আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

মার্কিন চাকরির বাজারে মন্থরগতি

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির মার্কিন শ্রমবাজারে মন্দাভাব বিরাজ করছে। দেশটিতে গত মাসে ৩ লাখ ১৫ হাজার নতুন কর্মীর চাকরির সুযোগ হয়েছে, যা গত জুলাই মাসের তুলনায় অনেক কম। আশঙ্কা করা হচ্ছে, এ সংকট আরও প্রকট হবে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান-সংক্রান্ত এক সমীক্ষায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে বেকারত্বের হার বেড়ে গেছে। বেকারত্ব ৩ দশমিক ৫ থেকে বেড়ে এখন ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। ক্রমেই বৃহত্তম অর্থনীতির এই শ্রমবাজার সংকুচিত হয়ে পড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের লাগাম টানতে সুদের হার বাড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।
গত আগস্টে যুক্তরাষ্ট্রে অনেক কর্মস্থান সৃষ্টি করেও তা গত জুলাই মাসের চেয়ে বেশ কম হয়েছে। তবে অর্থনীতিবিদদের ধারণার চেয়ে এ সংখ্যা কিছুটা বেশি হয়েছে। ফেডারেল রিজার্ভও শ্রমবাজারের ওপর ব্যাপক নজর রাখছে।গত সপ্তাহে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেছেন, মার্কিন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হ্রাস করতে সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। সূত্র: প্রথম আলো

জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ অনির্দিষ্টকাল

জার্মানিতে গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছে রাশিয়া। নর্ড স্ট্রিম ১-এর পাইপলাইন মেরামতের জন্য তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার পর গতকাল শনিবার থেকে তা চালু করার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টায় ক্রেমলিন।গতকাল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, ‘পাইপলাইনে ত্রুটি’ ধরা পড়ায় সরবরাহ বন্ধ থাকবে। ঠিক কবে নাগাদ গ্যাস সরবরাহ আবার শুরু হতে পারে তা-ও জানায়নি প্রতিষ্ঠানটি।গ্যাজপ্রমের ভাষ্য, বাল্টিক সাগর উপকূলের পোর্টোভায়া কম্প্রেসর স্টেশনে ত্রুটি পাওয়া গেছে। সেখান থেকে গ্যাস লিক হচ্ছে। টাইরবাইন ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্যা না সারিয়ে তোলা পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।কম্প্রেসর স্টেশনটির একটি ছবিও গ্যাজপ্রম প্রকাশ করেছে। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে চলে যাওয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার বৃহত্তম ক্রেতা দেশ জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়। ইউক্রেনে হামলা শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ হলে মেরামতের কথা বলে কিছুদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখে রাশিয়া। পরে সক্ষমতার ২০ শতাংশে নামিয়ে আনা হয় সরবরাহ। এরপর দ্বিতীয় দফায় সরবরাহব্যবস্থা মেরামতের কথা বলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয় দেশটি। সূত্র: কালের কণ্ঠ

আবারও আটকে গেল আর্টেমিস ওয়ানের যাত্রা

দ্বিতীয়বারের চেষ্টাতেও আর্টেমিস ওয়ান মহাকাশে পাঠাতে পারল না নাসা। এসএলএস রকেটের মূল অংশ থেকে বারবার তরল হাইড্রোজেন লিক করে বেরিয়ে আসতে থাকায় উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা এসেছে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে। উৎক্ষেপণের পরবর্তী দিন-তারিখ এখনও কোনো ঘোষণা করেনি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। শনিবার সকাল থেকেই উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন নাসার প্রকৌশলীরা। জ্বালানিও ভরা হচ্ছিল রকেটে। তবে ফ্লোরিডার স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে আর্টেমিস লঞ্চ কন্ট্রোল থেকে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে।রকেটে তরল হাইড্রোজেন প্রবাহে বিপত্তি প্রথম ধরা পড়ে ফ্লোরিডার স্থানীয় সময় সকাল সোয়া ৭টায়। রকেটের ‘কুইক ডিসকানেক্ট’ সিস্টেমের ফাঁক দিয়ে লিক করে বেরিয়ে আসছিল তরল হাইড্রোজেন। পরের চার ঘণ্টায় একাধিকবার কারিগরি ত্রুটি সমাধানের চেষ্টা করেছেন নাসার প্রকৌশলীরা। একাধিকবার ‘কুইক ডিসকানেক্ট’ সিস্টেমের যন্ত্রাংশ উত্তপ্ত করে সংযোগ স্থলে সঠিকভাবে জোড়া দিয়ে নিরবচ্ছিন্ন তরল হাইড্রোজেন প্রবাহ চালু করার চেষ্টা করেছেন তাঁরা। তবে প্রতিবারই প্রবাহের চাপ বাড়ানোর পর বেরিয়ে আসতে থাকে তরল হাইড্রোজেন। শেষ পর্যন্ত মিশন স্থগিত করার ঘোষণা দেন উৎক্ষেপণ পরিচালক। সূত্র: সমকাল

