আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১১ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১২

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার পর ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১২ জন। তিউনিসিয়া কোস্টগার্ড নৌকাটির ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে বলে জানায় বিবিসি।গত মঙ্গলবার ওই নৌকাটি ডুবে গিয়েছিল। তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার জানায়, শনিবার রাতে আরো পাঁচটি মৃতদেহ সমুদ্রে খুঁজে পাওয়ার পর ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।নৌকাটিতে মোট ৩৭ জন শরণার্থী ছিলেন। তারা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেছিল। সূত্র: বিডি নিউজ

এক কাতারে যুক্তরাজ্যের সাবেক ৬ প্রধানমন্ত্রী

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শনিবার ব্রিটেনের রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণার সময় লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে উপস্থিত ছিলেন কয়েক শ গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর মধ্যে যুক্তরাজ্যের যে সাবেক ছয়জন প্রধানমন্ত্রী জীবিত আছেন, তাঁরাও ছিলেন। তাঁরা হলেন জন মেজর, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন, থেরেসা মে ও বরিস জনসন। ঐতিহাসিক এ আয়োজনের সামনের সারিতে ছিলেন তাঁরা। অনুষ্ঠানে রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও বিরোধীদলীয় লেবার নেতা স্যার কিয়ের স্টারমার উপস্থিত ছিলেন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত লেবার পার্টির নেতৃত্বদানকারী বিরোধী দলের নেতা এড মিলিব্যান্ড, ১৯৮৩ থেকে ১৯৯২ সালে এ দায়িত্ব পালন করা নীল কিনক ও সাবেক লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগও যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। দেশের সাবেক ও বর্তমান নেতারা নতুন রাজার প্রতি নিজেদের সমর্থন দেখানোর জন্য ‘গড সেভ দ্য কিং’ কোরাসে অংশ নেন। সাবেক ছয় প্রধানমন্ত্রীর একসঙ্গে একই অনুষ্ঠানে যোগ দেওয়া বিরল ও ঐতিহাসিক ঘটনা বলেই রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন। সূত্র: প্রথম আলো

দাদির শেষ বিদায়ে ফের একসঙ্গে উইলিয়াম-হ্যারি দম্পতি

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তাঁর দুই নাতি প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি এবং তাঁদের স্ত্রী কেট মিডলটন ও মেগান মার্কেল আবার একত্র হয়েছেন। দাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে উইন্ডসর ক্যাসলের গেটের সামনে জনসাধারণ যে জায়গায় ফুল দিচ্ছে, সে এলাকাটি শনিবার তাঁরা একসঙ্গে ঘুরে দেখেছেন। এ সময় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। খবর এএফপির। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর মৃত্যুতে ব্রিটেনে ১০ দিনের জাতীয় শোক শুরু হয়েছে। শোকের দ্বিতীয় দিন উইলিয়াম-কেট ও হ্যারি-মেগানকে একসঙ্গে দেখা গেছে। সূত্র: সমকাল

Nagad

বাকিংহাম এখন ফুলের সমুদ্র
দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ

দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। চূড়ান্ত বিদায় জানাতে হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে। যার যার কাজ দ্রুত শেষ করে শনিবার থেকেই জড়ো হতে শুরু করেছে বাকিংহাম প্যালেসের বাইরের রাস্তায়। রোববারও যেন কেবল দৌড়াচ্ছেন তারা এদিকেই। শুধু শেষবারের মতো রানিকে দেখার আকুতি তাদের চোখে-মুখে। কারও হাতে রয়েছে রঙিন ফুল, ফুলের ডালা, ভালোবাসা মেশানে চিরকুট। কেউ এসেছেন শ্রদ্ধাঞ্জলি নিয়ে। চোখে সাত সমুদ্রের নোনাজল। লোকে-লোকারণ্য প্রাসাদের আশপাশের এলাকা। পুরো চত্বর পরিণত হয়েছে ‘এক ফুলের সমুদ্রে’। বিবিসি। শিশু থেকে বুড়ো-সব বয়সি নাগরিকই এখন বাকিংহামমুখি। অনেকেই এসেছেন, আরও আসছেন। স্থানীয় শপিংমলগুলো খালি। ক্রেতা-বিক্রেতা সবারই দৃষ্টি ও লক্ষ্য নিবদ্ধ বাকিংহাম প্যালেসের দিকে। প্যালেসের চার পাশে গ্রিন পার্কের দিকে বিশাল সারি তৈরি করেছে হাজার হাজার মানুষ। প্রতি মিনিটেই ফুলেফেঁপে বড় হচ্ছে গাঁদা আর গোলাপের স্তূপ। পার্কের কর্মীরা রাজপ্রাসাদের গেটে রাখা শ্রদ্ধাঞ্জলিগুলোকে গ্রিন পার্কে সরিয়ে রাখছেন, আবার গেট ঢেকে যাচ্ছে ফুলে ফুলে। রানি অসুস্থ হওয়ার পর থেকেই উদ্বেগের মধ্যে দিনরাত কাটিয়েছেন তার অনুরক্তরা। আর তারই বহিঃপ্রকাশ ঘটছে হাজার হাজার ফুল, লিখিত শ্রদ্ধাঞ্জলির চিরকুট, বেলুন, আলিঙ্গন খেলনা, মোমবাতি আর অশ্রুভেজা কার্ডে। সূত্র: যুগান্তর।

