আবুধাবিতে প্রবাসীদের নিয়ে ইসলামী ব্যাংকের মতবিনিময়
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এক হোটেলে প্রবাসী গ্রাহক ও সুধী সমাবেশের আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। উপস্থিত ছিলেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ মিজানুর রহমান ও থার্ড সেক্রেটারি এস.এম. মাজহারুল ইসলাম।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, মিফতাহ উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউএইর সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও বঙ্গবন্ধু সেন্ট্রাল কমিটি ইউএইর সভাপতি ইফতেখার হোসেন বাবুলসহ আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে অংশ নেন।