শ্রীপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃশ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

গাজীপুরের শ্রীপুরে সাফিয়া আক্তার (৩৫) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর গলায় ছেঁড়া অর্ধ ওড়না পেচানো মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

আজ( ৪ সেপ্টেম্বর) রবিবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নে বেতজুড়ী এলাকার মহিলা মোড়ে আম গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাফিয়া আক্তার উপজেলার মাওনা ইউনিয়ন বেতজুরী এলাকার সৌদি প্রবাসী মো. সাইদুল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন তিনি ।এলাকার খান টেক্স চাকরি করতেন।স্থানীয়রা জানান, জনৈক মহিলা গরু চড়াতে যাওয়ার সময় গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখতে পায় আম গাছের ডালে সাথে বাঁধা ।পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে মরদেহ উদ্ধার করে।

তবে কি কারণে সাফিয়া আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তার পরিবারের লোকজন জানিয়েছেন,পাশের বাড়ি হাসান বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব ও ব্ল্যাকমেইলিং করত হয়তো ওই কারণে আত্মহত্যার করে থাকতে পারে।

এ ব্যাপারে হাসানের বাড়িতে গিয়ে হাসানকে না পেয়ে বউ বিউটির কাছে জানতে চাইলে বলেন, আমার জামাই অনেক ভালো আমি তার সাথে সংসার করি, আমি জানি সে কেমন সে কখনোই কোন মহিলার দিকে বাজে নজর দেয় না তাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির থেকে দুই গজ দূরে আমরা গলায় ছেঁড়া ওড়না পেঁচানো লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না।সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মহিলার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Nagad