আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

অফুরান ভালোবাসা নিয়ে চলে গেলেন রানি

তিনি রাজা। তবু কাঁদলেন। তাঁর অভিব্যক্তি, তাঁর শরীরীভাষা বলে দিচ্ছিল মনের ভিতর ক্ষরণ হচ্ছে। তিনি ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। একাই নন। সামনে মায়ের মৃতদেহ, কিছুক্ষণ পর তাঁকে চিরদিনের জন্য বিদায় জানাতে হবে। বেদনায় রানির পাশে দাঁড়িয়ে তাঁর ছেলেরা, মেয়ে, নাতিপুতি, তাদের সব সন্তান অব্যক্ত ভাষায় কাঁদলেন। বার বার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ক্যামেরা ফোকাস করছিল তাদের দিকে। যিনি চলে গেলেন তিনি ছিলেন সত্যিকারের রানি। তাঁর বাপ-দাদারা এক সময় প্রায় গোটা বিশ্বই শাসন করেছেন। আর তিনি একজন রাজকুমারী থেকে বিবাহিত জীবনে প্রবেশ, সেখান থেকে বসেন রাজ সিংহাসনে। রাজমুকুট, রাজদণ্ড ও প্রজাপালনের দায়িত্ব ও শপথগ্রহণের অঙ্গীকার। সোমবার সেই ওয়েস্ট মিনস্টার অ্যাবে থেকেই তাঁর শেষকৃত্যের শুরু। রানি দ্বিতীয় এলিজাবেথের অন্তিম যাত্রার প্রথম পর্যায়ে এদিন ছিল ব্রিটেনের রাজবংশের তীর্থক্ষেত্র সমান ওয়েস্ট মিনস্টার অ্যাবে। গত হাজারেরও বেশি বছর ধরে এখানে শায়িত রয়েছে অগণিত রাজা-রানি ও বীর যোদ্ধাদের শেষ চিহ্ন। সেখানেই খ্রিস্টীয় রীতি-নীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হলো ব্রিটেনের সর্বাধিক সময়ের শাসক রানি দ্বিতীয় এলিজাবেথের। সূত্র: বিডি প্রতিদিন।

ইসলামাবাদ হাইকোর্ট
ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা বাতিলের নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা সন্ত্রাসবিরোধী আইনের মামলা তুলে নিতে আদেশ দিয়েছেন পাকিস্তানের হাইকোর্ট। সোমবার ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী এ তথ্য জানান। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং বিচার বিভাগের এক নারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করার জন্য সন্ত্রাসবিরোধী আইনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গত ২০ আগস্ট মামলা হয়। সেই মামলায় কয়েক দফায় তাঁর জামিন বৃদ্ধি করা হয়।
ইমরান খানের আইনজীবী বলেন, ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে সন্ত্রাসী কার্যকলাপের সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন আদালত।
ইমরানের অভিযোগ, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের নানাভাবে হেনস্তা করছে সরকার। এ ছাড়া ক্ষমতাধর সেনাবাহিনীর সঙ্গে দলটির সম্পর্কে দেয়াল টানতেও সরকার কূটকৌশলে লিপ্ত। পিটিআইয়ের এক নেতাকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগও করেন ইমরান। এ জন্য এক সমাবেশে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও এক বিচারককে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। সূত্র: প্রথম আলো