Nagad

আল-শাবাবের হামলায় সোমালিয়ায় নিহত ১৯

সোমালিয়ার মধ্যাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আরব নিউজের।দেশটির একটি হোটেলে পর্যটকদের জিম্মি করার দুই সপ্তাহ পর নতুন করে আবার হামলা চালাল এ জঙ্গি এ সংগঠনটি।রাজধানী মোগাদিশুর ওই হোটেলে জিম্মির ঘটনায় ২১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, বেলেদবিনে ও ম্যাসাস শহরের মাঝামাঝি আফার-ইরদোদ গ্রামের পাশে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে এ নাশকতা চালায় আল-শাবাব। সূত্র: যুগান্তর।

তাইওয়ানকে যুক্তরাষ্ট্র দেবে ১১০ কোটি ডলারের অস্ত্র : পেন্টাগন
পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি চীনের

তাইওয়ান ঘিরে আমেরিকা ও চীনের মধ্যে চলছে উত্তেজনা। এরই মধ্যে জাহাজবিধ্বংসী ৬০টি এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ১০০টি ক্ষেপণাস্ত্রসহ তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের সম্ভাব্য সামরিক সরঞ্জাম বিক্রিতে সায় দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীনও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। তাইওয়ানে গত মাসে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর স্বশাসিত দ্বীপটির চারপাশে চীনের আগ্রাসী সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার পেন্টাগন তাইপের জন্য অস্ত্রের নতুন এ প্যাকেজ ঘোষণা করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পেলোসিই কয়েক দশকের মধ্যে তাইওয়ান সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদধারী রাজনীতিক। পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, তাইওয়ানে বিক্রি হতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সাইড উইন্ডার ক্ষেপণাস্ত্র যা আকাশ থেকে আকাশে ও ভূমিতে আক্রমণে ব্যবহার করা যেতে পারে। সূত্র: বিডি প্রতিদিন ।

ইউক্রেন সংকটে মধ্যস্থতায় আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তুরস্ক

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝজিয়া নিয়ন্ত্রণে নিয়েছে মস্কোর সেনারা। এ নিয়ে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সম্পর্ক আরো তিক্ততর হয়ে উঠেছে। তুরস্কের মধ্যস্থতায় গত মাসে কৃষ্ণ সাগর হয়ে বিভিন্ন শস্য রফতানি শুরু হলেও জাপোরিঝজিয়া নিয়ে উদ্বেগ বেড়েছে। আন্তর্জাতিক বাণিজ্য সচলে মধ্যস্থতার পাশাপাশি এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপচারিতায় এ আগ্রহ ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, শস্য পরিবহনে মধ্যস্থতার মতো জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে অচলাবস্থা নিরসনে ভূমিকা রাখার আগ্রহ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট এরদোগান।গত মাসে লাভিভ শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে পারমাণবিক বিপর্যয়ের ভয়াবহতা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না। জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের আগে রাশিয়ার সচিতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এরদোগান। এ সময় উভয় নেতা নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন। সূত্র: বণিক বার্তা।

পাকিস্তানের বন্যা দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ হুমকি তুলে ধরছে

