আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

পুতিন বললেন, আস্থা হারিয়েছে ডলার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মার্কিন ডলার ও ইউরোপীয় ইউনিয়নের ইউরোর মতো প্রচলিত রিজার্ভ মুদ্রাগুলো আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আস্থা হারিয়েছে। খবর আরটির। রাশিয়ায় গতকাল বুধবার ভ্লাদিভস্তোক বন্দরে সপ্তম বার্ষিক ইস্টার্ন ইকোনমিক ফোরামে পুতিন এ বক্তব্য দেন।পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে। অবাধে লেনদেন হওয়া ডলার, ইউরো ও পাউন্ডের ওপর আস্থা হারিয়েছে মানুষ। এসব মুদ্রা লেনদেন পরিচালনা, সম্পদ সংরক্ষণ ও রিজার্ভে ব্যবহৃত হতো।
পুতিন বলছেন, এ প্রবণতার কারণে রাশিয়া ও অন্য অনেক দেশ লেনদেনের জন্য অন্য মুদ্রা বিশেষ, করে চীনের ইউয়ানের দিকে ঝুঁকেছে।রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘ধাপে ধাপে আমরা এসব অপ্রচলিত মুদ্রা ব্যবহারের দিকে যাচ্ছি। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও অর্থ পরিশোধ ও সঞ্চয়ে ডলারের ব্যবহার কমিয়ে দিচ্ছে।’ সূত্র: প্রথম আলো

ইন্দোনেশিয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ম্ফীতির প্রতিবাদে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় শহর জাকার্তাসহ কয়েকটি শহরে মঙ্গলবার বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। জ্বালানি খাতে বাজেট নিয়ন্ত্রণের কঠোর চাপের মুখে প্রেসিডেন্ট জোকো উইদোদো। শনিবার বলেন, ভর্তুকি কমানো এবং জ্বালানির দাম শতকরা প্রায় ৩০ ভাগ বাড়ানো ছাড়া তাঁর সামনে কোনো বিকল্প ছিল না। গত বছরের তুলনায় সেখানে তেলের দাম বাড়ানো হয়েছে শতকরা প্রায় ৩২ ভাগ। খবর এশিয়া ওয়ানের।মঙ্গলবার এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানী জাকার্তা, সুবারবায়া, মাকাস্‌সার, কেন্দারি, আচেহতে। এতে নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ ও শ্রমিক সংগঠন।

হিমালয়ের হিমবাহ গলছে, ডুবছে পাকিস্তান, উপমহাদেশ মহাসংকটের মুখে!

প্রতিবছর গ্রীষ্মে ভারতের হিমাচল প্রদেশে পাহাড়ে চড়েন একদল বিজ্ঞানী। এই বিজ্ঞানীরা শৌখিন পর্বতারোহী নন, বরং যান একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে। তারা হিমালয় পর্বতশ্রেণির ‘ছোটা শিগ্রি’ নামক হিমবাহের বরফের গলন মাপতে যান, হিমবাহের এই ক্ষয় হচ্ছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলেই। আর তাতে কী পরিমাণ জলরাশি নিঃসৃত হচ্ছে– সেটার পরিমাপই তাদের উদ্দেশ্য। গত দেড় দশক ধরে তারা পর্বতে তুষারের আচ্ছাদনের মাত্রা, মাটি ও বায়ুর তাপাঙ্ক, হিমবাহে বরফ সঞ্চয় বা বরফ গলে জলরাশির নিঃসরণ মেপে আসছেন। হিমবাহের এই জলধারাই প্রবাহিত হয় পর্বতের পাদদেশের উপত্যকা দিয়ে, ছোটখাট অজস্র স্রোতধারাগুলিই ধীরে ধীরে উপমহাদেশের এক একটি প্রধান নদীর জন্ম দিয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

Nagad

জাতিসংঘের প্রতিবেদন
জাপোরিঝঝিয়া থেকে তেজস্ক্রিয় ছড়িয়ে পড়ার শঙ্কা
নিরাপত্তা সুরক্ষা অঞ্চল তৈরির আহ্বান

ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্রমাগত গোলাবর্ষণের ফলে অঞ্চলটিতে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, সেখানে রাশিয়ার সামরিক সরঞ্জামের উপস্থিতি কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিকেই জাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দখল নেয় রাশিয়া। গত সপ্তাহে কেন্দ্রটি পরিদর্শন করে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ। ওই পরিদর্শনের পর সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে অঞ্চলটিতে গোলাবর্ষণ থামানো এবং সেখানে একটি নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল তৈরির আহ্বান জানানো হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

