আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
রানির আয়ের উৎস সম্পর্কে যা জানা যায়
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান হয়েছে গত বৃহস্পতিবার। উত্তরাধিকার সূত্রে এখন সিংহাসনে বসবেন তাঁর ছেলে প্রিন্স চার্লস। এখন থেকে নতুন রাজা তৃতীয় চার্লস হিসেবে পরিচয় দেবেন। রানির মৃত্যুর পর ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে জানা যাচ্ছে নানা তথ্য। রানির আয়ের উৎস সম্পর্কে বিবিসির প্রতিবেদন থেকে কিছু তথ্য জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক সেসব উৎস সম্পর্কে।সার্বভৌম অনুদান নামে পরিচিত করদাতা তহবিলের মাধ্যমে আয়ের একটি বড় অংশ আসত রানির। ব্রিটিশ রাজপরিবারকে এর মাধ্যমে বার্ষিক অর্থ দেওয়া হয়। রাজা তৃতীয় জর্জের সময় করা একটি চুক্তির মাধ্যমে এই তহবিল গঠিত হয়েছিল।বাকিংহাম প্যালেস প্রকাশিত এক প্রতিবেদেন থেকে জানা গেছে, এই তহবিল থেকে ২০২১–২২ সালে রাজপরিবারের জন্য ৮৬ মিলিয়ন পাউন্ড (৯৪৮ কোটি টাকা ) নির্ধারণ করা হয়েছিল। ১০ বছর ধরে বাকিংহাম প্যালেসের সংস্কারের জন্য এই খরচ বাড়াতে হয়েছিল। তবে এ জন্য বিগত বছরগুলোয় সার্বভৌম অনুদান তহবিল থেকে বেঁচে যাওয়া অর্থ থেকে ঘাটতি মেটানো হয়েছিল। সূত্র: প্রথম আলৈা
ব্রিটেনের নতুন রাজার জীবনের কিছু সংকট
সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। দেশটিতে তাঁর মতো এত বেশি বয়সে আগে আর কেউ রাজা হননি। তাঁর ৭০ পেরোনো জীবনে এসেছে বিভিন্ন সংকট, দেখা দিয়েছে বিতর্কও। রানি দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠ পুত্র চার্লস জনসাধারণের কাছে তাঁর মায়ের মতো উষ্ণ অভ্যর্থনা পাননি।কোনো কোনো পর্যবেক্ষক মনে করেন, এ বিষয়টি রাজা হিসেবে তাঁর জন্য কিছুটা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। সম্প্রতি কিছু ইতিবাচক প্রচারণা সত্ত্বেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘জনবিচ্ছিন্নতার’ অভিযোগ তুলেছে চার্লসের বিরুদ্ধে।ব্রিটিশ রাজপরিবারের বিষয়ে লেখালেখি করা পেনি জুনর বলেছেন, ‘রানিকে মানুষ অনেক বেশি পছন্দ করে। চার্লসকে কম পছন্দ করা হয়। আমি মনে করি, যেসব (বিতর্ক) প্রকাশিত হয়েছে তারপর চার্লসের জন্য সব কিছু কঠিন হবে। ’ সূত্র: কালের কণ্ঠ
নতুন উপাধি পেলেন উইলিয়াম ও কেট
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৭৩ বছর বয়সে তাঁর বড় ছেলে প্রিন্স চার্লস নিয়ম অনুযায়ী ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসেছেন। সে হিসাবে রাজা চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম সিংহাসনের উত্তরাধিকারী হয়েছেন এবং প্রিন্স অব ওয়েলস বা ‘ডিউক অব কর্নওয়াল’ উপাধি পেয়েছেন। অন্যদিকে তাঁর স্ত্রী কেট মিডলটন, যিনি আগে ‘ডাচেস অব কেমব্রিজ’ ছিলেন, তিনি উত্তরাধিকার সূত্রে ‘ডাচেস অব কর্নওয়াল’ উপাধি গ্রহণ করেছেন। এরই মধ্যে প্রিন্স উইলিয়াম ও কেট তাঁদের নতুন উপাধি কর্নওয়াল এবং কেমব্রিজের ডিউক ও ডাচেস গ্রহণ করেছেন। পরিবর্তন এনেছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় তাঁদের নামেও। শুক্রবার তাঁদের টুইটার অ্যাকাউন্ট দেখা যায় কর্নওয়াল এবং কেমব্রিজের ডিউক ও ডাচেস নামে। প্রিন্স অব ওয়েলস পদটি রাজসিংহাসনের উত্তরসূরির জন্যই রাখা হয়। যিনি রাজা বা রানীর অবর্তমানে সিংহাসনে আরোহণ করেন। সূত্র: সমকাল
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ‘দ্য ক্রাউন’এর কাজ স্থগিত
পঞ্চম সিজনে রানির ভূমিকায় অভিনয় করছেন ইমেল্ডা স্টাউনটন
