আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
পুতিন জেনেশুনে রুশ নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন: জেলেনস্কি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনেশুনে তাঁর দেশের নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এএফপির।গতকাল শনিবার সন্ধ্যায় রুশ ভাষায় দেওয়া ভাষণে জেলেনস্কি এমন মন্তব্য করেন। তিনি ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান। আত্মসমর্পণ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আপনার সঙ্গে সভ্য আচরণ করা হবে।…আপনাদের আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না।’রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে রুশ প্রেসিডেন্ট পুতিন গত বুধবার ‘আংশিক সেনাসমাবেশ’–এর ঘোষণা দেন। এ সমাবেশে দেশটির তিন লাখ রিজার্ভ সেনা ডাকা হবে। এ ছাড়া স্বেচ্ছায় আত্মসমর্পণ ও পলায়নের ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন পাস করেছে রাশিয়া। মস্কোর এ পদক্ষেপের কয়েক ঘণ্টার মাথায় রুশ সেনাদের আত্মসমর্পণ করতে বললেন জেলেনস্কি। সূত্র: প্রথম আলো
‘আগেই ঠিক করা ফলের’ গণভোট নিচ্ছে রাশিয়া
ইউক্রেনের চার অঞ্চল লুহানস্ক, দোনেত্স্ক, জাপোরিঝিয়া ও খেরসন নিজেদের সঙ্গে জুড়ে নিতে পাঁচ দিনব্যাপী গণভোট করছে রাশিয়া। বিবিসি বলছে, ব্যালট পেপার ছাপানো হলেও ভোট চাইতে ওই সব অঞ্চলের বাসিন্দাদের অনেকের দোরগোড়ায় অস্ত্রসমেত হাজির হচ্ছে রাশিয়ার সেনারা।লুহানস্ক ও দোনেৎস্কর জনসাধারণকে জিজ্ঞাসা করা হচ্ছে, তারা নিজেদের প্রজাতন্ত্রের কেন্দ্র হিসেবে রাশিয়ার অন্তর্ভুক্তিকে সমর্থন দেবে কি না। ওই দুই অঞ্চলের ব্যালটও ছাপানো হয়েছে শুধু রুশ ভাষায়।অন্যদিকে জাপোরিঝিয়া ও খেরসনে ব্যালট ছাপানো হয়েছে ইউক্রেনীয় ও রুশ দুই ভাষাতেই।রাশিয়ার দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের বৃহত্তম শহর খেরসনের এক বাসিন্দা গণভোট প্রসঙ্গে বলেন, তিনি রাশিয়ার সঙ্গে যোগ দিতে চান না। কিন্তু ‘না’ ভোটের পরিণতি কী হতে পারে, সে ব্যাপারে স্পষ্ট ধারণা রয়েছে তাঁর। নিজে ভোট দেবেন না বলেও জানান তিনি। বলেন, ‘আপনি যদি বিপক্ষেও ভোট দেন, তা-ও আমলে নেওয়া হবে না। ফল এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। ’ ওই বাসিন্দা আরো জানান, তিনি চান না তাঁর কোনো তথ্য-উপাত্ত রাশিয়ার কাছে থাকুক। কারণ রুশরা তা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মনে করছেন জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল। সূত্র: কালের কণ্ঠ
উত্তর কোরিয়া সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে
দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া সাগর অভিমুখে একটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ রোববার উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। দক্ষিণ কোরিয়ার ভাষ্য সত্য হলে গত জুনের পর এটাই হবে উত্তর কোরিয়ার প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। খবর বিবিসির। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, স্থানীয় সময় আজ সকাল ৭টার ঠিক আগে উত্তর কোরিয়ার একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি তারা শনাক্ত করেছে। পিয়ংইয়ং থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের উত্তরের একটি স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি ৬০ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে। যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী একটি রণতরী দক্ষিণ কোরিয়ায় আসার দিন কয়েকের মাথায় সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়া সফরে আসছেন। সূত্র: সমকাল