দূর থেকে মনে হয় পুরো পাকিস্তানই এখন সাগর

দূর থেকে পাকিস্তানের বন্যাদুর্গত অঞ্চলগুলোর দিকে তাকালে মনে হয় পুরো পাকিস্তানই এখন সাগর। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধু পরিদর্শনকালে গণমাধ্যমের কাছে এ অভিজ্ঞতার বর্ণনা দেন। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩। বন্যাপীড়িত এলাকাগুলোর মানুষেরা অতিবাহিত করছেন কঠিন মানবেতর জীবন। তাঁবু গেড়ে থাকা শিবিরগুলোতে দেখা দিয়েছে শৌচাগারের অভাব। যে কারণে খোলা জায়গায়ই প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে দুর্গতদের। বাড়ছে পানিবাহিত মহামারির ঝুঁকি। তাছাড়া দেশটিতে সাম্প্রতিক বন্যায় ব্যাপক হারে গবাদিপশু ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা দিচ্ছে দুধ ও মাংসের ঘাটতি। ডন, জিও টিভি, দি নউিজ। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘আপনি না দেখলে ধ্বংসের মাত্রা অনুমান করতে পারবেন না। যতদূর আপনার চোখ যাবে, দেখবেন শুধু পানি আর পানি। ঠিক যেন সমুদ্র।’ এ সময় তিনি জানান, বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ২ লাখ তাঁবু কিনবে সরকার। তাছাড়া পানি কমার পাশাপাশি পানিবাহিত রোগের আক্রমণকে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন শাহবাজ। কিন্তু মুখে বললেও চ্যালেঞ্জ মোকাবিলায় আশানুরূপ পদক্ষেপ নেই সরকারের। বিশেষ করে শৌচাগারের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিই যেন চোখ এড়িয়ে যাচ্ছে শাহবাজ প্রশাসনের।বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের একটি ছোট গ্রাম ফাজিলপুর। ‘বীরের মতো’ মাথা উঁচু করে আছে ছোট্ট জরাজীর্ণ এক রেলস্টেশন। এখানেই অস্থায়ী তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছেন শত শত স্থানীয়। চারদিকে দিগন্তজোড়া থইথই পানি। রেল স্লিভারের পাশেই রয়েছে এখ খণ্ড শুকনো জমি। ওই জায়গাটুকুও এখন মানুষ এবং গবাদিপশুর মলমূত্রের একমাত্র ‘ভাগাড়’। দুর্গন্ধময় এই পরিবেশেই নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সারতে হচ্ছে প্রাকৃতিক কাজ। সূত্র: যুগান্তর।

পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্বের জন্য হুমকি : পুতিন

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা করে ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা এমন এক জ্বর, যা পুরো বিশ্বের জন্য হুমকিস্বরূপ। ইউরোপ নিজেই এর ভুক্তভোগী। ’ রাশিয়ার ভ্লাদিভোস্তকে গতকাল এক অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন দাবি করেন, নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠেছে রাশিয়া। অন্যদিকে ইউরোপে একের পর এক কম্পানি বন্ধ হচ্ছে। সবাইকে সতর্ক করে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার মাধ্যমে ইউরোপীয়দের জীবনযাত্রার মান বিসর্জন দেওয়া হচ্ছে। দরিদ্র দেশগুলো খাদ্যের জোগান পাচ্ছে না। ইউক্রেনের শস্য থেকে ইউরোপ দরিদ্র দেশগুলোকে বঞ্চিত করছে। সব শস্য নিজেরাই নিচ্ছে। ’ সূত্র: কালের কণ্ঠ

