আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খব
ইসলামি সংগঠন পিআইএফের বিরুদ্ধে ভারতজুড়ে অভিযান, শতাধিক আটক
ইসলামি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএফআই) বিরুদ্ধে ভারতজুড়ে তল্লাশি অভিযান শুরু করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। একই সঙ্গে অভিযান চালানো হয়েছে এই সংগঠনের রাজনৈতিক শাখা স্যোশাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার (এসডিপিআই) কার্যালয়েও। আজ বৃহস্পতিবার ভোর থেকে অন্তত ১১টি রাজ্যে একযোগে এই তল্লাশি অভিযান শুরু হয়। কেন্দ্রীয় সরকারের চোখে পিএফআই এমন এক সংগঠন যাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে। এই তল্লাশি অভিযানে এনআইএর সঙ্গে যোগ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ইডি)। তাদের সাহায্যে রয়েছে বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী। সংবাদ সংস্থাগুলো এই খবর দিয়ে জানিয়েছে, পিএফআইয়ের শীর্ষ কর্তাসহ শতাধিক নেতাকে আটক করা হয়েছে। সূত্র: প্রথম আলো
শক্তি বাড়াতে রিজার্ভ সেনাদের ডাকল চাপে পড়া রাশিয়া
দেশের পূর্বাঞ্চলে ইউক্রেনের বাহিনীর সাম্প্রতিক সাফল্যের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সামরিক অভিযান আরো জোরদার করতে রিজার্ভ সেনাদের বাহিনীতে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনা বাড়ানোর নির্দেশ দেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার রিজার্ভ সেনাদের ডেকেছেন কোনো রুশ প্রেসিডেন্ট।এদিকে ইউক্রেনের রুশপন্থীদের দখলে থাকা লুহানস্ক, দোনেত্স্ক, খেরসন ও জাপোরিঝিয়ার মস্কোর অনুগত নেতারা রাশিয়ায় যোগদানের লক্ষ্যে জরুরিভাবে গণভোট আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছেন।প্রেসিডেন্ট পুতিনের নির্দেশনার ফলে যাঁরা কোনো একসময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন সেসব ‘রিজার্ভ’ সেনাদের এখন যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে।রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, পুতিনের নির্দেশনার পর তিন লাখ ‘রিজার্ভ’ সদস্যকে তলব করার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
ইউক্রেন সংকট
রিজার্ভ সেনাদের তলব পুতিনের
এ ঘোষণা রাশিয়ার দুর্বলতার প্রকাশ :যুক্তরাষ্ট্র
এ পর্যন্ত ৬ হাজার রুশ সেনা নিহত
মস্কোর পক্ষে বিজয় অর্জন সম্ভব নয় : জার্মানি
‘মাতৃভূমি রক্ষায়’ সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বুধবার তিনি এই নির্দেশ দেন। ফলে এখন দেশটির রিজার্ভ সেনাদের ডাকা হবে। বিবিসি জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়া এ ধরনের ‘সেনা সমাবেশ’ করতে যাচ্ছে। পুতিন বলেন, ‘মুক্ত করা ভূখণ্ডের’ মানুষকে রক্ষার জন্য জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ‘আংশিক’ সেনা সমাবেশ করতে আদেশ দিয়েছি। তিনি বলেন, এ নির্দেশের পর যেসব নাগরিক সংগঠিত হবে, তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের মতো মর্যাদা দেওয়া হবে। এ ছাড়া দেশের অখণ্ডতা হুমকির মধ্যে পড়লে রাশিয়া এবং এর জনগণকে রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পুতিন বলেন, যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায়, তাদের জানা উচিত, পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। এমনটি ঘটলে মস্কো তার হাতে থাকা অস্ত্রের বিশাল মজুতের শক্তি দিয়েই জবাব দেবে। এটি কোনো ফাঁকা বুলি নয়। সূত্র: সমকাল
নেপালে সরকার ও প্রেসিডেন্ট দ্বন্দ্ব
♦ নাগরিকত্ব আইনের প্রস্তাবিত সংশোধনীতে স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট ♦ সংবিধান লঙ্ঘনের অভিযোগ সরকারের একটি অংশের
দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারির কাছে সরকারের পক্ষ থেকে নাগরিকত্ব আইনের প্রস্তাবিত সংশোধনীতে স্বাক্ষরের জন্য পাঠায়। কিন্তু প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর করতে অনীহা প্রকাশ করেন। এ জন্য প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশের সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলছে সরকারের একটি অংশ। জানা গেছে, আইনে যে সংশোধনীগুলো প্রস্তাব করা হয়েছে তার একটিতে যে সব শিশুর বাবা-মায়ের হদিস জানা যায়নি তাদেরও নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ওই সংশোধনী অনুযায়ী, নেপালি মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশু যার বাবার পরিচয় জানা যায়নি তার মা সে বিষয়ে ঘোষণা দিলে ওই শিশুও নাগরিকত্বের নথি পাবে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৫ সালের সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান ভাণ্ডারির জন্য ১৬ বছরের পুরনো নেপালের নাগরিকত্ব আইনের এ সংশোধনীগুলো অনুমোদনের সময়সীমা গতকাল মধ্যরাতে শেষ হয়ে যায়। সূত্র: বিডি প্রতিদিন।
রাশিয়ার শাস্তি ও ভেটো ক্ষমতা কেড়ে নেয়ার দাবি জেলেনস্কির
আগ্রাসনের জন্য জাতিসংঘের কাছে রাশিয়ার ‘ন্যায্য শাস্তি’ দাবি করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। রাশিয়াকে শাস্তির আওতায় আনতে একটি বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানান তিনি। আর্থিক ক্ষতিপূরণ এবং নিরাপত্তা পরিষদে মস্কোর ভেটো ক্ষমতা কেড়ে নেয়ারও দাবি জানান ইউক্রেনীয় নেতা। খবর বিবিসি ও রয়টার্স। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে এক ভিডিও ভাষণে এসব দাবি জানান জেলেনস্কি।এছাড়া ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তা এবং বিশ্ব মঞ্চে রাশিয়াকে শাস্তি দেয়ার জন্য একটি শান্তি ‘ফর্মুলা’ নির্ধারণ করে দেন তিনি। বক্তব্যের শুরুতেই এ যুদ্ধকে অবৈধ উল্লেখ করে বিপর্যয়কর অশান্তি সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করেন ইউক্রেনের রাষ্ট্রপতি। ভাষণের একপর্যায়ে অধিবেশনে থাকা অনেক বিশ্ব নেতা দাঁড়িয়ে জেলেনস্কিকে অভিবাদন জানান।নিজের এই ভাষণে ভ্লাদিমির পুতিনের ‘মাতৃভূমিকে রক্ষার’ জন্য রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ঘোষণার কথা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, এই পদক্ষেপটি আমাদের দেখিয়ে দিয়েছে যে, মস্কো শান্তি আলোচনার বিষয়ে আগ্রহী নয়। সূত্র: বণিক বার্তা
ট্রায়াল শেষে ৪ দিনের কর্মসপ্তাহ স্থায়ী হবে যুক্তরাজ্যে
জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ৮৬ শতাংশই বলেছে, পরীক্ষামূলক ট্রায়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ৪ দিনের কর্মসপ্তাহ স্থায়ীভাবে চালু করবে। চলতি বছরের জুনে যুক্তরাজ্যের বেশ কয়েকটি প্রতিষ্ঠান কর্মীদের জন্য সপ্তাহে ৪ কর্মদিবসের ট্রায়াল শুরু করেছিল। ৬ মাসের সেই ট্রায়ালের মাঝামাঝি এসেই প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরীক্ষামূলক ট্রায়ালের সময়সীমা শেষ হতেই ৪ কর্মদিবসের সপ্তাহ স্থায়ীভাবে চালু করবে তারা।যুক্তরাজ্যের ৭০টিরও বেশি প্রতিষ্ঠান এই পরিকল্পনায় অংশ নিয়েছে, যেখানে কর্মরত প্রায় সাড়ে ৩ হাজার কর্মী তাদের স্বাভাবিক কর্মঘণ্টার ৮০ শতাংশ সময় কাজ করে শতভাগ বেতন পাচ্ছেন।৬ মাসের ট্রায়ালের ৩ মাসের কিছু বেশি সময় পেরিয়ে দেখা গেছে, বেশিরভাগ সংস্থাগুলোতে কাজের স্বাভাবিক প্রবণতা বা উৎপাদনশীলতা বজায় আছে। কিছু কিছু সংস্থায় স্বাভাবিক সময়ের চেয়ে উৎপাদনশীলতা আরও বেড়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউক্রেনে আগ্রাসন জাতিসংঘের মূল নীতির নির্লজ্জ লঙ্ঘন বলে বললেন প্রেসিডেন্ট বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘের সনদের মূল নীতির নির্লজ্জ লঙ্ঘন। এক ভাষণে মি. বাইডেন ঐ যুদ্ধকে নৃশংস এবং অপ্রয়োজনীয় বলেও বর্ণনা করেন।