আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

সাফজয়ী ফুটবলার কৃষ্ণা ও শামসুন্নাহারের লাগেজের তালা ভাঙা, টাকা ও কাপড় চুরি

সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামুসন্নাহারের লাগেজ থেকে ডলার, কাপড়চোপড় ও অন্য আনুষঙ্গিক জিনিসপত্র খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নেপাল থেকে ঢাকায় ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। কৃষ্ণার বাবা বাসুদেব সরকার প্রথম আলোকে বলেন, ‘সকালে মেয়ে আমাকে ফোন করেছিল। ওর ভীষণ মন খারাপ। কৃষ্ণা আমাকে বলেছে, ওর লাগেজ থেকে ৪০০ ডলার চুরি করে নিয়েছে। আর শামসুন্নাহারের লাগেজ থেকেও কিছু নেপালি টাকা ও কাপড়চোপড় হারিয়েছে।’ বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ মাহবুবুর রহমান এমন ঘটনায় প্রচণ্ড হতাশ, ‘বিমানবন্দরে নামার পর জানতে পারি কৃষ্ণা, শামসুন্নাহারসহ আমাদের দলের ফিজিওর বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে। টাকাপয়সাও হারিয়েছে। আমরা বিষয়টি সঙ্গে সঙ্গে কিরণ আপাকে (মাহফুজা আক্তার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং চেয়ারম্যান) জানিয়েছি। আপা এরই মধ্যে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। আশা করি, এ ব্যাপারে একটা সমাধান হবে।’ সূত্র: প্রথম আলো।

নির্দেশ না মেনে চলছে কোচিংয়ে পাঠদান
প্রতিবছরের মতো এ বছরও চলমান এসএসসি পরীক্ষা ঘিরে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর পরও রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে শিক্ষার্থীদের এই পাঠদান কার্যক্রম।নিজস্ব বা ভাড়া বাসায় কোচিং পরিচালনা করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের শিক্ষকরাও পড়াচ্ছেন।এসএসসি পরীক্ষার দিনও কোচিং-সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর মিরপুর ১০ নম্বরে মিরপুর গার্লস আইডিয়াল কলেজে এসএসসি পরীক্ষা চলছে। পাশে গড়ে ওঠা কোচিং সেন্টারগুলোতে পাঠদান থেমে নেই। গত রবি, সোম ও মঙ্গলবার তিন দিন গিয়ে দেখা যায়, এখানে ১২টি কোচিং সেন্টারেই এসএসসিসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। গত মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়েছে সকাল ১১টায়। সে সময়ও পাঠদান চলছিল বর্ণমালা একাডেমি, এসএম শিক্ষা পরিবার, প্রত্যয় একাডেমিসহ ১২টি কোচিং সেন্টারে।
আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. রিয়াদ বলল, স্কুলের বার্ষিক পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু। তাই এক মাস ধরে কোচিং করছি। সূত্র: কালের কণ্ঠ

সরকারি চাকরিতে প্রবেশে বয়সে ছাড়
বিসিএস পরীক্ষা ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে সর্বোচ্চ ৩৯ মাস ছাড় দিয়েছে সরকার। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনাভাইরাস মহামারির কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় প্রার্থীদের ক্ষতির বিষয়টি চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্দেশনার আলোকে বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনার চিঠি দেওয়া হয়। এতে বলা হয়েছে- বিসিএস পরীক্ষা এ নির্দেশনার মধ্যে পড়েবে না। সূত্র: সমকাল

সংঘর্ষে রণক্ষেত্র মুন্সীগঞ্জ
বিএনপি নেতা-কর্মী পুলিশসহ আহত শতাধিক, গুলিবিদ্ধ তিনজন ঢাকায়

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ ঘটেছে। গতকাল বিকাল ৩টা থেকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ শতাধিক আহত হয়েছেন। ফেরিঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ৪টার দিকে পুলিশের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একসঙ্গে গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়া শুরু করলে বিএনপি নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দুজন সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ ও আহত কয়েকজন বিএনপি নেতার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দফায় দফায় এ সংঘর্ষে আহত যুবদল কর্মী মো. শাওন (২১), বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম (৪০) ও ছাত্রদল কর্মী মো. তারেককে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ সামি তাদের হাসপাতালে নিয়ে আসেন। শাওনের মাথায় গুলি লেগেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। তার অবস্থা বেশি খারাপ। পুলিশ, বিএনপি নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে এসব তথ্য জানা গেছে। আহত নেতা-কর্মীদের মুন্সীগঞ্জের হাসপাতালে পুলিশ চিকিৎসা নিতে দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

