আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
চার বছরেও শেষ হলো না ৪০তম বিসিএসের কাজ
পরীক্ষাপদ্ধতি বদলে নিয়োগের সময় আরও কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের।
চার বছর আগের এই দিনে ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু এখনো এই বিসিএসের কার্যক্রম শেষ হয়নি। পিএসসি ৫ মাস ১০ দিন আগে নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করে দিলেও এখন তাঁদের নিয়োগ দিতে পারেনি সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ের (ভেরিফিকেশন) সব প্রতিবেদন এখনো তারা হাতে পায়নি। এ কারণে নিয়োগ দিতে দেরি হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেছেন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ে এর আগে আরও বেশি সময় লেগেছে। এবার তাঁরা কম সময়ের মধ্যে তা শেষ করার চেষ্টা করছেন। জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার যুগ্ম সচিব সায়লা ফারজানা প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ের কাজ মাঠপর্যায়ে শেষ হলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে আসেনি। আশা করা যায়, অক্টোবর মাসের মধ্যেই নিয়োগ চূড়ান্ত করা যাবে। এদিকে নিয়োগ না পাওয়ায় হতাশার মধ্যে রয়েছেন সুপারিশ পাওয়া প্রার্থীদের অনেকেই।২০১৮ সালের ১১ সেপ্টেম্বর পিএসসি ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হয়। সূত্র: প্রথম আলো
তিন শর্ত নিয়ে সরকার দর-কষাকষি করবে
স্বাধীনতার পর থেকে মোট ১১ বার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ। প্রতিবার ঋণের ক্ষেত্রেই আইএমএফ কঠিন শর্ত জুড়ে দিয়েছে। তবে এবার সংস্থাটির কাছে শর্তের বিষয়ে ছাড় আশা করেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিশেষ করে শর্ত হিসেবে ব্যাংকের সুদের হার ৯ শতাংশ থেকে বাড়ানোর পক্ষে নয় অর্থ মন্ত্রণালয়।জাতীয় সঞ্চয়পত্র বিক্রির অর্থ বাজেট থেকে আলাদা করার পক্ষে আইএমএফ। তারা বলছে, এটা আলাদা করলে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়িয়ে বেশিসংখ্যক গরিব মানুষকে সহযোগিতা করা সম্ভব হবে। কিন্তু সরকার মনে করে, সঞ্চয়পত্র সামাজিক সুরক্ষার অংশ। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য এটা চালু করা হয়েছে। এ নীতিতে কোনো পরিবর্তন আনা ঠিক হবে না। আগামী মাসে অনুষ্ঠেয় সভার জন্য এভাবেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চায় সরকার। আগামী ১০ থেকে ১৬ অক্টোবর আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন হবে যুক্তরাষ্ট্রে। ওই সম্মেলনে বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে আইএমএফ। সূত্র: কালের কণ্ঠ
রংপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রংপুরের তারাগঞ্জে একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার তারাগঞ্জের সলেয়া শাহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মাহাবুব মোর্শেদ সমকালকে এসব তথ্য জানিয়েছেন। সূত্র: সমকাল
নিবন্ধন জটিলতা এড়াতে কোম্পানি অধিগ্রহণ বাড়ছে
সময় ও ব্যয় বাঁচাতে উদ্যোক্তারা এখন নতুন কোম্পানি প্রতিষ্ঠা করার চেয়ে বিদ্যমান রুগ্ন বা ব্যর্থ কোম্পানিগুলো কিনে নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।সম্প্রতি তৈরি পোশাক (আরএমজি), টেক্সটাইল, চামড়া এবং প্যাকেজিং ও প্রক্রিয়াকরণ খাতে এমন অনেকগুলো অধিগ্রহণ দেখা গেছে। গত বছরই পুঁজিবাজারে তালিকাভুক্ত চট্টগ্রামের সিঅ্যান্ডএ টেক্সটাইল কিনে নিয়েছে আলিফ গ্রুপ। দীর্ঘদিন ধরেই কোম্পানিটির উৎপাদন বন্ধ ছিল। মালিকানা বদলের পর মেরামত ও নতুন যন্ত্রপাতি স্থাপনের পর প্রায় এক বছরের কম সময়ে উৎপাদনে ফিরেছে কারখানাটি।আরেক তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডও দীর্ঘদিন বন্ধ ছিল। মিনোরি বাংলাদেশ লিমিটেডের নতুন বিনিয়োগ পেয়ে চার বছর পর রাইস ব্র্যান ভোজ্য তেল উৎপাদনে ফিরেছে কোম্পানিটি।