আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

ইরাকের আয়াতুল্লাহ খোমেনি হতে চাওয়া কে এই মোকতাদা আল-সদর

‘আমি রাজনীতি থেকে চূড়ান্তভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি’—গত ২৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল-সদরের ছোট্ট বক্তব্য। সংস্কারের আহ্বানে সাড়া না দেওয়ায় নিজের সহকর্মী শিয়া রাজনীতিকদের সমালোচনা করে তিনি এ টুইট করেছিলেন। কিন্তু তাঁর এ টুইট ঘিরেই রাজনৈতিক অচলাবস্থায় থাকা ইরাকে খণ্ডপ্রলয় ঘটে যায়। এ ঘোষণা ছড়িয়ে পড়তেই রাজপথে নেমে আসেন মোকতাদা আল-সদরের সমর্থকেরা। তাঁরা রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এলাকায় ঢুকে পড়েন। চড়াও হন সরকারি দপ্তরগুলোর ওপর। তাঁরা প্রেসিডেন্ট দপ্তরে ঢুকে পড়েন। বিক্ষোভকারীদের সেখানে থাকা সুইমিং পুলে লাফিয়ে পড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। সদরের নিয়ন্ত্রিত মিলিশিয়ারা সরকারি নিরাপত্তা বাহিনী ও প্রতিদ্বন্দ্বী শিয়া মিলিশিয়াগুলোর সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়ায়। ২৪ ঘণ্টার মধ্যে ৩০ জনের বেশি নিহত হন। আহত হন প্রায় এক হাজার মানুষ।পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়। পরদিন দুপুরের কিছুক্ষণ পর এক সংবাদ সম্মেলনে সমর্থকদের বিক্ষোভ থামানোর এবং গ্রিন জোন থেকে সরে আসার আহ্বান জানান মোকতাদা আল-সদর। সমর্থকেরা তাৎক্ষণিক তাঁর আহ্বানে সাড়া দেন। সরকারও কারফিউ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সদর একটি বার্তা দিতে চেয়েছিলেন মোকতাদা আল-সদর। আর সেটা হলো ইরাককে বিশৃঙ্খলার অতলে নিয়ে যাওয়ার ক্ষমতা তাঁর আছে; আবার চাইলেই তিনি খাদের কিনার থেকে টেনে তুলতে পারেন। সূত্র: প্রথম আলো

রাহুল গান্ধীর অভিযোগ
বিজেপি দেশব্যাপী ঘৃণা ছড়াচ্ছে

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। গতকাল রবিবার রাজধানী নয়াদিল্লিতে দলীয় কর্মসূচি থেকে ‘সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি’সহ নানা অভিযোগ তুলে বিজেপির নিন্দা করেন রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। নয়াদিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত কর্মসূচিতে রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আট বছর ধরে ভারতকে দুর্বল করেছেন।’হুলের বক্তব্যে প্রতিবেশী দেশগুলোর প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি দেশকে পেছনে নিয়ে যাচ্ছেন। তিনি ঘৃণা ছড়াচ্ছেন। এর মাধ্যমে পাকিস্তান ও চীন লাভবান হচ্ছে। ’রাহুল অভিযোগ করেন, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশব্যাপী ঘৃণা ও ক্ষোভ বাড়ছে। গণমাধ্যম, বিচার বিভাগ, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের ওপর কেন্দ্রীয় সরকারের চাপ রয়েছে।সর্বভারতীয় কংগ্রেসের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল ‘হল্লা বোল’ নামের কর্মসূচি পালন করা হয়। সূত্র: কালের কণ্ঠ

দুর্ঘটনায় টাটা সন্সের সাবেক চেয়ারম্যান নিহত

সড়ক দুর্ঘটনায় টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (৫৪) নিহত হয়েছেন। ভারতের মহারাষ্ট্রের পালঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, সাইরাস আহমেদাবাদ থেকে মার্সিডিজ কারে করে মুম্বাই যাচ্ছিলেন। গাড়িটিতে তিনি ছাড়াও জেহাঙ্গীর পান্ডল, আনাহিতা পান্ডল ও দারিউস পান্ডল নামে আরও তিন ব্যক্তি ছিলেন। এদের মধ্যে জেহাঙ্গীরও নিহত হয়েছেন। অন্যরা আহত হয়েছেন। তাদেরকে হেলিকপ্টারে করে মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।এদিকে সাইরাস মিস্ত্রির নিহতের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি এই মৃত্যুকে বিশ্ববাণিজ্য ও শিল্পের জন্য এক বড় ক্ষতি বলে অভিহিত করেছেন।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সাইরাস টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে রতন টাটার স্থলাভিষিক্ত হয়েছিলেন। পরে ভারতের সবচেয়ে হাই-প্রোফাইল বোর্ডরুম অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সূত্র: সমকাল