মজুদ জ্বালানি ৩.৫ ট্রিলিয়ন টন কার্বন নিঃসরণ ঘটাবে
জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই তীব্রতর হলেও এর প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির দহন হ্রাস করতে আন্তরিক পদক্ষেপ দেখা যাচ্ছে না। গতকাল সোমবার প্রকাশিত একটি ডাটাবেইসে এসংক্রান্ত একটি বিশদ চিত্র উঠে এসেছে।গ্লোবাল এনার্জি মনিটর এবং কার্বন ট্র্যাকার ইনিশিয়েটিভ গতকাল ‘গ্লোবাল রেজিস্ট্রি ফর ফসিল ফুয়েল’ শিরোনামে ওই ডাটাবেইস প্রকাশ করেছে। বিশ্বে এরই মধ্যে মজুদ থাকা মোট খনিজ তেল ও গ্যাসের (জীবাশ্ম জ্বালানি) কারণে সম্ভাব্য নিঃসরণের চিত্র নিয়ে প্রথমবারের মতো এ ধরনের তথ্য-উপাত্ত প্রকাশিত হয়। এতে বলা হয়, বর্তমানে বিশ্বে মোট মজুদ থাকা জীবাশ্ম জ্বালানি পোড়ানো হলে কমপক্ষে তিন লাখ ৫০ হাজার কোটি (৩.৫ ট্রিলিয়ন) টনের মতো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হবে। এটি হবে সপ্তদশ শতকের শেষ দিকে শুরু হওয়া শিল্প বিপ্লবের পর থেকে এ পর্যন্ত মোট দূষণের চেয়েও বেশি। ডাটাবেইসটিতে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর মজুদের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। বিশ্বের ৮৯টি দেশের ৫০ হাজারের মতো জীবাশ্ম জ্বালানি উত্তোলনকেন্দ্র বা খনির তথ্যের ভিত্তিতে এই তথ্যভাণ্ডার প্রস্তুত করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

‘রাজকীয়’ কফিন তৈরি হয় ৩২ বছর আগে

Nagad

রাজকীয় অথচ ভাবগাম্ভীর্যপূর্ণ আড়ম্বর ও আনুষ্ঠানিকতার মাধ্যমে রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাল যুক্তরাজ্য। গত কয়েক দিন ধরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর গতকাল সোমবার রানীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টায়) ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হয়। ৯৬ বছর বয়সে মৃত্যুর পর ৭০ বছরের রাজত্ব শেষ হয় রানী দ্বিতীয় এলিজাবেথের। স্কটল্যান্ডের বালমোরালে মৃত্যুর পর তাঁর জন্য তৈরি বিশেষ কফিনটি রাখা হয় সেখানকার সেন্ট জাইলস ক্যাথেড্রালে। রাজকীয় শোভাযাত্রা করে আনা হয় কফিনটি। রানীর রাজত্বকালের মতোই কফিনটির মহিমাও রাজকীয়। ৩২ বছর আগে তৈরি করা হয়েছিল কফিনটি। ইংলিশ ওককাঠ দিয়ে তৈরি করা হয় রানীর কফিনটি। রাজকীয় রীতি মেনে কফিনটির গায়ে সিসার পরত দেওয়া আছে। সেই কফিনটি বহন করবেন আটজন বাহক। সিসার পরত থাকায় কফিনের ভেতর ও বাইরে বাতাস এবং আর্দ্রতা প্রবেশ করতে পারে না। এ কারণেই দীর্ঘ সময় ধরে দেহ সংরক্ষণ করা যায়। একই কারণে কফিনটি অনেক ভারী। সূত্র: সমকাল

