আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

সুযোগসন্ধানী লিজ: অক্সফোর্ডে রাজনীতি পড়ে আসা, দলবদলে পাননি বাবার সমর্থন

কনজারভেটিভ পার্টির নেতা ও ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হওয়ার দলীয় নির্বাচনী লড়াইয়ে এগিয়ছিলেন লিজ ট্রাস এবং ঋষি সুনক। সাত সপ্তাহব্যাপী প্রচার এবং নির্বাচন প্রক্রিয়ার শেষে সোমবার (৫ সেপ্টেম্বর) চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়। কনজারভেটিভ পার্টি সূত্রে খবর, লড়াইয়ের প্রাথমিক পর্বে সুনক এগিয়ে থাকলেও নয়া কর নীতি-সহ নানান সংস্কারমূলক কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে কনজারভেটিভ পার্টির সদস্যদের মন জয় করে নেন লিজ। প্রধানমন্ত্রীর পদও তাই তিনিই পেলেন। ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাসের জন্ম ১৯৭৫ সালের ২৬ জুলাই, ব্রিটেনের অক্সফোর্ডে। তাঁর পুরো নাম মেরি এলিজাবেথ ট্রাস।১৯৯৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন লিজ। তাঁর বিষয় ছিল দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি।ছাত্রাবস্থা থেকেই রাজনীতির প্রতি আগ্রহ ছিল লিজের। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

দাম বৃদ্ধি ও ভ্যাটের খড়গে বড় ধাক্কা হ্যান্ডসেট বিক্রি-উৎপাদনে

১০-২০ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি ও খুচরা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপের কারণে কমেছে মোবাইল হ্যান্ডসেটের উৎপাদন ও বিক্রি। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। উৎপাদকরা বলছেন, বৈশ্বিক চিপ সংকট, ফ্রেইট চার্জ ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে চলতি বছরের শুরু থেকেই চাপে ছিল হ্যান্ডসেট তৈরি করা কোম্পানিগুলো। ডলারের দামবৃদ্ধিসহ নানা সংকটের কারণে মে মাস থেকে দাম বাড়লে প্রথম দফায় বিক্রি কমে যায় হ্যান্ডসেটের। বাজেটে ভ্যাট আরোপের পর জুলাই মাসে বিক্রি ও উৎপাদন আরো কমে গেছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

কানাডায় সন্দেহভাজন এক হামলাকারীর লাশ উদ্ধার

কানাডার সাসকাচুয়ান প্রদেশে ছুরি নিয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের লাশ খুঁজে পেয়েছে পুলিশ। গতকাল সোমবার ডেমিয়েন স্যান্ডারসন (৩১) নামের ওই সন্দেহভাজনের লাশ উদ্ধার হয়। খবর বিবিসির। সাচকাচুয়ান প্রদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে গত রোববার ছুরি নিয়ে হামলার ওই ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১৮ জন আহত হন। এ ঘটনায় ডেমিয়েন স্যান্ডারসন (৩১) ও মায়েলস স্যান্ডারসন (৩০) নামে দুই সন্দেহভাজনকে খুঁজতে থাকে পুলিশ। তাঁরা সম্পর্কে ভাই। ঘটনার পরই ডেমিয়েন ও মায়েলসের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়। সূত্র: প্রথম আলো

