আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

মার্কিন হেলিকপ্টার ওড়ানোর চেষ্টা তালেবানের, বিধ্বস্ত হয়ে নিহত ৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের প্রশিক্ষণ চলাকালে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলেও জানিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেন, প্রশিক্ষণ চলাকালে কাবুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সূত্র: প্রথম আলো

পূর্ব ইউক্রেন থেকে হটে যাচ্ছে রুশ সেনারা

ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা বেশ কিছু এলাকা পুনর্দখলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন কিয়েভ নেতা ভোলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় বাহিনীর এ অগ্রগতিতে রাশিয়া বিস্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা।যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য, রাশিয়ার দখলে চলে যাওয়া এলাকার ৫০ কিলোমিটার ভেতর চলে এসেছে ইউক্রেনীয় বাহিনী। তাদের আক্রমণের ফলে ইজিউম শহরের পাশে হাজার হাজার রুশ সেনা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গত শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, খারকিভ অঞ্চলের ৩০টি এলাকা পুনর্নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। তিনি বলেন, তাঁর সেনাবাহিনী ‘ক্রমান্বয়ে নতুন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে এবং ইউক্রেনের পতাকা পুনরায় স্থাপনের পাশাপাশি সব ইউক্রেনীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করছে। ’ ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে সব মিলিয়ে এক হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা রুশ বাহিনীর দখল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় কিয়েভ। সূত্র: কালের কণ্ঠ

রানির শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর, ব্রিটেন যেভাবে শেষ শ্রদ্ধা জানাবে

বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে আগামী ১৯ সেপ্টেম্বর (সোমবার)। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় সিংহাসনে আসীন রাজশাসক। স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে তাঁর পরিবারের সদস্য পরিবৃত হয়ে রানি শান্তিপূর্ণ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।তাঁর মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হবে এবং রাষ্ট্রীয় সম্মানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন দেশটির জনগণ। কীভাবে শেষ শ্রদ্ধা জানানো হবে তাঁকে?রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে আগামীকাল রোববার। প্রাসাদ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এডিনবারা বিমানবন্দর থেকে রয়াল এয়ার ফোর্সের বিমানে কফিন এসে পৌঁছবে লন্ডনে এবং বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে সেটি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে।শেষকৃত্য সম্পন্ন হবার আগে চারদিন তাঁর মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে, যাতে সাধারণ মানুষ রানিকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে।ব্রিটিশ সরকারের প্রাণকেন্দ্র ওয়েস্টমিনস্টার প্যালেসের সবচেয়ে পুরোনো অংশে অবস্থিত বিশাল এই হলঘর ওয়েস্টমিনস্টার হল। সূত্র: সমকাল

Nagad

ত্রাণ ও পুনরুদ্ধারের জন্য পাকিস্তানের ‘ব্যাপক’ আর্থিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেছেন, বিপর্যয়কর বন্যার পরিপ্রেক্ষিতে ত্রাণ, পুনরুদ্ধার ও পুনর্বাসনের জন্য পাকিস্তানের ‘ব্যাপক’ আর্থিক সহায়তা প্রয়োজন। নজিরবিহীন এ বন্যায় ৩৩ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩০ বিলিয়ন ডলার।প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে ন্যাশনাল ফ্লাড রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারে (এনএফআরসিসি) এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে গুতেরেস এ আহ্বান জানান। বন্যাদুর্গত দেশটির জন্য বিশ্বের কাছে সহায়তা চাইতে জাতিসংঘের মহাসচিব এখন দুদিনের সফরে পাকিস্তানে আছেন। গুতেরেস তার বক্তব্যে বলেন, ‘পাকিস্তানে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে ঘটেছে, স্মরণাতীতকালের মধ্যে তা নজিরবিহীন।’জাতিসংঘের মহাসচিব বলেন, জলবায়ু পরিবর্তনে পাকিস্তানের তেমন কোনো অবদান থাকলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ-পশ্চিম প্রশান্তমহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে আজ রোববার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭ দশমিক ৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া না গেলেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্স। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল কাইনানতু শহরে ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গোরোকা, লায়ে ও মাদাং শহরে। ধারণা করা হচ্ছে, উৎসস্থলের খুব কাছাকাছি থাকায় এই সব অঞ্চলে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।ভূমিকম্পের পর পাপুয়া নিউ গিনির বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে ফাটল ধরা সড়ক, ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি এবং সুপারমার্কেটের তাক থেকে পড়ে যাওয়া জিনিসপত্র দেখা যায়।ভূমিকম্পের পরপরই যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক কেন্দ্র একটি সতর্কতা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: বণিক বার্তা।