চীন-ভারতের সঙ্গে দেশের বাণিজ্য ভারসাম্যহীনতা সহসাই কমবে না

খাদ্যশস্য, প্রস্তুত পণ্য ও শিল্প কাঁচামাল আমদানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন ও ভারত। দেশ দুটি থেকে কাঁচামাল ও মধ্যবর্তী যেসব পণ্য আমদানি হয়, তার বেশির ভাগই বাংলাদেশের শিল্প ও অভ্যন্তরীণ চাহিদা মেটানোর প্রয়োজনে। অন্যদিকে দুটি দেশই নিজ নিজ বাজারে বাংলাদেশী পণ্য আমদানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। কিন্তু সেই বাজার প্রবেশাধিকার সুবিধা কাজে লাগিয়ে দেশ দুটিতে বাংলাদেশের রফতানি কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। বাণিজ্যসংশ্লিষ্টদের মতে, মূলত চীন ও ভারত যে ধরনের পণ্য আমদানির চাহিদা রয়েছে, তার অধিকাংশই বাংলাদেশে উৎপাদন হয় না। কিছু পণ্য উৎপাদন হলেও সেগুলোর দাম বিবেচনায় প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে না। এ পরিস্থিতিতে চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যহীনতা সহসাই কমবে না বলে মনে করছেন তারা। ভারত ২০১১ সালে বাংলাদেশকে অস্ত্র ও মাদক বাদে সব পণ্যে শুল্কমুক্ত রফতানি সুবিধা দেয়। যদিও সেই সুবিধা কাজে লাগিয়ে শুধু পোশাক রফতানি বাড়াতে পেরেছে বাংলাদেশ। এছাড়া রফতানি কিছুটা বেড়েছে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে। বর্তমানে চীনের বাজারে ৯৮ শতাংশ বা সাড়ে আট হাজারেরও বেশি পণ্যে শুল্কমুক্ত রফতানি সুবিধা রয়েছে বাংলাদেশের। সূত্র: বণিক বার্তা।

প্রতিশ্রুত ২০ বিলিয়ন ডলারের ঋণ ধীর গতিতে দিচ্ছে চীন
এর আগে গত ২০২১-২২ অর্থবছরে মাত্র একটি প্রকল্পে ১.১২ বিলিয়ন ডলার ঋণ চুক্তি সই হয়েছে চীনের সঙ্গে।২০২৬ সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ (এলডিসি গ্রাজুয়েশন) হবে বাংলাদেশের, এই সময়ে চীন থেকে সহজ শর্তে ঋণ পেতেও সমস্যায় পড়ছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ( ইআরডি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে মাত্র দুটি প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলার ঋণ পাওয়া যেতে পারে দেশটি থেকে। প্রকল্প দুটি হচ্ছে: রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বাংলাদেশ টেলিভিশনের ছয়টি পূর্ণাঙ্গ টিভি স্টেশন স্থাপন। এই দুটি প্রকল্পে যথাক্রমে ২৭৬.২৫ এবং ১২৫.১২ মিলিয়ন ডলার ঋণপ্রস্তাব রয়েছে।
এর আগে গত ২০২১-২২ অর্থবছরে মাত্র একটি প্রকল্পে ১.১২ বিলিয়ন ডলার ঋণ চুক্তি সই হয়েছে চীনের সঙ্গে।প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের চার বছরে পর ঋণ চুক্তি সই হয়।চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প এলাকা এবং তিস্তা নদী সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পও দীর্ঘদিন ধরে ঋণের অপেক্ষায় রয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ইউক্রেন কর্তৃপক্ষের দাবি
সীমান্ত থেকে ৫০ কিমি দূরে কিয়েভের বাহিনী