বিশ্ব শাসনের আকাঙ্ক্ষা নেই চীন-রাশিয়ার

বিশ্ব নেতৃত্বের আসনে বসার কোনো আকাঙ্ক্ষা রাশিয়া ও চীনের নেই, যা অন্যান্য দেশের রয়েছে। রোববার রোশিয়া-১ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ। তাস। সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া ওই সাক্ষাৎকারে পেসকভ বলেন, ‘রাশিয়া ও চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যকর করার চেষ্টা করলেও এক্ষেত্রে তারা কোনোভাবেই বিশ্বচালকের আসনে বসার চেষ্টা করছে না। তবে আপনারা জানেন কতিপয় দেশের মধ্যে এমন প্রবণতা লক্ষ করা যাচ্ছে।’ তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের বিরুদ্ধে উসকানিমূলক বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে ‘একেবারে একই ধরনের মনোভাব দেখানোর’ বিষয়ে মুখপাত্র দৃষ্টি আকর্ষণ করেন। এ ধরনের কাজের মূল হোতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। মস্কো ও বেইজিং ‘এমন অস্থিতিশীলতামূলক অগ্রহণযোগ্য আচরণ’ মূল্যায়নের ক্ষেত্রে একত্রে কাজ করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং গত সপ্তাহে সমরকন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন। এছাড়া সেখানে তারা মোঙ্গলীয় প্রেসিডেন্টের অংশগ্রহণে ত্রিপাক্ষিক বৈঠক করেন। তারা এসসিও-এর রাষ্ট্রপ্রধানদের পরিষদের বৈঠকেও অংশ নেন। পরে ক্রেমলিন সহকারী উরি উশাকভ জানান, সেখানে গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা হয়। চীনের নেতা জোর দিয়ে বলেন, তার দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদানে রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করার ব্যাপারে প্রস্তুত রয়েছে। সেনা খুঁজছে রাশিয়া, বেতন ৩০০০ ডলার : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে সেনা খুঁজছে রাশিয়া। এই সেনাদের প্রতিমাসে প্রায় ৩ হাজার ডলার বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট শনিবার দক্ষিণ রাশিয়ার শহর রোস্তভের একটি সেন্ট্রাল পার্কে সেনা নিয়োগের বিজ্ঞাপন প্রচারের জন্য একটি ট্রাক রেখেছে। ট্রাকের পাশে দাঁড়ানো কালো মুখোশ পরা সেনারা আগ্রহী পথচারীদের তাদের বন্দুক দেখাচ্ছিল এবং ‘চুক্তিভিত্তিক সামরিক পরিষেবা-একজন সত্যিকার মানুষের পছন্দ’ শিরোনামের রঙিন প্রচারপত্র বিলি করছিল। সূত্র: যুগান্তর

ব্রিটিশ রাজদণ্ডের হীরা ফেরত চায় দক্ষিণ আফ্রিকা

ব্রিটিশ রানী এলিজাবেথের মৃত্যুর পর বিশ্বজুড়ে নতুন প্রবণতা তৈরি হয়েছে। এক একটি হলো রাজপরিবারের সংগ্রহে থাকা বিভিন্ন দামী রত্ন এগুলোর উৎসভূমিতে ফিরিয়ে দেয়া। গত কয়েকদিন ধরে টুইটারে ট্রেন্ডিং ছিল কোহিনূরের নাম। মিশর থেকে দাবি উঠেছে রোজেটা স্টোনের। সেই তালিকায় এবার যুক্ত হলো দক্ষিণ আফ্রিকা। দেশটি ‘গ্রেট স্টার অব আফ্রিকা’ নামে পরিচিত এখন পর্যন্ত পাওয়া বৃহত্তম ক্লিয়ারকাট হীরাটি ফেরত চায়। দক্ষিণ আফ্রিকার খনি থেকে ১৯০৫ সালে উত্তোলন করা হয় হীরাটি। এটি কালিনান হীরা নামেও পরিচিত। ঔপনিবেশিক আমলে আফ্রিকার শাসকেরা রত্নটি ব্রিটিশ রাজপরিবারের কাছে হস্তান্তর করে। বর্তমানে এটি রানীর রাজদণ্ডে স্থাপিত। খবর এনডিটিভি।‘গ্রেট স্টার অব আফ্রিকা’ ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার স্থানীয় নাগরিক থানডুজোলো সাবেলো বলেন, হীরকখণ্ডটি দক্ষিণ আফ্রিকাতে ফিরিয়ে আনতেই হবে। আমাদের ও অন্য দেশগুলোর খনিজ সম্পদ ব্রিটেনকে এখনো সমৃদ্ধ করে যাচ্ছে। সূত্র: বণিক বার্তা

রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে পড়া অর্ধেক তেলের নতুন বাজার খুঁজে পাচ্ছে

চলতি বছরের ডিসেম্বরে রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা দেব ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নিষেধাজ্ঞার কবলে পড়া অর্ধেক অপরিশোধিত তেলের জন্য নতুন বাজার খুঁজে পেতে পারে রাশিয়া।

