তাঁকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পরে বিভিন্ন জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। দেশটিতে মুদ্রাস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছে।লাখ লাখ মানুষ বলছে, অক্টোবর থেকে দেশটিতে জ্বালানির খরচ ৮০ শতাংশ বাড়ায় তারা আসন্ন শীতে খাবার কেনা ও ঘর গরম রাখার মধ্যে একটিকে বেছে নেওয়ার মতো কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। সূত্র: কালের কণ্ঠ

জাপোরিঝঝিয়া পরমাণু কেন্দ্রে কী পেল আইএইএ দল
১৪ সদস্যের দল বৃহস্পতিবার থেকে জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছে

জাতিসংঘের পরিদর্শকরা গতকাল রাশিয়া নিয়ন্ত্রিত পারমাণবিক কেন্দ্রে দ্বিতীয় দিন কাটিয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে আজও তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন। সেখানে কমপক্ষে দুজন প্রতিনিধি স্থায়ীভাবে থাকবেন বলেও জানিয়েছে দলটি।আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর একটি ১৪ সদস্যের দল বৃহস্পতিবার দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এটিতে ছয়টি পরমাণু চুল্লি রয়েছে। যুদ্ধকালীন সময়ে এর নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে। রাশিয়ান সৈন্যরা মার্চের শুরুতে কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয়। বৃহস্পতিবার আইএইএ প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, যখন তিনি এবং তার দল প্রায় তিন ঘণ্টার একটি ফলপ্রসূ প্রথম সফরের পরে ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত অঞ্চলে ফিরে আসেন। তিনি বলেন, ‘আমরা আজ খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছি। তার অভিমত, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো আইএইএ এখানে অবস্থান করছে।’ এদিকে ভিয়েনায় রাশিয়ার দূত মিখাইল উলিয়ানভ বলেছেন, কেন্দ্রটিতে দুজন প্রতিনিধি অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন। উলিয়ানভ বলেন, ‘আমরা আইএইএর প্রতিনিধিকে স্বাগত জানাই। কারণ একটি আন্তর্জাতিক উপস্থিতি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে অনেক গুজবকে দূর করতে পারে।’এদিকে বৃহস্পতিবার আইএইএর প্রতিনিধিরা যখন সফর করছিল তখন সেখানে গোলা নিক্ষেপ হয়। ফলে প্ল্যান্টের ছয়টি চুল্লির মধ্যে একটিকে বন্ধ করতে বাধ্য করেছিল ইউক্রেনের এনারগোটম পারমাণবিক সংস্থা। গত ১০ দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় হামলা।এদিকে প্রতিনিধি দলের সঙ্গে থাকা রেডক্রসের প্রধান রবার্ট মার্ডিনি বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন, এসব হামলার পরিণতি ‘বিপর্যয়কর’ হতে পারে। তার মন্তব্য ‘সামান্য একটু ভুল সব কিছু ধ্বংসের কারণ হতে পারে যা আমরা কয়েক দশক ধরে অনুশোচনা করব।’ সসূত্র: বিডি প্রতিদিন।

Nagad

চুপিসারে ইউরোপের কাছে রাশিয়া থেকে কেনা বাড়তি এলএনজি বিক্রি করছে চীন

মাসখানেক আগেই জানা গিয়েছিল আবাসন বিপর্যয় ও অর্থনীতির শ্লথগতির মধ্যেও রাশিয়া থেকে দেদার প্রাকৃতিক গ্যাস কিনছে চীন। চলতি বছর রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস কেনা বাড়িয়েছে বেইজিং, অন্যান্য উৎস থেকে এই জ্বালানি আমদানি কমিয়েছে। গত জুলাইয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, চীনের কাস্টমসের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে চীন ২.১৬ বিলিয়ন ডলার ব্যয়ে মোট ২.৩৫ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনেছে রাশিয়া থেকে। বেইজিংয়ে আমদানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৮.৭ শতাংশ বেড়েছে, মূল্য বেড়েছে ১৮২ শতাংশ। এর অর্থ, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে এ বছর এখন পর্যন্ত চীনের চতুর্থ বৃহত্তম এলএনজি সরবরাহকারী হয়ে উঠেছে রাশিয়া।একে পাইপলাইন গ্যাসের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। রুশ উৎপাদনকারী গ্যাজপ্রম সম্প্রতি ঘোষণা দিয়েছে যে পাওয়ার অভ সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে চীনে তাদের দৈনিক সরবরাহ সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।উল্লেখ্য, তুর্কমেনিস্তানের পর রাশিয়া চীনের দ্বিতীয় বৃহত্তম পাইপলাইন প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী। এর আগে গ্যাজপ্রম জানিয়েছিল, ২০২২ সালের প্রথম ছয় মাসে চীনে তাদের গ্যাস সরবরাহ বেড়েছে ৬৩.৪ শতাংশ। বিশেষ করে জুলাই মাসে চুক্তির চেয়েও প্রতিদিন বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন এখনই চালু হচ্ছে না