জলবায়ু পরিবর্তনের সাথে সরাসরি সম্পর্ক আছে প্রচণ্ড বৃষ্টিপাতের। পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে বায়ু ও সাগরপৃষ্ঠের তাপমাত্রা। তাতে পানির বাষ্পীভবন বেড়েছে বহুগুণ। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যা পুরো বিশ্বের জন্যই জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে সচেতন হওয়ার সতর্কবার্তা।শুধু দরিদ্র দেশ নয়, রেকর্ডভাঙ্গা বৃষ্টিপাতে যেকোনো দেশ বিপর্যয়ের শিকার হতে পারে–বিবিসির কাছে এমন মন্তব্য করেছেন একজন জলবায়ু বিজ্ঞানী।এমন বন্যায় মানবিক বিপর্যয় ধারণাতীত হয়ে ওঠে, যেমন দেখা যাচ্ছে পাকিস্তানে। স্রোতে ভেসে গেছে দেশটির প্রায় অর্ধেক জমির ফসল। দেশটির মন্ত্রীরা এখন চরম খাদ্য সংকট দেখা দেয়ার আশঙ্কা করছেন। জলবায়ু বিপর্যয়ের অন্যায্য ভুক্তভোগী হওয়ায় ক্ষুদ্ধ পাকিস্তানীরা। দেশটি বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের মাত্র ১ শতাংশের কম করেও, ভৌগলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে রয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ কমেছে

চলমান করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক নতুন শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে ৪ লাখের নিচে। একইসঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা আক্রান্ত সাড়ে ১১শ মানুষের মৃত্যু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস-এ এ তথ্য দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০ কোটি ৯৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ২ হাজার। সূত্র: বাংলানিউজ

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১৯
সোমালিয়ার মধ্যাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় ১৯ বেসামরিক নিহত ও খাদ্য সাহায্য বোঝাই বেশ কয়েকটি ট্রাক ধ্বংস হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আধা-স্বায়ত্তশাসিত হিরশাবেল রাজ্যের হিরান এলাকায় শুক্রবার রাতে জঙ্গিগোষ্ঠীটি এ হামলা চালায়।তাদের হামলার শিকার ট্রাকগুলো খাদ্য সহায়তা নিয়ে বালাদোয়েইনে শহর থেকে মাহাস শহরে যাচ্ছিল, শনিবার হিরানের বাসিন্দারা এমনটাই বলেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।“জঙ্গিরা গত রাতে ভ্রমণরত নিরপরাধ বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। হতাহতের সঠিক সংখ্যা বলতে পারছি না, এখন পর্যন্ত ১৯টি মৃতদেহ পাওয়া গেছে,” প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেছেন স্থানীয় একটি গোত্রের বয়োজ্যেষ্ঠ আব্দুলাহি হারেদ। সূত্র: বিডি নিউজ

দেড় বছরে মিয়ানমারে ১৫০০ সেনা নিহত

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলের কায়াহ রাজ্যে ২০২১ সালের মে মাস থেকে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার সেনা সদস্য নিহত হয়েছে। একই সময়ে জান্তা সরকারের বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দেড় শতাধিক সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা। গতবছর দেশটিতে সেনা অভ্যুত্থানের জেরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। গত মে মাস থেকে এ অঞ্চলে সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই গোলাগুলি, বিমান ও কামান হামলার খবর পাওয়া গেছে। অঞ্চলটিতে ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ), কারেন আর্মিসহ (কেএ) আরও কয়েকটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার প্রোগ্রেসিভ কারেন পিপল ফোর্স (পিকেপিএফ) মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা একটি গোষ্ঠী দাবি করে যে ৩১ আগস্ট পর্যন্ত কায়াহতে ১৪৯৯ জন শাসক সেনা নিহত হয়েছে। একই সময়ে নিহত হয়েছে ১৫১ জন প্রতিরোধ যোদ্ধা। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৪৫৪টি। জান্তা সরকার বাহিনী বেসামরিক লোক ও প্রতিরোধ যোদ্ধাদের টার্গেট করে ১৫৮টি বিমান হামলা চালিয়েছে ওই অঞ্চলে।পিকেপিএফ আরও বলছে যে গত ১৫ মাসে কায়াহতে ২৬১ জন বেসামরিক লোক এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত আরও ৬১ জন নিহত হয়েছে। জান্তা সরকার বাহিনী গ্রেফতার করেছে আরও ২৬১ জনকে। সূত্র: জাগো নিউজ