গত তিন বছরে এরকম প্রায় ৮ হাজার কোম্পানির মালিকানা পরিবর্তন হয়েছে। যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) তথ্যানুসারে, আগের বছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে কোম্পানি অধিগ্রহণ বেড়েছে ১২ শতাংশ। উদ্যোক্তাদের কোম্পানি অধিগ্রহণ বাড়ানোর অন্যতম কারণ হলো আমলাতান্ত্রিক জটিলতা এড়ানো। তাছাড়া কোম্পানি অধিগ্রহণ করলে দ্রুত ব্যবসা শুরু করতে পারছেন বলে এ ধরনের অধিগ্রহণ বাড়ছে বলে জানান তারা-সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
জাতিসংঘ অধিবেশন
নিউইয়র্কের উদ্দেশে ১৫ সেপ্টেম্বর ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠেয় এ অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।প্রেস উইং জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পথে যুক্তরাজ্যে একদিনের যাত্রাবিরতির কথা রয়েছে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। প্রধানমন্ত্রীর দেশে ফেরার তারিখও এখনো নির্ধারণ করা হয়নি। তবে আগামী ২ অথবা ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।তিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন শেষ হবে ২৮ সেপ্টেম্বর। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এর মধ্যে ১৯ সেপ্টেম্বর শিক্ষার রূপান্তর-বিষয়ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ২০-২৬ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনে সাধারণ বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে।২১ সেপ্টেম্বর জাতিগত, ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে ঘোষণাপত্র গৃহীত হওয়ার ৩০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ২৬ সেপ্টেম্বর পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস স্মরণ করে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সূত্র: বণিক বার্তা।
দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারিতে করার টার্গেট
ভোটের বাকি ১৫ মাস
♦ নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত করছে ইসি ♦ সীমানা পুনর্নির্ধারণ ২০২৩-এর জানুয়ারি-জুন ♦ ২০২৩-এর নভেম্বরের মধ্যে তফসিল ♦ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর হয়েছিল একাদশ সংসদ নির্বাচন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি ১৫ মাস। ২০২৪ সালের জানুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ২০২৩ সালের নভেম্বরে তফসিল ঘোষণা হতে পারে। ইতোমধ্যে ইসি ভোটের রোডম্যাপ চূড়ান্ত করেছে। তা এখন প্রকাশের অপেক্ষা মাত্র। চলতি সপ্তাহের যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। এ ছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে কমিশন। এ জন্য আরও ২ লাখ নতুন ইভিএম কেনায় প্রকল্প হাতে নিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে বসে নেই রাজনৈতিক দলগুলোও। তারাও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। নানা হিসাব-নিকাশ চলছে সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে। দলগুলো নিজ নিজ প্রার্থী ঠিক করতে পর্যালোচনা করছে। এ ছাড়া নির্বাচন সামনে রেখে ইসির কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত-রাজনৈতিক পরিচয়সহ নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন।
রাজশাহীর পদ্মায় পরপর ডুবল দুই নৌকা, নিখোঁজ অনেকে
রাজশাহীর তালাইমারী এলাকায় পদ্মা নদীতে পরপর দুটি নৌকাডুবির ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এসব ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী দফতরের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।প্রথম নৌকাটি ডুবে ৪ জনের নিখোঁজের কথা বললেও পরে ডুবে যাওয়া নৌকায় কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বাংলানিউজকে বলেন- রাজশাহীর তালাইমারী বিজয় নগর শাহ পুরের এলাকায় পরপর দুটি ডিঙ্গি নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। একটি নৌকায় চারজন ছিলেন, তারা নিখোঁজ রয়েছেন। তবে পরে ডুবে যাওয়া নৌকায় কতজন ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: বাংলানিউজ