Nagad

ইউক্রেন সংকট
গ্যাসের অতিমূল্য ইউরোপে

ইউরোপের বাজারে সোমবার দিনের শুরুতেই গ্যাসের দাম ৩০ শতাংশ বেড়েছে। রাশিয়া বাল্টিক সাগরের তলদেশ দিয়ে ইউরোপমুখী নর্ড স্ট্রিম ওয়ান গ্যাস পাইপলাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর এ দাম বাড়ল। প্রথমে সংস্কারকাজের ‘অজুহাতে’ তিন দিনের জন্য গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয় রাশিয়া। এরপর গত শনিবার তা পুনরায় চালুর কথা থাকলেও রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা গ্যাজপ্রম জানিয়েছে, পাইপলাইনে ছিদ্র শনাক্ত হয়েছে। এর অর্থ, পাইপলাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। এ ঘটনার পর ইউরোপীয় দেশগুলো আবারও অভিযোগ এনেছে যে মস্কো ইউক্রেনে আগ্রাসনের পাশাপাশি ইউরোপের বিরুদ্ধে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে এই অভিযোগ অস্বীকার করে গ্যাজপ্রম জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং প্রযুক্তিগত সমস্যাই মূলত গ্যাস সরবরাহ ব্যাহত করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গ্যাসপ্রবাহ ৮০ শতাংশ কমিয়ে দিয়েছিল রাশিয়া। এবার তা পুরোপুরিই বন্ধ করে দেওয়া হলো। গ্যাস নিয়ে রাশিয়ার টালবাহানার কারণে গত এক বছরে এই জ্বালানিটির দাম প্রায় ৪০০ শতাংশ বেড়েছে। ক্রমবর্ধমান গ্যাসের দামের সঙ্গে রেকর্ড বিদ্যুতের খরচ ইতোমধ্যে ইউরোপের সার ও অ্যালুমিনিয়াম উৎপাদনকে ব্যাহত করেছে। এই পরিস্থিতিতে জনগণকে সহযোগিতার জন্য শত শত কোটি ডলারের সহায়তা প্রকল্প চালু করতে বাধ্য হয়েছে ইউরোপীয় সরকারগুলো। সংকট থেকে উত্তরণের জন্য দেশগুলো এখন গ্যাসের বিকল্প উৎসের সন্ধান করছে। সূত্র: সমকাল

লিজ ট্রাসের কাছে প্রাধান্য পাবে কর হ্রাস
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির (টোরি) দলীয় নির্বাচনে জিতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। ক্ষমতা গ্রহণের শুরুতেই জ্বালানি সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো অর্থনৈতিক সমস্যার মোকাবেলা করতে হবে তাঁকে। টোরিদের শীর্ষ পদের জন্য নির্বাচনী প্রচারের সময় একাধিক প্রস্তাব ও পরিকল্পনা নির্ধারণ করেন ট্রাস, যেগুলো প্রধানমন্ত্রী হলে তিনি বাস্তবায়ন করতে চান।সম্প্রতি বৃদ্ধি পাওয়া জাতীয় বীমার সংখ্যা কমানো এবং করপোরেশন করের নির্ধারিত বৃদ্ধির হার কমানোরও প্রতিশ্রুতি দেন ট্রাস। ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা আয়কর কমানোর বিষয়টিও সামনে আনেন তিনি।
কভিডসম্পর্কিত ঋণ বিলম্বে পরিশোধের মাধ্যমে এ খাতে অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন ট্রাস। তবে সমালোচকরা বলছেন, সেটার জন্য ট্রাসকে উচ্চ সুদে ঋণ নিতে হবে, যা অর্থনীতিতে প্রভাব ফেলবে। বিকল্প উপায় হিসেবে জ্বালানি সংস্থার লাভের ওপর একটি বিশেষ কর আরোপে পরামর্শ দেওয়া হয় তাঁকে। তবে সেই প্রস্তাব পছন্দ করেননি ট্রাস। সূত্র: কালের কণ্ঠ

হুহু করে বাড়ছে গ্যাসের দাম
ইউরোপের সামনে ভয়াবহ দিন
নৃশংস শীতের হুঁশিয়ারি ইউক্রেনে, পারমাণবিক চুল্লি সম্প্রসারণের চিন্তায় জার্মানি * নেদারল্যান্ডসে বেড়েছে ৩০ শতাংশ। ব্রিটেনে সবচেয়ে বেশি ৩৫ শতাংশ * ইউরোর দাম ০.৯৯ ডলারের নিচে নেমে গেছে, যা ২০ বছরের সর্বনিম্ন