তিনি বলেন, মি. পুতিন বুধবার ইউরোপের বিরুদ্ধে প্রকাশ্য পরমাণু হুমকি দিয়েছেন।সারা বিশ্বকে রাশিয়ার ভয়ানক কর্মকাণ্ডগুলি নজরে রাখার জন্য তিনি আহ্বান জানান।মার্কিন প্রেসিডেন্ট বলেন একমাত্র মস্কোর সরকার ছাড়া কেউই সংঘাত চায় না।এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার ভাষায়, ‘মাতৃভূমিকে রক্ষার জন্য’ রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ঘোষণা করেন।জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে এবং ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চলের জনগণকে রক্ষা করার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। সূত্র: বিবিসি বাংলা।
বারমুডার পথে হারিকেন ফিওনা, পুয়ের্তো রিকোতে ৮ মৃত্যু
ডোমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকোতে ধ্বংসযজ্ঞ চালানোর পর ৪ মাত্রার ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে বারমুডার পথে এগিয়ে যাচ্ছে হারিকেন ফিওনা। ফিওনার তাণ্ডবে পুয়ের্তো রিকোর অধিকাংশ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং এখানে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।রোববার পুয়ের্তো রিকোতে আছড়ে পড়ার পর থেকেই ফিওনা দ্বীপটিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণ হয়। পরবর্তী দুই দিনে ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে বাঁক নিয়ে ডোমিনিকান রিপাবলিক ও টার্কস এন্ড কেইকোস দ্বীপপুঞ্জে নিয়ন্ত্রণহীনভাবে তাণ্ডব চালায়।বুধবার এটি ঘণ্টায় সর্বোচ্চ ২১৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে এগিয়ে যাচ্ছিল এবং আরও শক্তি সঞ্চয় করে উত্তরে বারমুডার দিকে এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ব্রিটিশ শাসিত বারমুডায় সরাসরি আঘাত নাও হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) । সূত্র: বিডি নিউজ
ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন অব্যাহত
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির ফের রেকর্ড পতন হয়েছে। কারণ ডলারের মূল্য বেড়ে আবারও ২০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়ানোর পরই মুদ্রার বাজারে এমন অস্থিরতা দেখা যায়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এক ডলার দিয়ে এখন ৮০ দশমিক ৪৮৬৩ রুপি পাওয়া যায়। এর আগে মান দাঁড়ায় ৮০ দশমিক ৪৬৭৫ রুপিতে। অর্থাৎ আগের সেশনের চেয়ে রুপি দুর্বল হয়েছে।মুদ্রা ব্যবসায়ীরা জানিয়েছেন, বিদেশি বাজারে মার্কিন মুদ্রার শক্তি, অভ্যন্তরীণ ইক্যুইটির মিউটেড ট্রেন্ড, অর্থনীতিতে ঝুঁকি ও অপরিশোধিত তেলের দামের কারণে ভারতীয় রুপিতে প্রভাব পড়েছে।এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন-চতুর্থাংশ বা শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত করেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ। সূত্র: জাগো নিউজ
বন্যাকবলিত পাকিস্তানে দ্রুত ছড়াচ্ছে ম্যালেরিয়াসহ অন্যান্য রোগ
পাকিস্তানের বন্যা-কবলিত অঞ্চলে ম্যালেরিয়াসহ অন্যান্য রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই এসব রোগের কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মৃতের সংখ্যা ৩২৪ জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।অন্যদিকে হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ করলেও যদি আরও সাহায্য না আসে তাহলে এসব মানুষ বিপদের মধ্যেই থেকে যাবেন বলে আশঙ্কা করছেন তিনি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান। চলমান এই বন্যায় ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ খোলা জায়গায় বসবাস করছেন। বন্যার পানি এখনও স্থির রয়েছে এবং তা শত শত কিলোমিটার জুড়ে বিস্তৃত। সূত্র: ঢাকা পোস্ট