Nagad

রাশিয়ার দেওয়া শর্ত এখনও পূরণ করেনি ইউক্রেন: ক্রেমলিন

রাশিয়া বলেছে, যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য মস্কোর দেওয়া শর্ত এখনো পূরণ করেনি ইউক্রেন। কিয়েভ রাশিয়ার শর্তগুলো মেনে নিলেই ইউক্রেন সংকটের সমাধান হবে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর রিপাবলিক ওয়ার্ল ডটকমের। মস্কোয় রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।গত ২৪ ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকে মস্কো জোর দিয়ে বলে আসছে, ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা তার নেই বরং ইউক্রেনকে নাৎসিমুক্ত করাই তার এ অভিযানের লক্ষ্য।রাশিয়ার এ সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ শুরু করে। পেসকভ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে দুদেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য সাক্ষাৎ সম্পর্কে বলেন, ইউক্রেন পরিস্থিতি কতটা রাশিয়ার অনুকূলে আসে তার ওপর প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের বিষয়টি নির্ভর করছে। সূত্র: যুগান্তর

বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ১৫০০ সেনা নিহত
মিয়ানমার পরিস্থিতি

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলের কায়াহ রাজ্যে ২০২১ সালের মে মাস থেকে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার সেনা সদস্য নিহত হয়েছে। একই সময়ে জান্তা সরকারের বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দেড় শতাধিক সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা। থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের স্থানীয় দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত বছর দেশটিতে সেনা অভ্যুত্থানের জেরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। গত মে মাস থেকে এ অঞ্চলে সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই গোলাগুলি, বিমান ও কামান হামলার খবর পাওয়া গেছে। অঞ্চলটিতে ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ), কারেন আর্মিসহ (কেএ) আরও কয়েকটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। দ্য কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ), দ্য কারেনি আর্মিসহ (কেএ) বেশ কয়েকটি পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) কায়াহজুড়ে জান্তার বিরুদ্ধে লড়াই করছে। সূত্র: বিডি প্রতিদিন।

কানাডা সাসকাচোয়ানে ১৩ স্থানে ছুরি হামলা, নিহত ১০

কানাডার সাসকাচোয়ান প্রদেশে ছুরিকাঘাতে অন্তত ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল রোববার স্থানীয় জেমস স্মিথ ক্রি নেশন ও ওয়েল্ডনের কাছাকাছি গ্রামের ১৩টি স্থানে হতাহতদের পাওয়া গেছে। খবর বিবিসি। একে কানাডার ইতিহাসে গণ সহিংসতার সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করা হচ্ছে।এ ঘটনায় সন্দেহভাজন ড্যামিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন নামে দুই ব্যক্তি পলাতক রয়েছে। তাদের সশস্ত্র ও বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।একটি বড় এলাকা জুড়ে হামলা সংঘটিত হওয়ায় পুলিশ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলেছে।
সাসকাচোয়ান রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) টুইট বার্তায় বাসিন্দাদের বলেছে, নিরাপদ স্থান ছেড়ে যাবেন না। বাড়িতে কারো প্রবেশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সূত্র: বণিক বার্তা।

