ভূঞাপুরে ডোবা থেকে সরকারি ওষুধ উদ্ধার, তদন্তে কমিটি
টাঙ্গাইলের ভূঞাপুরে ক্লিনিকের পাশের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. খন্দকার আবু সাঈদকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়।


রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ক্লিনিক সংলগ্ন বাড়ির রোকেয়া খাতুন গণমাধ্যমকে বলেন, “ক্লিনিকে গেলেই বলে ওষুধ আসে না। সরকার ওষুধ দেয় না। তাহলে এত ওষুধ পাওয়া গেলো কেমনে? ওষুধগুলো পেলে গরীব মানুষের কত উপকার হতো!”
ডা. আব্দুস সোবহান জানান, গত শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে পরিত্যক্ত অবস্থায় ওষুধ উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে লোক পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরদিন শনিবার (০৩ সেপ্টেম্বর) তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া জন্য তদন্ত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার রেহাইগাবসারা এলাকার গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি ওষুধ উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা ঘটনাস্থলে এসে ইউপি সদস্যের হেফাজতে ওষুধগুলো রাখেন। এই ঘটনায় ক্লিনিকের স্বাস্থ্য সহকারী নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেন স্থানীয়রা।
সারাদিন/০৪ সেপ্টেম্বর/এমবি