জ্বালানি-ডাটা প্রতিষ্ঠান কেপলার এ তথ্য জানিয়েছে। কেপলার একটি গবেষণা নোটে বলেছে, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ আগামী শীতে রাশিয়া থেকে প্রতিদিন ১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনতে পারে।বিশ্বে মোট উৎপাদিত তেলের প্রায় ১০ শতাংশের জোগান দেয় রাশিয়ার তেল শিল্প। ক্রেমলিনের আয়ের অন্যতম উৎস এই তেল। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই রাশিয়ার তেল উল্লেখযোগ্যসংখ্যক নিষেধাজ্ঞার মুখে পড়েছে। ইইউ সদস্যরা এখনও দেশটির কিছু তেল কিনছে বটে, তবে ডিসেম্বরে ইউরাল ক্রুডের বেশিরভাগ আমদানি নিষিদ্ধ করবে। তারপরে আগামী ফেব্রুয়ারিতে রাশিয়ার সমসস্ত তেল পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করবে।রাশিয়া দৈনিক ২ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি-র ধারণা, নতুন বাজার বের করতে না পারলে এ নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার দৈনিক রপ্তানির পরিমাণ এর অর্ধেকে নেমে আসতে পারে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

যুদ্ধ: সামরিক সামর্থ্য বাড়িয়েই চলেছে মিয়ানমার, এত অস্ত্র পায় কোথা থেকে

কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এক বিবৃতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের সামরিক সরকারকে অর্থ সাহায্য এবং অস্ত্র সরবারহ কমানোর আহ্বান জানিয়েছে। দেশটির জনগণের ওপর নিপীড়ন বন্ধের জন্য এ পদক্ষেপের আহ্বান জানায় সংস্থাটি। সামরিক শক্তির দিক থেকে মিয়ানমার তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশের থেকে দেশটির অবস্থান শক্তিশালী।অং সান সুচির রাজনৈতিক দল এনএলডি নির্বাচনে বিজয়ের পর ক্ষমতায় তাদের দ্বিতীয় মেয়াদ শুরুর ঠিক আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে।ওই সেনা অভ্যুত্থানের পর দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।যে কারণে মিয়ানমার এক রকম বিচ্ছিন্ন অবস্থায় আছে, কিন্তু তা সত্ত্বেও দেশটির সামরিক সামর্থ্য কমেনি বা তাদের সমরাস্ত্র কেনা থেমে নেই। সূত্র: বিবিসি বাংলা।

মেক্সিকোয় বড় ধরনের ভূমিকম্প, নিহত ১

মেক্সিকোয় দুটি ধ্বংসাত্মক ভূমিকম্পের বার্ষিকীতে শক্তিশালী আরেকটি ভূমিকম্পে অন্তত ১ জন নিহত, ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি রাজধানী মেক্সিকো সিটির আতঙ্কিত বাসিন্দাদের নিরাপত্তার জন্য বাইরে বের হতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ১৯ সেপ্টেম্বর, সোমবার রাত ১টার একটু পর দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলের কাছে কোলিমা রাজ্যের পাশে মিচোয়াকানের সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি হয়।মেক্সিকোর সরকার জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় বন্দর শহর মানসানিওতে একটি ডিপার্টমেন্ট স্টোরের ছাদ ধসে পড়ে একজন নিহত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে মিচোয়াকান রাজ্যের বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এসব হাসপাতালের একটিতে ভেঙ্গে পড়া কাচের আঘাতে এক ব্যক্তি আহত হয়েছে। সূত্র: বিডি নিউজ

৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকো

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে এক জনের মৃত্যু হয়েছে।এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতের খবরে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ সীমান্তবর্তী মিচোয়াকেন এবং কোলিমা এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে বন্দর এলাকা মানজানিল্লোতে একটি স্টোরের দেয়াল ধসে এক জনের মৃত্যু হয়েছে। সূত্র: বাংলানিউজ