অক্টোবরে আসছে গুগল পিক্সেল সেভেন প্রো, জানুন ফিচার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

গুগলের পিক্সেল ফোন লাভারদের জন্য সুখবর। আগামী মাসে অর্থাৎ অক্টোবরেই আসছে- গুলো পরবর্তী প্রজন্মের ফোন গুগল পিক্সেল সেভেন ও পিক্সেল সেভেন প্রো।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, টেনসর জিটু চিপটি (Tensor G2 chip) দুটি কর্টেক্স-এক্স ১ কোর, দুটি কর্টেক্স-এ৭৬ কোর এবং চারটি কর্টেক্স-এ ৫৫ কোরের একই সংমিশ্রণটি তার পূর্বসূরি হিসাবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে।

যাইহোক, উত্সাহিত কোর গতি টেনসর জিটু এসওসি (G2 SoC) উন্নত করেছে বলে জানা গেছে, এবং তাই পিক্সেল ৭ প্রো এর মাল্টি-কোর কর্মক্ষমতা প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নতুন এটিতে টেনসর জিটু- চিপের সিপিউ (CPU) এবং জিপিইউ (GPU) উন্নতির দিকে ইঙ্গিত করেছে ডেভেলপরার। সর্বশেষ টেনসর চিপ সম্পর্কিত তথ্য গুগল পিক্সেল ৭ প্রো বেঞ্চমার্ক থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো ৬ ই অক্টোবর নির্ধারিত গুগলের হার্ডওয়্যার ইভেন্টের সময় উদ্বোধন করা হবে।

Nagad