চট্টগ্রাম বন্দরের ৩৮২ কন্টেইনার পণ্য ধ্বংস হচ্ছে
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ৩৮২ কন্টেইনার পণ্য ধ্বংসের প্রক্রিয়া চূড়ান্ত করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।রোববার থেকে পর্যায়ক্রমে এসব কন্টেইনারের পণ্য নগরীর হালিশহর আনন্দবাজার এলাকায় অবস্থিত ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হবে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. মাহফুজ আলম।তিনি জানান, পণ্য মেয়াদোত্তীর্ণ হওয়া, আমদানিকারকরা খালাস না নেওয়া এবং নিলামে বিক্রি না হওয়া কন্টেইনারভর্তি এসব পণ্য দীর্ঘদিন বন্দরে পড়ে ছিল।এসব কন্টেইনারে আমদানি করা আদা, আপেল পেঁয়াজ, কমলা আঙুর, হিমায়িত মাছ, মহিষের মাংস, ড্রাগন ফল, মাছের খাদ্য, লবণ, কফি, সানফ্লাওয়ার অয়েল, রসুনসহ পচনশীল দ্রব্য ছিল বলে জানান তিনি।প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টির মতো কন্টেইনার ভর্তি পণ্য ধ্বংস করা হবে বলে জানান ওই কর্মকর্তা। সূত্র: বিডি নিউজ
রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ২, উদ্ধার ২৫
‘রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় আরবেন রেস্তোরাঁয় লাগা আগুনে ভবনের নিচতলা ও দোতলার সব কিছু পুড়ে গেছে। ক্যাশিয়ার বসার স্থানটি থেকে এখনো ধোঁয়া উড়ছে। সকালের নাস্তার জন্য ময়দার খামির ও তেল পুড়ে গেছে। তখনও ভেতরে প্রচণ্ড উত্তাপ।’ ববার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে জাগো নিউজের সঙ্গে কথা হলে পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম এ কথা জানান। জহিরুল ইসলাম বলেন, আমরা ভোর ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার মেসেজ পাই। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হই। পরে আমাদের সঙ্গে আরও দশটি ইউনিট যোগ দেয়। মোটামুটি এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলে ফলস সিলিং থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। সূত্র: চ্যানেল আই অনলাইন।
দেশি প্রকৌশলীর সাফল্য
প্রাণ ফিরেছে এক ডেমুর, ১৪টি অনুমোদনের অপেক্ষায়
বাংলাদেশ রেলওয়ের বহরে লাল-সবুজের মাঝে সাদা রঙের ২০ সেট ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিট অর্থাৎ ডেমু ট্রেন যুক্ত হয়েছিল ২০১৩ সালে। দু’দিকে ইঞ্জিন আর মাঝে একটি ক্যারেজের দৃষ্টিনন্দন ট্রেনগুলো দেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে, বছর পাঁচেক না যেতেই চীনা প্রযুক্তির দৃষ্টিনন্দন ট্রেনগুলো মানুষের দৃষ্টির বাইরে চলে যায়। স্থান হয় ঢাকা ও চট্টগ্রামের ওয়ার্কশপে। অবশেষে ট্রেনগুলো আবারও মানুষের দৃষ্টিগোচর হচ্ছে। মূলত, ডেমু ট্রেন মেরামতের জন্য ওয়ার্কশপ না থাকা, এতে ব্যবহার করা মডিউলের সফটওয়্যার সেটআপ দেওয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকাসহ নানা কারণে ২০১৩ সালে চালু হওয়ার পাঁচ বছর পর অর্থাৎ ২০১৮ সাল থেকে একটার পর একটা অকেজো হতে থাকে ডেমু ট্রেন। পরে বাংলাদেশ রেলওয়ে চীনা প্রযুক্তির ডেমু ট্রেনগুলো চালুর উদ্যোগ নিলে দেখা যায় যে পরিমাণ টাকা দিয়ে ট্রেনগুলো কেনা হয়েছে রক্ষণাবেক্ষণ খরচ তার চেয়ে অনেক বেশি। তাই তখন কিছুটা পিছপা হয় বাংলাদেশ রেলওয়ে। তবে, সম্ভাবনার দ্বার খুলেছে ২০২২ সালে এসে।বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. মঞ্জুর-উল-আলম চৌধুরী ট্রেনগুলোকে সচল করতে দেশীয় প্রকৌশলীদের শরণাপন্ন হন। এগিয়ে আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ও আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী মো. আসাদুজ্জামান। সূত্র: ঢাকা পোস্ট