ব্যয় সংকোচন ও টাকার অবমূল্যায়নের প্রভাব
ডলারের হিসাবে মাথাপিছু আয় কমার শঙ্কা

গোটা বিশ্বেই জনগণের মাথাপিছু আয়কে ডলারে প্রকাশ করা হয়। গত অর্থবছর শেষে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় দেখানো হয়েছিল ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। এক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় মূল্য ধরা হয়েছিল সাড়ে ৮৫ টাকা। টাকার বড় ধরনের অবমূল্যায়নের ফলে ডলারের বিনিময় হার এখন ১০৮ টাকায় গিয়ে ঠেকেছে। বর্তমান বিনিময় মূল্যকে আমলে নিলে মাথাপিছু আয়ের পরিমাণ কমে প্রায় ৫৮৮ ডলার।টাকার অবমূল্যায়নের প্রভাবে চলতি অর্থবছরেও মাথাপিছু আয় কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত অর্থবছরে মাথাপিছু আয়ে প্রবৃদ্ধি ছিল ৯ শতাংশ। চলতি অর্থবছরেও একই হারে প্রবৃদ্ধি হলে টাকার অংকে মাথাপিছু আয় ২২ হাজার টাকা বাড়তে পারে। তবে বিদ্যমান বিনিময় হার আমলে নিলে ডলারের হিসাবে মাথাপিছু আয় বাড়ার বদলে উল্টো কমে যাবে। বাংলাদেশের জিডিপি ও মাথাপিছু আয়কে প্রথমে টাকার অংকে হিসাবায়ন করা হয়। এরপর সেটিকে বিদ্যমান বিনিময় হার আমলে নিয়ে রূপান্তর করা হয় ডলারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছর শেষে দেশের মোট জিডিপির আকার ছিল ৩৯ হাজার ৭৬৫ বিলিয়ন টাকা। মার্কিন মুদ্রার হিসাবে এর পরিমাণ ৪৬৫ বিলিয়ন ডলার। গত ছয় মাসে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ২৭ শতাংশ। এ অবমূল্যায়ন আমলে নিলে বাংলাদেশের জিডিপির আকারও ডলারের হিসাবে সংকুচিত হয়েছে। সূত্র: বণিক বার্তা

যে ছবি দেখে আমরা লজ্জিত হয়েছি

লেখাটা অন্য একটা ইস্যু নিয়ে শুরু করব ভাবছিলাম। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র নির্লজ্জ সংবাদ সম্মেলন দেখে ঘৃণা ধরে গেল। কিছু মানুষ কীভাবে অন্যের অর্জন এভাবে ছিনিয়ে নিতে পারে? তাও আবার সেইসব বীর খেলোয়ারদের যারা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।এই বয়স্ক লোকগুলো কী ভেবেছেন যে মেয়েরা খেলে জয় ছিনিয়ে এনেছে ঠিকই কিন্তু সংবাদ সম্মেলনে কথা বলতে পারবে না? নাকি এদের কথা বলতে দিলে নিজেদের ঢোল বাজানো কম হয়ে যাবে? নাকি ওনারা মেয়েগুলোর জন্য যে অনেক করেছেন, সেই কথা জাতিকে জানানো হবে না? শুধু পদাধিকার বলে সামনের সারিতে বসে চেহারা দেখালেই কি সম্মানিত হওয়া যায়?জাতি সংবাদ সম্মেলনের ছবির মাধ্যমে যা জানতে পারছে, তাতে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সর্বস্তরে। সামাজিক মাধ্যমে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি নিয়ে হাসাহাসি হচ্ছে। লজ্জা দেওয়া হচ্ছে গদীনশীন সাহেবদের। অবশ্য লজ্জা নামের বিষয়টি আমাদের জাতীয় জীবন থেকে উধাও হয়ে যাচ্ছে। যারা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এলো শত প্রতিকূলতাকে ডিঙিয়ে, সেই মেয়েদের চেহারা কেন দেখতে পেলাম না আমরা সংবাদ সম্মেলনে? বাফুফে সভাপতি, প্রতিমন্ত্রী, আমলা, কেরানি, নেতা-হাতা সবাই সামনের সারি দখল করে বসেছেন, অথচ অধিনায়ক ও কোচ বসার জায়গা না পেয়ে পেছন থেকে উঁকি দিচ্ছেন। এই ছবিটা দেখে বিমমিষা জাগল। বিমানবন্দর থেকেই অচেনা নেতা-হাতাদের ছবি দেখছি আমরা দর্শক, পাঠকরা। আর খেলোয়ারদের অবস্থান একদম পেছনের সারিতে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