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া জবাবে অস্ত্র হিসাবে গ্যাসকে কাজে লাগাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের ওপর ইউরোপের বেশির ভাগ দেশের নির্ভরশীলতা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়েছে মস্কো। ইউরোপের বেশ কয়েকটি দেশে সরবরাহ কমিয়েছে। পুরোপুরি বন্ধও করে দিয়েছে কিছু দেশে। এমনকি ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইনটি পুনরায় চালু করবে না বলেও ঘোষণা দেয় মস্কো। গত সপ্তাহের শেষদিকের এই সিদ্ধান্তের পরই গোটা ইউরোপেই হু হু করে বাড়ছে গ্যাসের দাম। বিশ্লেষকরা বলছেন, সামনে আরও ভয়াবহ দিনের মোকাবিলা করতে হবে ইউরোপকে। আগামী শীত অন্ধকারাচ্ছন্ন হবেবলে ইতোমধ্যেই সতর্ক করেছেন এ অঞ্চলের নেতারা। সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে এদিন গড়ে এক লাফে ২৬ শতাংশ দাম বেড়েছে। নেদারল্যান্ডসে বেড়েছে ৩০ শতাংশ। ব্রিটেনে সবচেয়ে বেশি, ৩৫ শতাংশ। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণার পর সোমবার ইউরোর দাম ০.৯৯ ডলারের নিচে নেমে গেছে, যা ২০ বছরের সর্বনিম্ন। জালানির এমন হুহু করে দাম বৃদ্ধির দলে বিপাকে পড়তে যাচ্ছে ইউরোপের দেশগুলো। কয়েক সপ্তাহ থেকে পাইকারি বাজার ভীষণ অস্থিরতার সঙ্গে চলছে। সূত্র: যুগান্তর

নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে গ্যাস দেবে না রাশিয়া

‘রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে ইউরোপে গ্যাস দেবে না তারা। আর এ জন্যই ইউরোপে তাদের গ্যাস সরবরাহের অন্যতম প্রধান একটি পাইপলাইন (নর্ড স্ট্রিম-১) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানিয়েছে রাশিয়া। এই ঘোষণা ইউরোপীয় ইউনিয়নে আসন্ন শীতে গ্যাস সংকট ও রেশনিংয়ের ভীতিকে উসকে দিয়েছে। ফলে গতকাল ইউরোপের বাজারে গ্যাসের দাম একলাফে অন্তত ৩০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন রক্ষণাবেক্ষণের কথা বলে তিন দিন বন্ধ রাখে রাশিয়া। এরপর শুক্রবার আরেকটি যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করে ওই সময়ের বাইরেও পাইপলাইনটি অনির্দিষ্টকাল বন্ধ থাকবে বলে জানায়। এতে ইউরোপের বাজারে প্রতি মেগাওয়াট ঘণ্টা গ্যাসের মূল্যসূচক চড়েছে প্রায় ২৭২ ইউরোর মতো। মূলত নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে জার্মানি হয়ে ইউরোপে যায় রাশিয়ার গ্যাস। এই লাইন দিয়ে ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাস পায় ইউরোপ। কিন্তু রাশিয়া কারিগরি ত্রুটির কথা বলে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কয়েক দফায়। এরপর তারা জানায়, নিষেধাজ্ঞার কারণে গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে। এ কারণে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সূত্র: বিডি প্রতিদিন।