উচ্চমূল্যের কারণ চাহিদা নিম্নমুখী
ইউরো অঞ্চলে গভীর হয়েছে ব্যবসায়িক কার্যক্রমে মন্দা
ক্রমবর্ধমান রয়েছে মূল্যস্ফীতি চাপ। জীবনযাত্রার সংকট মোকাবেলায় ব্যয়ে লাগাম টেনেছেন ভোক্তারা। অর্থ সাশ্রয়ের জন্য তারা বাড়ির বাইরে যাওয়া কমিয়ে দেয়ায় পরিষেবা খাতের কার্যক্রমও ধীর হয়ে পড়েছে। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উৎপাদনকারীরাও। সব মিলিয়ে ইউরো অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রমে মন্দা আরো গভীর হয়েছে। নতুন একটি সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, ১৯ দেশের অঞ্চলটির অর্থনীতি মন্দার মধ্যে প্রবেশ করছে। খবর রয়টার্স। অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবালের ফ্ল্যাশ কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সেপ্টেম্বরে ৪৮ দশমিক ২ পয়েন্টে নেমে গিয়েছে। আগস্টে এ সূচক ৪৮ দশমিক ৯ পয়েন্টে ছিল। যদিও রয়টার্সের জরিপেও অর্থনীতিবিদরা এমন পতনের আশঙ্কা করেছিলেন। পিএমআই ৫০ পয়েন্টের নিচে সংকোচন এবং এর ওপরে বৃদ্ধির চিত্র তুলে ধরে।আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান আইএনজির অর্থনীতিবিদ বার্ট কলিজন বলেন, টানা তৃতীয় মাসের মতো ব্লকের পিএমআই পতন ইঙ্গিত দেয় যে, ব্যবসায়িক কার্যক্রম পুরো প্রান্তিকজুড়ে সংকুচিত হয়েছে। এটি নিশ্চিত করে, ইউরো অঞ্চলে এরই মধ্যে মন্দা শুরু হয়ে গিয়েছে। সূত্র : বণিক বার্তা।
শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয় রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়েও বেশি কেন?
সম্প্রতি জাপানের একটি সংবাদপত্রের খবরের শিরোনাম ছিল- ‘শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়ে বেশি হয় কী করে?’যদিও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের পরিমাণ প্রকাশ করা হয়নি, কিন্তু ডেইলি মিররের এক প্রতিবেদনে তা আনুমানিক ৮ মিলিয়ন পাউন্ড বা ১.৩ বিলিয়ন ইয়েন ধরা হয়েছে। অন্যদিকে, জাপানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ হতে চলেছে ১.৬৬ বিলিয়ন ইয়েন। জাপানের অনেকেরই ধারণা, সত্যিকার অর্থে এ ব্যয়ের পরিমাণটা আরও বেশি যা জনগণের কাছ থেকে লুকানো হয়েছে। এই যেমন, টোকিও অলিম্পিকের মোট ব্যয় দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন ডলার… যা আসল হিসাবের প্রায় দ্বিগুণ। আবার কারো কারো প্রশ্ন ছিল, দুই রাষ্ট্রের ব্যয়ের মধ্যে এই পার্থক্য হওয়ার কারণ কী সেই প্রতিষ্ঠানগুলো নাকি, যারা রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মতো বড় ইভেন্টের আয়োজক হিসেবে ছিল। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড
পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি
নড়েচড়ে বসেছে ইইউ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্রবিষয়ক প্রধান জোপেস বোরেল বিষয়টি নিশ্চিত করেছেন।বোরেল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এটা ভয়ংকর সময়। রাশিয়ার আংশিক সেনা সমাবেশের নির্দেশ এবং ইউক্রেনের চার অঞ্চলে গণভোট আয়োজনের সিদ্ধান্তের পর বোরেল এসব কথা বলেন।ইউক্রেনে খানিকটা অসুবিধায় আছে রাশিয়ার সেনাবাহিনী। বোরেল বলেন, ‘হঠাৎ করেই এই ভয়ংকর মুহূর্ত এসে গেছে, কারণ রাশিয়ার সেনাবাহিনী কোণঠাসা এবং পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।’ চলতি সপ্তাহে এক ভাষণে পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজনে ইউক্রেনে রাশিয়ার হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করা হবে। আর বিষয়টির গুরুত্ব বোঝাতে তিনি বলেছেন, তিনি এ বিষয়ে মোটেও তামাশা করছেন না। মানে পরমাণু অস্ত্রের ব্যবহারেও তিনি সিরিয়াস! সূত্র: বিডি প্রতিদিন।