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের তিন হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পুনর্দখলে নেওয়ার দাবি করেছে কিয়েভের বাহিনী। গত বৃহস্পতিবার থেকে গতকাল রবিবার পর্যন্ত বড় এলাকাজুড়ে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম এত স্বল্প সময়ে বড় এলাকা পুনর্দখলের দাবি করল ইউক্রেন।ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল ভ্যালেরি জালুঝনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত তিন হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইউক্রেনীয় সেনারা।শুধু দক্ষিণ ও পূর্ব দিকে নয়, উত্তরের খারকিভের দিকে অগ্রসর হতে শুরু করেছে সেনারা। (রুশ) সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছি আমরা। ’ সূত্র: কালের কণ্ঠ

ওষুধের বাড়তি দামে হিমশিম: একলাফে এতটা উল্লম্ফন কতটা যৌক্তিক?
বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কিছু দিন হল একটি বেসরকারি ব্যাংকে শিক্ষানবীশ কর্মকর্তা হিসেবে চাকুরি করছেন জেরিন আফরিন। বাবা-মা দু’জনেই অসুস্থ থাকায় তার পরিবারের মাসিক ওষুধের খরচ অন্তত ১২ হাজার টাকা। সবকিছুর পাশাপাশি ওষুধের দাম বেড়ে যাওয়ায় পাঁচ বছর আগে অবসরে যাওয়া তার পিতার পক্ষে তা বহন করা কষ্টকর। এর মধ্যে এক ধাক্কায় ওষুধের দাম অনেক বেড়ে যাওয়া তার পরিবারের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।পাড়া মহল্লার ওষুধের দোকানেও কিছুক্ষণ দাঁড়ালে বেশি লাগে এমন কিছু ওষুধের অস্বাভাবিক দাম বাড়া নিয়ে ক্রেতাদের প্রশ্নে জর্জরিত হতে দেখা যায় বিক্রেতাদের। এক লাফে এতটা দর বাড়ানো নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা যায় তাদের। সূত্র: বিডি নিউজ

১১ লাখ টাকায় বিক্রি হচ্ছে রানির ব্যবহৃত টি-ব্যাগ

সবচেয়ে দীর্ঘ সময় ব্রিটেনের সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বিভিন্ন স্মারক বিক্রি করছে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান। রানির অভিষেকের ৭০ বছর পূর্তিতে এমন একটি স্মারক যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান ই বে-তে একজন ব্যবহারকারী তালিকাভুক্ত করেছিল।যেটি ছিল রানির ব্যবহৃত একটি টি-ব্যাগ। ওই ব্যক্তি জানান, ১৯৯৮ সালে উইন্ডসর ক্যাসেল থেকে ওই টি-ব্যাগ বাইরে নিয়ে আসা হয়েছিল। বর্তমানে এটির বিক্রির দাম হাঁকা হয়েছে ১২ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় ১১ লাখ ৩১ হাজার ৪৮৩ টাকা. বিক্রেতা ওই টি–ব্যাগের বিশেষত্ব বর্ণনা করে লিখেছেন, এটি সেই টি-ব্যাগ, যা আপনারা হয়তো ১৯৯৮ সালের শেষের দিকে সিএনএনে দেখেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথ এটি ব্যবহার করেছিলেন। সূত্র: বাংলানিউজ

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১১ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১২

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার পর ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১২ জন।তিউনিসিয়া কোস্টগার্ড নৌকাটির ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে বলে জানায় বিবিসি। গত মঙ্গলবার ওই নৌকাটি ডুবে গিয়েছিল। তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার জানায়, শনিবার রাতে আরো পাঁচটি মৃতদেহ সমুদ্রে খুঁজে পাওয়ার পর ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।নৌকাটিতে মোট ৩৭ জন শরণার্থী ছিলেন। তারা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেছিল। সূত্র: বিডি নিউজ