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বন্ধ রাখা হয়েছে ‘দ্য ক্রাউন’ সিরিজের প্রোডাকশন। রানি এলিজাবেথ ও তার রাজ পরিবার নিয়েই নির্মিত নেটফ্লিক্সের এই প্রশংসিত সিরিজ।শুক্রবার সিরিজের একজন মুখপাত্র জানান, রানির প্রতি সম্মান জানিয়ে প্রোডাকশন বন্ধ রাখা হয়েছে। তার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনও প্রোডাকশন বন্ধ রাখা হবে বলে জানান তিনি। বর্তমানে ‘দ্য ক্রাউন’ এর ষষ্ঠ সিজনের প্রযোজনা চলছে। সিরিজের প্রথম দুই সিজনে রাজকন্যা এলিজাবেথের ভূমিকায় অভিনয় করেন ক্লেয়ার ফয়। রাজকন্যা থেকে রানি হয়ে ওঠার পুরো ঐতিহাসিক ঘটনাতেই রানির চরিত্রে অভিনয় করেন তিনি।সিরিজের তৃতীয় ও চতুর্থ সিজনে পরিণত বয়সের রানি এলিজাবেথের ভূমিকায় অভিনয় করেন অলিভিয়া কোলম্যান।সিরিজের পঞ্চম সিজনের টাইমলাইন বর্তমান সময়ের কাছাকাছি চলে এসেছে। এই সিজনে রানির ভূমিকায় অভিনয় করছেন ইমেল্ডা স্টাউনটন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
ভাঙা চালে নিষেধাজ্ঞা, অন্য চাল রফতানিতে শুল্ক আরোপ ভারতের
ভাঙা চাল রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। একই সঙ্গে রফতানি নিরুৎসাহিত করার জন্য বাসমতি ছাড়া অন্য চালে ২০ শতাংশ শুল্ক বসিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। আজ শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে। তবে গুরুত্ব বিবেচনায় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কিছু ভাঙা চাল রফতানিতে অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে দেশটির বিদেশী বাণিজ্য মহাপরিচালক। খবর দ্য প্রিন্ট। তথ্য বলছে, ভারতের অভ্যন্তরে গত বছরের তুলনায় চলতি বছর চাল উৎপাদন কম হওয়ায় কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। একারণে দেশটিতে চালের দামের পাশাপাশি অন্যান্য শস্যের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশে চলতি খরিফ মৌসুমে (চৈত্র থেকে ভাদ্র মাস) বৃষ্টি স্বল্পতার কারণে ধানের আবাদ ৫ দশমিক ৬২ শতাংশ কমে প্রায় ৩৮৪ লাখ হেক্টরে নেমে এসেছে। বিশ্বের দ্বিতীয় চাল উৎপাদনকারী দেশ ভারত। বিশ্বে ৪০ শতাংশ চাল সরবরাহ করে ভারত। ২০২১-২২ আর্থিক বছরে ২১ দশমিক ২ মিলিয়ন টন চাল রফতানি করেছে ভারত। এর মধ্যে তিন দশমিক ৯৪ মিলিয়ন টন বাসমতি চাল রয়েছে।দ্য প্রিন্ট জানায়, বিদেশী বাণিজ্য নীতি ২০১৫-২০২০-এর অধীনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সংক্রান্ত বিধানগুলি এ বিজ্ঞপ্তিতে প্রযোজ্য হবে না। এছাড়া নিষেধাজ্ঞার দেয়ার আগে যেসব জাহাজে ভাঙা চাল লোড করা হয়েছে বা শুরু হয়েছে বা শিপিং বিল দাখিল সম্পন্ন হয়েছে এমন গুরুত্ব বিবেচনায় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কিছু ভাঙা চাল রফতানি করা যাবে। সূত্র: বণিক বার্তা।
ব্রিটেনজুড়ে শোক, আজ রাজা হচ্ছেন চার্লস
বাকিংহাম প্রাসাদে ফুল দিল হাজার হাজার মানুষ, ব্রিটেনে জাতীয় পতাকা অর্ধনমিত, বাংলাদেশে তিন দিনের শোক পালন শুরু
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোক পালিত হচ্ছে। বাংলাদেশেও তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে গতকাল। যুক্তরাজ্যের সর্বত্র মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রয়াত রানির প্রতি। বাকিংহাম প্রাসাদে ফুল দিতে জড়ো হয় হাজার হাজার মানুষ। ব্রিটেনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের ছেলে ৭৩ বছর বয়সী চার্লসকে আনুষ্ঠানিক ভাবে আজ রাজা ঘোষণা করা হবে লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে।
স্মরণ : বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিরা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা রানির গভীর দায়িত্ববোধ, সহনশীলতা, রসবোধ ও দয়ালু মনোভাবের প্রতি সম্মান জানিয়েছেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের শোক পালন করছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, শুক্রবার (গতাকাল) থেকে তিন দিন দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ব্রিটেনের রাজা হওয়ার মধ্য দিয়ে চার্লস অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি রাষ্ট্রের প্রধান হলেন। সূত্র: বিডি প্রতিদিন।
