আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
দেশে কমলার উৎপাদন বেড়েছে ১০ গুণ, আমদানি ৫ গুণ
দেশে ধারাবাহিকভাবে কমলার উৎপাদন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মাথাপিছু কমলা খাওয়ার পরিমাণ। চাহিদার কারণে কমলার আমদানিও বাড়ছে। দেশে গত এক যুগে কমলার উৎপাদন ১০ গুণ বেড়েছে। এই সময়ে কমলার আমদানি বেড়েছে পাঁচ গুণ।২০১০ সালে দেশে ৫ হাজার টন কমলা উৎপাদিত হতো। চলতি অর্থবছরে তা বেড়ে হয়েছে প্রায় ৫০ হাজার টন। অন্যদিকে, গত অর্থবছরে দেশে কমলা আমদানি বেড়ে আড়াই লাখ টন হয়েছে। একসময় দেশে কমলা বিদেশ ফল হিসেবে গণ্য হতো। দেশে মাথাপিছু কমলা খাওয়ার পরিমাণও ছিল কম। যে কমলা মানুষ খেত, তার বড় অংশই বিদেশ থেকে আসত।দেশে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের হাতে গোনা কয়েকটি বাগানে সবুজ কমলা উৎপাদিত হতো। কিন্তু এখন দেশে আম ও পেয়ারার পর সবচেয়ে দ্রুত বাড়ছে কমলার উৎপাদন। সূত্র: প্রথম আলো
গণরুমে নবীনদের গাদাগাদি ‘আয়েশে’ থাকেন জ্যেষ্ঠরা
দুই হাজার ৮০০ বর্গফুটের একটি কক্ষ। সেই কক্ষের চারপাশে যত্রতত্র ঝুলছে পরিধেয় কাপড়। মেঝেতে তিন সারিতে বিছানো চৌকি। তার নিচে সারিবদ্ধ ট্রাংক। পুরো কক্ষটি জিনিসপত্রে ঠাসা। এর মধ্যেই গাদাগাদি করে থাকেন ৭৫ শিক্ষার্থী। এই দৃশ্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের একটি গণরুমের। বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের উঠতে হয় গণরুমে। অবশ্য ভিন্ন চিত্র বড়দের (জ্যেষ্ঠ) রুমগুলোতে। বঙ্গবন্ধু হলের তৃতীয় ও চতুর্থ তলার প্রতিটি রুম বেশ সাজানো-গোছানো। পরিপাটি ওই রুমগুলোর মেঝেতে কারো কারো কার্পেট বিছানো। পর্দা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে জানালার কাচগুলো। কারো কারো রুমে আয়েশি ভঙ্গিতে বসার ব্যবস্থাও আছে। চার আসনের বেশ কয়েকটি রুমেই থাকছেন দুজন করে। করোনার কারণে জ্যেষ্ঠদের মৌখিক পরীক্ষা (ডিফেন্স) না হওয়ায় তাঁরা হল ছাড়ছেন না। ফলে গণরুমে নবীনদের গাদাগাদি। সূত্র: কালের কণ্ঠ
প্রধানমন্ত্রীর ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গীদের নিয়ে আজ সোমবার সকালে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। এ সফরে তার সঙ্গে নেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ভারত সফর থেকে তিনি ‘বাদ পড়েছেন’ বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সমকালকে নিশ্চিত করেছে।বেশ কিছুদিন ধরে নানা ধরনের মন্তব্য করে সমালোচনার জন্ম দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করার বিষয়ে সম্প্রতি তার এক মন্তব্য নিয়ে বেশ সমালোচনা হয়। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তার সঙ্গে নেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তবে পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, শারীরিক অসুস্থতার কারণে ড. এ কে আবদুল মোমেন ভারতে সফরে যাননি। সূত্র: সমকাল
দুই সপ্তাহ ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ
সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা
সংঘাতে জড়াচ্ছে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশ * তৃণমূলের সংঘাত চলে আসতে পারে রাজধানীতে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘাতময় হয়ে উঠেছে রাজনীতি। সারা দেশে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। কর্মসূচিতে প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সংঘর্ষে জড়াচ্ছে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ। এসব কর্মসূচিতে বাধার পাশাপাশি নেতাকর্মীদের বাড়িঘর এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানেও চালানো হচ্ছে হামলা। রেহাই পাচ্ছেন না কেন্দ্রীয় নেতারাও।খানে হামলা সেখানেই হচ্ছে মামলা। চলছে গ্রেফতারও। পাশাপাশি প্রায় প্রতিদিনই রাজনৈতিক বাহাসে জড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। সেখানে থাকছে রাজপথ দখল ও পালটা দখলের হুঁশিয়ারি।বিদ্যমান পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা-সামনের দিনগুলোতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তৃণমূলে ছড়িয়ে পড়া সংঘাত চলে আসতে পারে রাজধানীতে। সূত্র: যুগান্তর।
ইভিএমে ৮ হাজার কোটি টাকা
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এ জন্য আরও ২ লাখ নতুন ইভিএম ক্রয়ে প্রায় ৮ হাজার কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিচ্ছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। এ প্রকল্পের আওতায় কেনা হবে নতুন ২ লাখ ইভিএম। প্রতিটি ইভিএম মেশিনের দাম হবে প্রায় আড়াই লাখ টাকার বেশি। এ ছাড়া ইভিএম সংরক্ষণে প্রকল্পের অধীনে ১০ অঞ্চলে ৬০-৬৫ হাজার স্কয়ার ফিটের ওয়্যারহাউস নির্মাণ; ১০০০ থেকে ১২০০ জন জনবল নিয়োগ; গাড়ি ক্রয়, ইভিএম পরিচালনায় ২ থেকে আড়াই লাখ দক্ষ জনবল তৈরির প্রশিক্ষণ ও দেশব্যাপী ইভিএমের ব্যাপক প্রচারণার জন্য বরাদ্দ রাখা হচ্ছে এ প্রকল্পে। ৮ সেপ্টেম্বর এ প্রকল্পের খসড়া নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশন অনুমোদন করলে তা পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। ইসির কর্মকর্তারা বলছেন, বিগত সময়ে প্রতিটি ইভিএম কেনা হয়েছিল ২ হাজার ৩৮৭ ডলারে। তখন ডলারের মূল্য ৮৪ টাকা হিসেবে একটি ইভিএম ইউনিটের মূল্য ছিল ২ লাখ ৫ হাজার টাকা (ভ্যাট-ট্যাক্সসহ)। এ ছাড়া একটি ইভিএম ইউনিটের অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয়েছিল আরও ২৫ হাজার টাকার। সূত্র: বিডি প্রতিদিন।
কূপ খননে গ্যাজপ্রমের অর্ধেক বিনিয়োগে বেশি সফল বাপেক্স
আন্তর্জাতিক দরপত্র ছাড়াই একের পর এক কূপ খননের কাজ পাচ্ছে গ্যাজপ্রম
দেশের স্থলভাগে গ্যাসকূপ খননে কাজ করছে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স)। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমও কাজ করছে। তবে দুই দেশের রাষ্ট্র খাতের এ দুই কোম্পানির মধ্যে কূপ খনন ব্যয়ে বড় ধরনের অসামঞ্জস্য নিয়ে বরাবরই বিতর্ক রয়েছে। বিশেষ করে নিজেদের সক্ষমতা থাকার পরও গ্যাজপ্রমকে বেশি দরে কাজ দেয়ায় নানা সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে জ্বালানি বিভাগকে। প্রতিষ্ঠান দুটির সঙ্গে চুক্তির বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বাপেক্স একটি কূপ খননে যেখানে গড়ে ৭০-৮০ কোটি টাকা নিয়েছে, সেখানে একই কাজ করে গ্যাজপ্রম পেয়েছে গড়ে ১৫০ কোটি টাকা। অথচ বৈশ্বিক জ্বালানি খাতের অনুসন্ধান-উৎপাদনে বিদেশী কোম্পানিটি উল্লেখযোগ্য কাজ করলেও বাংলাদেশে বলার মতো অগ্রগতি নেই। গ্যাজপ্রমকে দ্বিগুণ অর্থ পরিশোধের বিষয়ে কখনই সদুত্তর পাওয়া যায়নি জ্বালানি বিভাগের পক্ষ থেকে। বরং বেশি দরে কাজ দেয়ার পেছনে বরাবরই সামনে আনা হয়েছে গভীর কূপ খননে বহুজাতিক কোম্পানিটির সক্ষমতা ও দক্ষতার বিষয়টি। এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বণিক বার্তাকে বলেন, বাংলাদেশে গ্যাসকূপ খনন ও সংস্কারে বাপেক্স বড় আকারে কাজ শুরু করেছে। তবে গভীর কূপ খননে এখনো তাদের সক্ষমতার ঘাটতি রয়েছে। আর যেসব জায়গায় বাপেক্সের কাজ করার সক্ষমতা নেই, সেখানেই কেবল গ্যাজপ্রম কাজ করছে। আবার বাপেক্স ও গ্যাজপ্রম যৌথভাবেও কাজ করছে। এভাবে কাজ করলে আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা বাড়বে। সূত্র: বণিক বার্তা।
