উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী সংবাদদাতাপটুয়াখালী সংবাদদাতা
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী গণমাধ্যমকে জানান, আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। এছাড়া বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

তবে সাগর উত্তাল থাকায় মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছধরা ট্রলার।

মাহবুবা সুখী আরও জানান, চলমান লঘুচাপের প্রভাবে উপকূলের আকাশ ঘন মেঘে আচ্ছাদিত রয়েছে। গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে।

সারাদিন/২১ সেপ্টেম্বর/এমবি

Nagad