বিশ্ব করোনা: নতুন ১৬৬৭ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৮৯ হাজার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৩৩৫ জনে। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২৮ হাজার ৭৭৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৯ কোটি ৯ লাখ ৯০ হাজার ১৫৭ জন।শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে করোনা ভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। সূত্র: বাংলানিউজ
বিশ্বজুড়ে রানিকে ফুলেল শ্রদ্ধা
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিভিন্ন দেশের নেতারাই কেবল নন, বিশ্বজুড়ে সাধারণ মানুষও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু একটি যুগের অবসান। ইতিহাসের থমকে যাওয়া ক্ষণ। হাজার বছরের ব্রিটিশ সাম্রাজ্যে অনেক রাজা-রানির মধ্যে রানি এলিজাবেথ কর্তব্যনিষ্ঠা ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে নিজেকে নিয়েছিলেন অনন্য উচ্চতায়।রানির এই কর্তব্য নিষ্ঠা ও সহনশীলতার পাশাপাশি তার রসবোধ ও আন্তরিকতার কথা স্মরণ করে নানা দেশের নেতারা যেমন তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তেমনি বিশ্বজুড়ে সাধারণ মানুষও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। রয়টার্স ফুটিয়ে তুলেছে তারই কিছু চিত্র। সূত্র: বিডি নিউজ
ট্রাসের ঘোষণা
যুক্তরাজ্যে ২ বছর স্থির থাকবে গৃহস্থালি জ্বালানি বিল
জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ে লাগাম টানতে গৃহস্থালি পর্যায়ে দুই বছরের জন্য জ্বালানি বিল ‘ফ্রিজ’ (স্থির) করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ক্ষমতাগ্রহণের দুদিন পরেই যুক্তরাজ্যের অর্থনীতি সচল রাখতে একঝাঁক জরুরি ব্যবস্থার পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। এতে দুই বছরের জন্য গৃহস্থালি জ্বালানি বিল স্থির রাখার পাশাপাশি রয়েছে উত্তর সাগরে তেল-গ্যাসের জন্য আরও ড্রিলিং এবং বিতর্কিত ফ্র্যাকিং প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খবর এএফপির।ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়ায় যুক্তরাজ্যে চলমান জ্বালানি সংকটের কারণে আগামী মাস থেকে গৃহস্থালি পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম ৮০ শতাংশ বাড়াতে চলেছে ব্রিটিশ সকার। দেশটিতে মূল্যস্ফীতি এরই মধ্যে ১০ শতাংশ ছাড়িয়ে গেছে, যা বিগত চার দশকের মধ্যে সর্বোচ্চ। এরপরে জ্বালানি বিল আরও বাড়লে সাধারণ জনগণ মারাত্মক বিপদে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাস বলেছেন, অস্বাভাবিক চ্যালেঞ্জ মোকাবিলায় অস্বাভাবিক পদক্ষেপ প্রয়োজন হয়। নিশ্চিত করতে হবে, যুক্তরাজ্য যেন আর কখনো এমন পরিস্থিতিতে না পড়ে। সূত্র: জাগো নিউজ
পাঁচ বার হাত বদল হয়ে দক্ষিণ আফ্রিকায়
বেকার ছেলেকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছিলেন কুমিল্লার মিলন হোসেন। পূর্ব পরিচিত দক্ষিণ আফ্রিকাপ্রবাসী আল আমীনের সঙ্গে যোগাযোগ করলে তাকে চট্টগ্রামের শফিউল আলম ও ঢাকার পল্টন এলাকার নুর আলমের সঙ্গে দেখা করতে বলেন আল আমীন। শফিউল ও নুর আলম তার ছেলেকে ৩ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা পাঠানোর নিশ্চয়তা দেন। তারপর এক দিন পাসপোর্টসহ ছেলে রিয়াজ হোসেন পাটোয়ারীকে তুলে দেন শফিউল ও নুর আলমের হাতে। তারপর থেকেই যোগাযোগ বন্ধ হয়ে যায় ছেলের সঙ্গে। যোগাযোগ বন্ধ করে দেন শফিউল আলম, নুর আলম এবং আল আমিনও। মাস তিনেক পর হঠাৎ ছেলে রিয়াজ তাকে ফোন করে জানান, আফ্রিকার সীমান্তবর্তী একটি জঙ্গলে তাকে আটকে রেখে নির্যাতন করছে মানব পাচার ও অপহরণকারীদের আন্তর্জাতিক একটি চক্র। এই চক্রকে ৬ হাজার ডলার না দিলে তাকে মেরে ফেলবে। ব্যবসায়ী মিলন হোসেন বুঝতে পারেন বিদেশে পাঠানোর নামে নিজেই ছেলেকে মানব পাচার ও অপহরণকারী চক্রের হাতে তুলে দিয়েছেন। সূত্র: দৈনিক বাংলা।