প্রধানমন্ত্রীর ভারত সফরে বেশি গুরুত্ব পাবে বাণিজ্য, খাদ্য, জ্বালানি
সোমবার থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফর বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে খাদ্যপণ্য ও জ্বালানির চাহিদা মেটানোর পথ আরও উন্মুক্ত করবে বলে আশা করছে ঢাকা ও নয়াদিল্লি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদে তিন বছরের মাথায় শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ভারত সফর করছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা একটি অফিসিয়াল ডকুমেন্টের তথ্য বলছে, একটি দ্বিপাক্ষিক বৈঠক শেষে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) স্বাক্ষরের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরুর ঘোষণা দেবেন দুই দেশের প্রধানমন্ত্রী। সেপা স্বাক্ষর হলে এটিই হবে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি।সেপার লক্ষ্য বিবৃতিতে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রিজিয়নাল ভ্যালু চেইন গড়ে তোলা। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
শেখ হাসিনার ভারত সফর: আওয়ামী লীগের লাভ-ক্ষতির হিসাব
প্রায় তিন বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লী সফর করছেন। আওয়ামী লীগের রাজনীতির জন্য নির্বাচনের আগের বছরে শেখ হাসিনার এই সফরের গুরুত্ব নিয়ে চলছে নানা আলোচনা।বিগত দু’টি নির্বাচন অর্থাৎ ২০১৪ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনগুলো নিয়ে সে সময় প্রশ্ন উঠেছিল, তখন আওয়ামী লীগের পাশে ছিল ভারত।টানা তেরো বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের জন্য স্পর্শকাতর চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের সুযোগ বা ট্রানজিট- ট্রান্সশিপমেন্টের সুবিধা দিয়েছে।কিন্তু যেসব বড় ইস্যুতে বাংলাদেশের স্বার্থ জড়িত – সেগুলোর মীমাংসা হচ্ছে না। তিস্তা নদীর পানিবন্টন নিয়ে চুক্তি ঝুলে রয়েছে লম্বা সময় ধরে।অন্যদিকে, ভারতের প্রতিশ্রুতির পরও সীমান্তে মানুষ হত্যা থামছে না।
ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরকে ঘিরে প্রত্যাশা এবং প্রাপ্তির প্রশ্নে চুলচেরা বিশ্লেষণ চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। সূত্র: বিবিসি বাংলা।
মাকে হত্যার পর যুবকের আত্মহত্যা, ৭৭ পাতার সুইসাইড নোট উদ্ধার
ভারতের দিল্লিতে ২৫ বছর বয়সী এক যুবক তার মাকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের নাম হলো খিতিজ ও মিথিলেশ। পুলিশ জানিয়েছে, মিথিলেশ বিধবা ছিলেন। ছেলেকে নিয়ে বসবাস করতেন তিনি। দিল্লি পুলিশ বলছে, ওই যুবক দুই অথবা তিনদিন আগে তার মাকে হত্যা করেন এবং তার মরদেহ পাওয়া যায় বাথরুমের ভেতর। রোববার (৪ সেপ্টেম্বর) তিনি নিজেও ছুরিকাঘাতে নিহত হন।