রানি এলিজাবেথের ৫০০ মিলিয়ন ডলারের সম্পত্তি কে পাচ্ছেন

যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ মেয়াদি রাজশাসক ছিলেন রানি এলিজাবেথ। গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ২১ এপ্রিল ১৯২৬ সালে। যুক্তরাজ্যের হাজার বছরের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথ হলেন দ্বিতীয় ব্যক্তি। ১৯৫৩ সালের ২ জুন অভিষেক হয় তাঁর। গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের রাজদণ্ড হাতে তুলে নেন তিনি। তাঁর সম্পদ ও সম্পত্তির পরিমাণ ঠিক কত, এটা নিয়ে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করছে। মানুষের আগ্রহ, তিনি কীভাবে উপার্জন করতেন? রানি এলিজাবেথের সম্পত্তি নিয়ে নানা কথা প্রচলিত আছে। বিখ্যাত ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী রানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার। ৭০ বছরের বেশি সময় সিংহাসনে আসীন ছিলেন তিনি। ওই সময়েই এই পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন তিনি। এ ছাড়া ব্রিটিশ রাজপরিবারের ২৮ বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে, যাকে রয়্যাল ফার্ম বলা হয়। রাজা ষষ্ঠ জর্জ ও প্রিন্স ফিলিপ এটিকে পারিবারিক ব্যবসাও বলে থাকেন। মায়ের মৃত্যুর পর ছেলে প্রিন্স চার্লস রাজার আসনে বসার পরপরই বিপুল এ সম্পত্তির মালিক বনে যাবেন। গব মিলিয়ে রানির ব্যক্তিগত সম্পত্তির আনুমানিক মূল্য ৫০০ মিলিয়ন ডলার। বিনিয়োগ, শিল্প সংগ্রহ, গয়না ও রিয়েল এস্টেট থেকে এ বিপুল পরিমাণ টাকা আয় করেছেন দ্বিতীয় এলিজাবেথ। মায়ের কাছ থেকে ৭০ মিলিয়ন ডলার মূল্যের পারিবারিক সম্পত্তিও পেয়েছিলেন। এর মধ্যে রয়েছে দামি পেইন্টিং, গয়না, স্ট্যাম্প সংগ্রহ, ঘোড়া ইত্যাদি। রানির আয়ের অন্যতম উৎস ছিল করদাতাদের তহবিল থেকে সার্বভৌম অনুদান। সূত্র: বিডি প্রতিদিন।

রাজা তৃতীয় চার্লস: যুক্তরাজ্যের রাজপরিবারে কারা আছেন এবং রাজাকে কী করতে হয়

রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যুর পর রাজসিংহাসনের দায়িত্ব গ্রহণ করেছেন তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস। এ বছরের শুরুতে রানি প্লাটিনাম জুবিলি অর্থাৎ রাজ্যশাসনের সত্তর বছর উদযাপন করেছিলেন। ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে তিনিই সবচেয়ে লম্বা সময় এ দায়িত্ব পালন করেছেন। রানির মৃত্যুর সাথে সাথে রাজসিংহাসনে আসীন হয়েছেন সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস, যিনি এখন থেকে রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হচ্ছেন।শনিবার সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল নামে একটি পরিষদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষণা করা হয়।রাজা যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান। তবে তার ক্ষমতা অনেকটাই প্রতীকী ও আনুষ্ঠানিক এবং তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষতা অবলম্বন করেন।
একটি লাল চামড়ার বাক্সে করে তিনি প্রতিদিন সরকারি বার্তা পাবেন। যেমন আসন্ন কোন গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে ব্রিফিং বা তার সাক্ষর দরকার এমন কোন দলিল। সূত্র: বিবিসি বাংলা।