সেরা নেপথ্য কন্ঠের জন্য এমি পুরষ্কার জিতলেন বারাক ওবামা

এমি পুরষ্কার জিতেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার তাকে ন্যারেটর বিভাগে চলতি বছরের এমি পুরষ্কারজয়ী ঘোষণা করা হয়।স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক’ নামের একটি প্রামাণ্যচিত্রে অনবদ্য বর্ণনার জন্য এই পুরষ্কার পেলেন তিনি। পাঁচ পর্বের এই সিরিজটির নির্মাতা ওবামার প্রোডাকশন কোম্পানি ‘হায়ার গ্রাউন্ড’। এতে বিশ্বজুড়ে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে অনন্য জাতীয় উদ্যানগুলিকে তুলে ধরা হয়। চিলির প্যাটাগোনিয়া ও ইন্দোনেশিয়ার চিরসবুজ অরণ্য থেকে শুরু করে পাঁচটি মহাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে নেটফ্লিক্স সিরিজটির দৃশ্যায়নে। এর আগে তার দুটি স্মৃতিকথা ‘দ্য অডেসিটি অফ হোপ’ ও ‘এ প্রমিজড ল্যান্ড’- এর অডিওবুক পড়ার জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন ওবামা। এমি প্রাপ্তি তাকে একজন ‘ইগট’ হওয়ার দিকে এগিয়ে নিল। ইগট তাকেই বলা হয়- যিনি একাধারে এমি, গ্রামি, অস্কার ও টোনি অ্যাওয়ার্ড জেতেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বলে আখ্যায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে “এনিমি অব দ্য স্টেট” বা “রাষ্ট্রের শত্রু” বলে আখ্যায়িত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে শনিবার এক নির্বাচনী সমাবেশে মি. ট্রাম্প অভিযোগ করেন, তার বিরুদ্ধে ফেডারেল তদন্ত সংস্থা এফবিআইকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন প্রেসিডেন্ট বাইডেন ।অগাস্ট মাসে ফ্লোরিডা অঙ্গরাজ্যে মি. ট্রাম্পের বাড়ি থেকে গোপন দলিলপত্র উদ্ধারের জন্য এজেন্টদের হানা দেবার ঘটনার পর এই প্রথম তিনি কোন জনসমাবেশে বক্তৃতা করলেন।রিপাবলিকান পার্টির ওই সমাবেশে মি. ট্রাম্প তার বাড়িতে এফবিআই-এর ওই হানাকে আমেরিকান ইতিহাসে কোন প্রশাসনের “ক্ষমতার অপব্যবহারের এক হতবাক-করার-মতো নজির” বলে বর্ণনা করেন। সূত্র: বিবিসি বাংলা।

কানাডায় ছুরি হামলা, নিহত ১০

কানাডায় অতর্কিত ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ থেকে ১৫ জন। গোটা ঘটনাটকে কেন্দ্র করে দেশটিতে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বিবিসি এবং আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, রোববার কানাডার সাসকাচোয়ান প্রদেশের দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি হামলা চালালে এ ঘটনা ঘটে। হামলার পর বিপজ্জনক ব্যক্তিদের ধরতে ওই প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবায়ও প্রদেশেরও একই সতর্কতা জারি করা হয়।এ ঘটনায় সন্দেহভাজন ডেমিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসনকে খুঁজছে কানাডার পুলিশ।এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহত ও আহত পরিবারদের সমবেদনা জানিয়ে বলেছেন, হামলাগুলো ভয়াবহ এবং হৃদয়বিদারক। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: জাগো নিউজ

ব্রিটিশরা যখন পয়সার হিসাব কষছে, ইউক্রেইন ‍‘গুনছে মৃতদেহ’

ইউক্রেইন যুদ্ধের কারণে মিত্রদের ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মধ্যে যেতে হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। তবে তিনি ইউক্রেইনীয়দের সংগ্রামের ওপর বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ব্রিটিশরা যখন ‘পয়সা গুনছে’, ইউক্রেইনীয়দের তখন ‘হতাহত গুনতে হচ্ছে’।ইউক্রেইনের প্রতি সমর্থন জোরালো হলে সংকট ক্ষণস্থায়ী হবে, সানডে উইথ লরা কুজেনবার্গ অনুষ্ঠানে তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি।কিইভে রেকর্ড হওয়া সাক্ষাৎকারে এ ফার্স্ট লেডি জানান, যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ।জেলেনস্কা জানান, তার সঙ্গে তার স্বামীর কালেভদ্রে দেখা হলেও প্রতিদিনই কথা হয়।২০০৩ সালে ভলদোমির জেলেনস্কিকে বিয়ে করা জেলেনস্কা কিইভে-ই বিবিসির লরা কুজেনবার্গের সঙ্গে কথা বলেন। সূত্র: বিডি নিউজ