ঘটনার দিন রাত ৮টার দিকে প্রতিবেশীরা তাদের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশ কন্ট্রোল রুমে (পিসিআর) ফোন করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দেখতে পায় যে ভেতর থেকে দরজা আটকানো। পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই যুবককে। আর ওই নারীর মরদেহ পাওয়া যায় ওয়াশরুমে। সেখান থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। রোহিনির ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তায়াল জানান এস তথ্য।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৭৭ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেটি খিতিজ নিজে লেখেন। সুইসাইড নোটে ছিল, খিতিজ তার মাকে বৃহস্পতিবার হত্যা করেন। সুইসাইড নোটে, খিতিজ ‘বিষণ্নতা’ সম্পর্কে উল্লেখ করেন এবং তিনি তার জীবন শেষ করতে চেয়েছিলেন বেকার ছিলেন বলে। সূত্র: জাগো নিউজ
কুমিল্লায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ প্রভাষকের মৃত্যু
কুমিল্লায় গ্যাস লিকেজে অগ্নিদগ্ধ হওয়ার এক সপ্তাহ পর তাহমিনা মুনা (৩২) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রোববার (০৪ সেপ্টেম্বর) রাতে মারা যান তিনি।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী নাট্যকর্মী ও আবৃত্তি শিল্পী সুমন সালাহউদ্দিন। জানা গেছে, মুনা কুমিল্লা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়া এলাকার মো. ইউনূসের মেয়ে। গত ২৯ আগস্ট রাতে নগরীর রেসকোর্স ভাড়া বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন তিনি। এসময় তাকে ধরতে গিয়ে আগুন লাগে স্বামী সুমন সালাহউদ্দিনের হাতে। তাদের প্রথমে কুমিল্লা মেডিক্যাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সূত্র: বাংলানিউজ
দিল্লির পথে প্রধানমন্ত্রী
তার এ সফরে দুই দেশের মধ্যে সাতটি চুক্তি বা সমঝোতা স্মারক সই হতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছর পর তার এ দ্বিপক্ষীয় সফরে বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল সোয়া ১০টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় নয়া দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান।বিমানবন্দরে শেখ হাসিনার জন্য থাকবে লাল গালিচা, একটি সাংস্কৃতিক দলের পরিবেশনার মধ্য দিয়ে জানানো হবে অভ্যর্থনা। সূত্র: বিডি নিউজ
আজ নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে যুক্তরাজ্য
বরিস জনসনের উত্তরসূরি কে হচ্ছেন? লিজ ট্রাস নাকি ঋষি সুনাক। এটি জানা যাবে সোমবার (৫ সেপ্টেম্বর)। এদিন যুক্তরাজ্য স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ভোটের ফল প্রকাশিত হবে।
এরইমধ্যে ব্রিটেনে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ভোটাভুটি শেষ। ধারণা করা হচ্ছে, টোরি সদস্যদের ভোটে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসই হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী।ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ের শুরুতে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এগিয়ে থাকলেও শেষ লড়াইয়ে এগিয়ে লিজ ট্রাস। ভোটে জয় পেলে তিনি হবেন যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী। বরিসের পদত্যাগের ঘোষণার পর নিয়ম অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী বেছে নিচ্ছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২ লাখ টোরি সদস্য। লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে থাকা বরিস জনসন গত ৭ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হন। তার পদত্যাগের পর শুরু হয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া। সূত্র: বাংলানিউজ