বেশি দামে রুশ তেল কিনলে নিষেধাজ্ঞা: মার্কিন অর্থ মন্ত্রণালয়

মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত জোটের নির্ধারিত দামের চেয়ে রাশিয়ার কাছ থেকে বেশিমূল্যে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার এই ঘোষণা দিয়েছে। পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। র্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, সমুদ্রে রাশিয়ান ভাসমান জাহাজ থেকে বিভিন্ন দেশ কেনার সুযোগ দেবে কিন্তু তা কিনতে হবে নির্ধারিত মূল্যে। যে সমস্ত দেশ নির্ধারিত মূল্য কিংবা তার চেয়ে কম দামে তেল কিনবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। আইন অনুযায়ী, ইন্স্যুরেন্স এবং সেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না।আমদানিকারক অথবা তেল পরিশোধনকারী যারা রাশিয়া থেকে তেল কিনতে চায় তাদেরকে নির্ধারিত দামের চেয়ে কমে তেল কিনতে হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। সূত্র: বাংলানিউজ

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া। শনিবার এসব শহরের মূল ঘাঁটি ত্যাগ করেছে রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনী দ্রুত অগ্রসর হওয়ায় গুরুত্বপূর্ণ শহরগুলিতে মস্কোর আকস্মিক পতন ঘটেছে। খবর রয়টার্সের। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। গত কয়েক মাসে মস্কোর জন্য এটাই সবচেয়ে ভয়াবহ পতন বলা যায়। ৬ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি নতুন মোড় নেবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উত্তর-পূর্বাঞ্চল থেকে সরে যাওয়ার আগে হাজার হাজার রুশ সেনা গোলাবারুদের মজুত এবং সরঞ্জাম রেখে গেছে।রুশ বাহিনী ইজিয়াম শহরকে তাদের প্রধান অভিযানগুলোর কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। দোনেৎস্ক, লুহানস্ক এবং ডনবাসে মাসব্যাপী অভিযান চালায় তারা। রাশিয়ার হাত থেকে প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে ইউক্রেনীয় সেনারা। সূত্র: জাগো নিউজ

মালিতে আইএস সমর্থিত জঙ্গিদের হামলায় ‘৩০ বেসামরিক নিহত’

মালিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক শাখার সদস্যদের হামলায় প্রায় ৩০ বেসামরিক নিহত হয়েছে বলে দেশটির সরকারপন্থি মিলিশিয়াদের একটি জোট জানিয়েছে।শুক্রবার রাতে তারা জানিয়েছে, চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্ত সংলগ্ন মালির একটি সহিংসতা কবলিত শহরে হামলাটি হয়। প্লাটফর্ম নামে পরিচিত ওই জোট বলেছে, মঙ্গলবার গাও অঞ্চলের তালাতায়ে শহরের কাছে তাদের যোদ্ধাদের ওপর হামলা চালায় এবং তাদের পিছু হটতে বাধ্য করে।এই এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গি ও মিলিশিয়াদের মধ্যে সহিংসতার একটি উত্তপ্ত ক্ষেত্র হয়ে আছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে প্লাটফর্ম বলেছে, জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর পাশাপাশি দোকানপাট লুট করে ও খাদ্য মজুতে আগুন ধরিয়ে দেয়, এ সময় তাদের তিন যোদ্ধাও নিহত হয়। সূত্র: বিডি নিউজ