দুর্গাপূজা: এবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পূজায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় এবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।পূজা উদযাপন পরিষদের নেতারা বলেছেন, গতবারের পূজায় দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার কারণে এবছর নিরাপত্তার নানা শর্তের বেড়াজালে থেকে তাদের উৎসবের আয়োজন করতে হচ্ছে। দেশটিতে আগামী পহেলা অক্টোবর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপিত হবে। তবে পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়ে যাবে ২৫শে সেপ্টেম্বর থেকেই।গত বছরের দুর্গাপূজায় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে সেখানে এবং নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন জায়গায় সহিংসতায় কমপক্ষে দশজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সূত্র: বিবিসি বাংলা।

সাফ জয়ী মেয়েদের ব্যাগের তালা ভেঙে চুরির অভিযোগ

মেয়েদের সাফ ফুটবলের শিরোপা জয় করে দেশে ফেরা বাংলাদেশ জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের লাগেজের তালা ভেঙে বিমানবন্দরে টাকা চুরির অভিযোগ উঠেছে।কোচ গোলাম রাব্বানী ছোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, জাতীয় দলের খেলোয়াড় সামসুন্নাহার, কৃষ্ণা রানি সরকারের ব্যাগ কেটে ডলার চুরি হওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। সামসুন্নাহার কয়েকটি গণমাধ্যমকে বলেছেন, তার ব্যাগ থেকে আড়াই লাখ টাকা সমমানের ডলার ও টাকা চুরি গেছে। আরো কয়েকজন ফুটবলারের লাগেজের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। সূত্র: বিডি নিউজ

দিনাজপুর শিক্ষা বোর্ড
স্থগিত চার বিষয়ের পরীক্ষা ১০-১৩ অক্টোবর

দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া গণিত (আবশ্যিক), রসায়ন, কৃষি ও পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুপুরের মধ্যেই পরীক্ষার তারিখ ওয়েবসাইটে দেওয়া হবে। সম্ভাব্য সময় ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর।বুধবার (২১ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় বিষয়ে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এরপরই দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সই করা বিজ্ঞপ্তিতে চার বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়। ওই চার বিষয় হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন। সূত্র: জাগো নিউজ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি
চীন নিয়ে ‘নেতিবাচক’ চিন্তা না করার পরামর্শ

মিয়ানমারের আভ্যন্তরীণ সংঘাতের কারণে মাস খানেকেরও বেশি সময় ধরে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দেশটির রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলার ঘটনায় বাংলাদেশ সীমান্তে কখনো মর্টারশেল, কখনো গোলা এসে পড়ছে। এতে প্রাণহানীর মতো ঘটনাও ঘটেছে। যা বাংলাদেশের জন্য গভীর উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। আভ্যন্তরীণ সংঘাত হোক বা অন্য কোনে কারণ, এ ইস্যুতে মিয়ানমার যাতে কোনো ফায়দা লুটতে না পারে, সেজন্য বিদেশি বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে সহযোগিতা চেয়েছে ঢাকা। ঢাকার আমন্ত্রণে বেশিরভাগ বিদেশি বন্ধুরা সাড়া দিলেও চীনের অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।চীন চুপ কিংবা ব্রিফিংয়ে আসেনি বলে এটাকে অন্যভাবে দেখা ঠিক হবে না। কখনও সম্মিলিত মিটিং হলে, যেখানে ইউরোপীয়ানরা হাজির হয়; যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া থাকে; সেখানে কখনও ভারত-চীন এবং রাশিয়া থাকতে চায় না। সে কারণে চীনের না আসাটা ব্যতিক্রম না। চীনকে আলাদা করা হলে এটা ক্ষতি হবে। বরং চীন একমাত্র দেশ যে একটা প্ল্যান দিয়েছে, ত্রিপক্ষীয় মিটিং করেছে, যেটা অন্য কোনো দেশ করেনি- সূত্র: ঢাকা পোস্ট