ইউক্রেনে কিছু হারাইনি, হারাবো না: পুতিন

ইউক্রেনে সামরিক অভিযানের ফলে রাশিয়া কিছুই হারায়নি, ভবিষ্যতেও হারাবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করার জন্যই এসব পদক্ষেপ নেয়া হয়েছে। তার লক্ষ্য ছিল পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের বাসিন্দাদের সাহায্য করা। আজ বুধবার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্টকে একটি অর্থনৈতিক ফোরামে এসব কথা বলেন পুতিন। খবর রয়টার্স।পুতিন বলেন, আমরা কিছু হারাইনি এবং হারাবো না। আমাদের প্রধান অর্জন হলো, সার্বভৌমত্ব শক্তিশালী হয়েছে।তবে তিনি এ কথাও স্বীকার করেন, ইউক্রেনে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত কারণে বিশ্ব ও তার দেশের মধ্যে এক ধরনের মেরুকরণ হয়েছে।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এর আগেই থেকে উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব বারবার সতর্ক করে দিয়েছিল। কিন্তু প্রতিপক্ষের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমলে না নিয়ে প্রতিবেশী দেশে আক্রমণ করেন পুতিন। বর্তমানে এ যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে সারা বিশ্বে বেড়ে গেছে খাদ্য ও জ্বালানির দাম। সূত্র: বণিক বার্তা।

গৌতম আদানি: কে এই বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি, বাংলাদেশ ও বিশ্বের অন্যত্র কী ধরণের ব্যবসা রয়েছে তার

মাত্র গত সপ্তাহেই ব্লুমবার্গ বিলিওনেয়ার র‍্যাঙ্কিংয়ে বিশ্বের তিন নম্বর ধনী ব্যক্তি হিসেবে উঠে এসেছেন ভারতের শিল্পপতি গৌতম আদানি। বিলিওনেয়ার র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন স্পেসএক্সের ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের ঠিক পরেই।ধনসম্পত্তির বিচারে ভারতের এই শিল্পপতির অবস্থান এমনকি বিল গেটস, ওয়ারেন বাফেটের উপরে।তার মালিকানাধীন আদানি শিল্পগোষ্ঠীর সাম্রাজ্য এখন আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। এমনকি বাংলাদেশেও রয়েছে তার বিনিয়োগ।সোমবার ভারত সফরে গিয়ে প্রথম দিনেই এই ব্যক্তির সাথে একটি বৈঠক করেছেন শেখ হাসিনা।যদিও তাদের মধ্যে কী ধরণের আলাপ আলোচনা হয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি, তবে ভারতীয় পর্যবেক্ষকদের মত, বৈঠকটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। সূত্র: বিবিসি

কানাডায় ছুরি হামলা: গ্রেপ্তারের পর সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু

কানাডার সাসকাচুয়ান প্রদেশে ছুরি নিয়ে হামলা চালিয়ে ১০ জনকে হত্যা, ১৮ জনকে আহত করার ঘটনার এক সন্দেহভাজন পুলিশের হাতে ধরা পড়ার পর হাসপাতালে মারা গেছেন।
কানাডীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার বিকালে সাসকাচুয়ান প্রদেশেরই রসটার্ন শহরে গাড়ি নিয়ে ধাওয়া করে মাইলস স্যান্ডারসন নামের ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ কমিশনার রন্ডা ব্ল্যাকমোর রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, স্যান্ডারসন এক বাড়ির বাইরে থেকে একটি গাড়ি চুরি করেছেন বলে খবর পেয়েছিলেন তারা। ওই গাড়ি নিয়ে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতি তুলে পালানোর চেষ্টা করছিলেন স্যান্ডারসন।পুলিশ তখন ধাওয়া করে রসটার্ন শহরের কাছে তাকে ধরে ফেলে এবং সেই এসইউভির ভেতরে একটি ছুরি পাওয়া যায়।গ্রেপ্তারের পরপরই স্যান্ডারসন ‘অসুস্থ হয়ে পড়লে’ তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর জানান। সূত্র: বিডি নিউজ

প্ল্যাটফর্ম থেকে ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন যাত্রী

রেলওয়ে স্টেশনে এক আন্তঃনগর ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়েও অলৌকিক ভাবে বেঁচে গেলেন এক যাত্রী। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ভারতের ভরথানা রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটেছে। ইটাওয়া জেলায় সকাল ৮টা ৪৫ মিনিটে ভোলা সিং নামে ওই যাত্রী ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। তখনই তিনি পা পিছলে পড়ে যান রেললাইনে। এরপর পুরো ট্রেন তার উপর দিয়ে চলে যায়। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। এতে দেখা যায়, পুরো ট্রেনটি ভোলা সিং নামের সেই যাত্রীর উপর দিয়ে চলে যায়। কিছুটা আঘাত পেলেও প্রাণে বেঁচে যান তিনি। সূত্র: জাগো নিউজ