আশুলিয়ায় পরকীয়ার জেরে কথিত দাদাকে হত্যা, নারীসহ আটক ২

সাভার (ঢাকা) প্রতিনিধি:সাভার (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

সাভারের আশুলিয়ায় ক্লুলেস হত্যা মামলার ঘটনায় নিহতের পরিচয় সনাক্ত সহ ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরকীয়ার জেরে কথিত দাদাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির।

এর আগে শুক্রবার ভোর রাতে ঝিনাইদহ সদর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কুষ্টিয়া জেলার বাসিন্দা মোঃ টুটুল (৩০) ও জেসমিন (২৫)। তারা দুজন স্বামী-স্ত্রী বলে জানা যায়। তারা পল্লীবিদুৎ ডেন্ডাবর এলাকার আসলামে বাড়িতে ভাড়া থাকতেন।

বৃদ্ধকে হত্যার পর তারা দুজন ঝিনাইদহ সদরে এক আত্মীয়র বাড়িতে পলাতক অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার আসলামের বাড়ি থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকারীরা ওই বৃদ্ধকে হত্যার পর রুমের দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ২১ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়ের ৭২ ঘণ্টার মধ্যে পলাতক দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Nagad

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, তথ্য প্রযুক্তির সহযোগিতায় নিহতের পরিচয় সনাক্ত সহ ঘটনার সাথে জড়িত ২ জনকে ঝিনাইদাহ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

এ সময় তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।