উত্তর কোরিয়া থেকে গোলাবারুদ কিনছে রাশিয়া

উত্তর কোরিয়া থেকে আর্টিলারি গোলাবারুদ কিনছে রাশিয়া। ইরানের তৈরি ড্রোনও ব্যবহার করছে দেশটি। মার্কিন গোয়েন্দারা এ সব তথ্য দিয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।সংবাদমাধ্যমটিকে কর্মকর্তারা বলেন, দেশ দুটি থেকে অস্ত্র ক্রয় রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা কাজ করছে এমন ইঙ্গিতই দিচ্ছে। নিষেধাজ্ঞা ইউক্রেনে আক্রমণ জারি করার সক্ষমতা কমিয়ে দিয়েছে।গত সোমবার টাইমসের প্রতিবেদনে বলা হয়, মস্কো কী কিনেছিল সম্প্রতি প্রকাশিত ওই গোয়েন্দা প্রতিবেদনে বিস্তারিত বিবরণ বলা হয়নি। তবে অস্ত্রগুলোর মধ্যে আর্টিলারি শেল ও রকেট অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়া এই ধরনের সরঞ্জাম আরো কিনবে বলে ধারণা করা হচ্ছে। গত আগস্টে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের তৈরি ড্রোন ব্যবহারে রাশিয়া অনেক ব্যর্থতার সম্মুখীন হয়েছে। তারপরও কয়েক শত মোহাজের-৬ ও শাহেদ-সিরিজের মানুষবিহীন যান (ইউএভি) কেনার পরিকল্পনা করেছে মস্কো। সূত্র: বণিক বার্তা।

দু’হাতে কামাবেন নাকি রাজনীতিতে ফিরবেন বরিস জনসন?

কনজারভেটিভ দলকে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় জয় এনে দেওয়ার মাত্র তিন বছর পর দলের নেতাদের আস্থা হারিয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন বরিস জনসন। শিশু বয়সে যিনি ‘পৃথিবীর রাজা’ হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি জনসনের জীবনী লিখছেন অ্যান্ড্রু গিমসন। তিনি বলেন, ‘‘তিনি (জনসন) এমন ব্যক্তি নন যিনি নিজের এলাকায় গিয়ে স্থানীয় গির্জার জন্য ভালো ভালো কাজ করবেন এবং আড়ালে থেকে নির্বিবাদ জীবনযাপন করবেন।”নানা উদ্ভট কর্মকাণ্ড এবং বিতর্কিত মন্তব্য করে বরাবর আলোচনায় থাকা জনসন তবে কী করতে চলেছেন?লেখালেখিতে ফেরা-রাজনীতিতে প্রবেশ করার আগে যুক্তরাজ্যের একজন প্রভাবশালী এবং উচ্চ বেতন পাওয়া সাংবাদিক ছিলেন বরিস জনসন। ওয়েস্টমিনস্টারে যাওয়ার পরও তিনি পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি চালিয়ে গেছেন। শুধুমাত্র প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন আগে তিনি পত্রিকায় লেখা বাদ দেন। সূত্র: বিডি নিউজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক: দিল্লি সফরের প্রথম দিনেই কেন গৌতম আদানির সঙ্গে হাসিনার বৈঠক

ভারতের যে আদানি শিল্পগোষ্ঠীর সাম্রাজ্য এখন আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত – তার কর্ণধার গৌতম আদানির সঙ্গে সোমবার সন্ধ্যায় একটি বৈঠকে মিলিত হয়েছেন দিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত পাঁচ-সাত বছরে ভারতীয় এই শিল্পপতি প্রতিবেশী বাংলাদেশেও লগ্নির পরিমাণ ক্রমশ বাড়িয়েছেন, সে দেশে ভোজ্য তেল থেকে শুরু করে বিদ্যুৎ বা এনার্জি – বিভিন্ন খাতেই এখন রয়েছে আদানির ফুটপ্রিন্ট।মাত্র গত সপ্তাহেই ব্লুমবার্গ বিলিওনেয়ার র‍্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন দুনিয়ার তিন নম্বর ধনী ব্যক্তি হিসেবে – ধনসম্পত্তির বিচারে ভারতের শিল্পপতি গৌতম আদানির স্থান এখন স্পেসএক্সের ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের ঠিক পরেই। সূত্র: বিবিসি বাংল।