প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে রাশিয়া
৪ বছরে খরচ করবে ৩৪ লাখ কোটি রুবল * পরমাণু হামলা চালালে কী হবে ইউক্রেনে
দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিকল্পনার পথে এগোচ্ছে রাশিয়া। এ লক্ষ্য বাস্তবায়নে ২০২২-২৫ সাল পর্যন্ত ৪ বছরে খরচ করবে ৩৪ লাখ কোটি রুবল (৬০ হাজার কোটি ডলার; এক রুবল সমান ৫৬.২৫ ডলার) খরচের পরিকল্পনা করছে মস্কো।যা দেশটির প্রচলিত বাজেটের থেকে অনেক বেশি। প্রতিরক্ষা, নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় হবে এই অর্থ। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।নতুন ব্যয়-পরিকল্পনা অনুযায়ী, এই চার বছরে শুধু প্রতিরক্ষা খাতেই খরচ করবে ১৮ লাখ ৫০ হাজার কোটি রুবল। এর মধ্যে চলতি বছর খরচ হবে ৪ লাখ ৭০ হাজার কোটি রুবল।আগের বাজেটে চলতি বছর প্রতিরক্ষা খাতে ৩ লাখ ৫০ হাজার কোটি রুবল খরচের পরিকল্পনা ছিল। আর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১০ দশমিক ৯ ট্রিলিয়ন রুবল খরচ ধরা হয়েছিল। তবে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতের ২ লাখ ৮০ হাজার কোটি রুবল খরচের পরিকল্পনা অপরিবর্তিত থাকছে। এদিকে ‘যারা পরমাণু অস্ত্র দিয়ে আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে তাদের জানা উচিত যে বাতাসও তাদের দিকে ঘুরতে পারে।’ সূত্র: যুগান্তর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: রিজার্ভ সৈন্য তলবের প্রতিবাদে বিক্ষোভে শত শত গ্রেপ্তার, উপ-প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত
রাশিয়ায় সেনাবাহিনীতে রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠানোর পর প্রতিবাদ করায় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে।অন্যদিকে, ইউক্রেন যুদ্ধে রসদ ও সরঞ্জাম সরবরাহে ব্যর্থতার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন।জেনারেল দিমিত্রি বুলগাকোভকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন শহরে বিক্ষোভ-ওভিডি-ইনফো নামের মানবাধিকার সংস্থা জানিয়েছে, শনিবার রাশিয়ার ৩২টি শহরে ৭২৪ জনকে আটক করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
নাইজেরিয়ায় মসজিদে ‘ডাকাতের হামলায় নিহত ১৫’
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় একটি মসজিদে একদল সশস্ত্র ডাকাতের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।শুক্রবার জুমার নামাজ চলাকালে বুকুয়ুম প্রশাসনিক এলাকার রুয়ান জেমা শহরের জুমুয়াত কেন্দ্রীয় মসজিদে এ হামলার ঘটনা ঘটে বলে শনিবার তিন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানান।“সশস্ত্র ডাকাতরা মোটরবাইকে করে এসেছিল, তারা তাদের বন্দুক নিয়ে সোজা মসজিদে ঢুকে পড়ে এবং আমাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে,” বলেছেন আমিমু মুস্তাফা নামের এক বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, শুক্রবার স্থানীয় সময় ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অনেক আহতও হয়েছে। সূত্র: বিডি নিউজ