পূর্বঘোষিত সময়ে চালু হচ্ছে না ইউরোপের প্রধান জ্বালানি গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ওয়ান। এ ঘোষণায় সংশ্লিষ্ট দেশগুলোতে আরেক দফা অনিশ্চয়তা তৈরি হয়েছে। মস্কো জ্বালানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে প্রতিপক্ষ দেশগুলো এ কথা বললেও এতদিন অস্বীকার করে এসেছে তারা। খবর রয়টার্স।বাল্টিক সাগরের তলদেশের ১ হাজার ২০০ কিলোমিটারের পাইপলাইনটি মেরামতের জন্য তিনদিন বন্ধ থাকার পর স্থানীয় সময় আজ শনিবার চালু হওয়ার কথা ছিল। রাশিয়ার রাষ্ট্রায়াত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, পাইপলাইনের একটি টারবাইনে ফুটো দেখা গেছে। এর সমাধান না পওয়া পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে। তবে সরবরাহ চালুর নতুন কোনো সময়সীমা দেয়নি তারা।এদিকে জ্বালানি বিষয়ক সংস্থা সিমেন্স এনার্জি জানাচ্ছে, এ ধরনের ফুটো সরবরাহকে প্রভাবিত করে না। যে স্টেশনে ফুটো দেখা দিয়েছে সেখানে কাজ চালানোর মতো অন্য টারবাইন রয়েছে। একে রক্ষণাবেক্ষণের মধ্যে নিয়মিত কাজের অংশ হিসেবে দেখছে সিমেন্স। নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি উপকূল থেকে উত্তর-পূর্ব জার্মানি পর্যন্ত বিস্তৃত। ২০১১ সালে চালু হওয়া এ পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ১৭ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করা যায়।এর আগে গত জুলাইয়ে ১০ দিনের জন্য এ পাইপলাইন বন্ধ ছিল। এখন আবার মেরামতের জন্য বন্ধ রয়েছে। সম্প্রতি রাশিয়া বলেছিল, যান্ত্রিক ত্রুটির জন্য সক্ষমতার মাত্র ২০ শতাংশ কাজ করছে। সূত্র: বণিক বার্তা।

‘ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের মুখে জেলেনস্কি’

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনে সেনাবাহিনী এবং দেশটির প্রেসিডেন্টের মধ্যে একটি সংঘাত চলছে এবং অদূর ভবিষ্যতে এটি চরম আকার ধারণ করতে পারে। বৃহস্পতিবার সরাসরি সম্প্রচারিত একটি উন্মুক্ত আলোচনার সময় লুকাশেঙ্কো এ মন্তব্য করেন। খবর তাসের।এদিকে, জাপোরোজিয়া অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসনের প্রধান কাউন্সিলের সদস্য ভ্লাদিমির রোগভ বলেছেন, ইউক্রেনীয় নাশকতাকারীরা যারা জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করার পরিকল্পনা করেছিল তাদের ব্রিটিনে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।লুকাশেঙ্কো বলেন, ‘প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর মধ্যে একটি সংঘাত চলছে। শুধুমাত্র সামরিক কর্মীরাই সাহসের সঙ্গে বলতে পারেন, আমাদের অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে অন্যথায় ইউক্রেনকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা হবে।’ বেলারুশিয়ান নেতার মতে, ইউক্রেনে সবকিছু নির্ভর করে ‘প্রেসিডেন্টের ওপর নয়, সামরিক বাহিনীর ওপর। তারা (সামরিক) সেখানে নিহত হচ্ছে। তারা জয়ের কোনো সম্ভাবনা দেখছে না। সূত্র: যুগান্তর।

তাইওয়ানকে ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

তাইওয়ানকে ১.১ বিলিয়ন ডলারের (১১০ কোটি ডলার) অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে চীন বলছে, হয় চুক্তি প্রত্যাহার করো, না হয় মুখোমুখি হও ‘পাল্টা পদক্ষেপের’। তবে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসি ও আলজাজিরার। এমনিতেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে তাইওয়ান নিয়ে উত্তেজনা চরমে। এমন পরিস্থিতিতে পেন্টাগনের এ অস্ত্র বিক্রির ‍অনুমোদনের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি করপোরেশন অ্যাজেন্সি শুক্রবার জানায়, এ প্যাকেজের মধ্যে ৬০টি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র, ১০০টি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র এবং একটি নজরদারি রাডারের জন্য সহযোগিতামূলক বিষয় রয়েছে।অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এ প্যাকেজ ‘তাইওয়ানের নিরাপত্তার জন্য জরুরি ছিল’।‘প্রস্তাবিত এ অস্ত্র বিক্রির বিষয়টি তাইওয়ানের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং তার প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার জন্য একটি নিয়মিত কার্যক্রমের অংশ’, যোগ করেন তিনি। সূত্র: সমকাল

ক্যালিফোর্নিয়ায় ফের দাবানল, হাজারো বাসিন্দাকে ঘর ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে আবারও দেখা দিয়েছে দাবানল। উত্তপ্ত আবহাওয়ায় এক হাজার একরের বেশি জমিতে আগুন দ্রুতগতিতে ছড়াতে থাকায় ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাকে বাধ্যতামূলক ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপির। সিস্কিউ কাউন্টি দমকল বিভাগ সতর্ক করে বলেছে, আগুন বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে বেশ কয়েকটি বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।উইড, লেক শাস্টিনা, এজউডসহ বেশ কয়েকটি শহরে বাধ্যতামূলক উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে। একটি স্থানীয় হাইস্কুল থেকে শিশুদের বাসে করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। পোষ্য ও গবাদি পশু-পাখি রাখতে একটি বড় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।উচ্ছেদ আদেশে বলা হয়েছে, জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি দেখা দিয়েছে। তাই এখনই সরে যাওয়ার জন্য আইনানুগ আদেশ দেওয়া হচ্ছে। এলাকাটিতে আইনগতভাবে জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে। সূত্র: জাগো নিউজ

‘অভিবাসীদের জন্য কবরস্থান সাহারা মরুভূমি’

ভূমধ্যসাগরকে সবচেয়ে ভয়ংকর রুটগুলোর মধ্যে একটি হিসাবে আখ্যা দেয়া হলেও ইউরোপে অভিমুখে আসার পথে বেশ কয়েকটি অভিবাসন রুট রয়েছে যেগুলো অত্যন্ত বিপজ্জনক হলেও তেমন আলোচিত নয়। সাহারা মরুভূমি এমনই একটি অঞ্চল। এটিকে অবৈধভাবে ইউরোপ পাড়ি দিতে চাওয়া অভিবাসীদের জন্য সবচেয়ে বড় কবরস্থান হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আঞ্চলিক প্রতিনিধি দলের মুখপাত্র লুসিল মারবু। ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সহ-অর্থায়িত অভিবাসীদের সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন লুসিল মারবু।বর্তমানে কতজন নিখোঁজ ব্যক্তির সন্ধান করছে রেডক্রস? এমন প্রশ্নের জবাবে লুসিল বলেন, ইউরোপে আসার পথে নিখোঁজ হয়ে যাওয়া অভিবাসীদের জন্য রেডক্রস ‘ট্রেস দ্য ফেস’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে। এই প্ল্যাটফর্মটি একটি ডাটাবেস যা ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের শনাক্ত করতে সহায়তা করে। এটির সাহায্যে উভয়পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে। ইউরোপের বহিঃসীমান্তে এসে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। ২০২১ সাল পর্যন্ত এই প্লাটফর্মে ১৬,৫০০ জন ব্যক্তি ২৫,৬০০ জন অভিবাসীর সন্ধানে যুক্ত হয়েছেন। ‘ট্রেস দ্য ফেস’ প্লাটফর্মের মাধ্যমে গড়ে প্রতি সপ্তাহে একটি পরিবার তাদের পরিবারকে খুঁজে পান। সূত্র: ঢাকা মেইল