রাষ্ট্রীয় মর্যাদায় শিনজো আবের শেষকৃত্য আজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য আজ। এই উপলক্ষে টোকিওতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী টোকিওর নিপ্পন বুদোকান ইন্ডোর এরিনায় শিনজো আবের শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হবে।

জাপানের আধুনিক দিনের রাজনীতিতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেশ শাসন করা এই নেতার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া স্থানীয় সময় দুপুর ২টা থেকে অনুষ্ঠান শুরু হবে।

কঠোর নিরাপত্তার মধ্যে, প্রায় অর্ধশত রাষ্ট্র ও সরকারপ্রধানসহ চার হাজার মানুষ উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাবে জাপান।

এই অনুষ্ঠান আয়োজনে সাধারণ মানুষের ঘোর আপত্তি ছিল। তবে দীর্ঘদিন দেশের জন্য কাজ করে যাওয়া শিনজো আবের এই রাষ্ট্রীয় শেষকৃত্যের আয়োজন সম্পন্ন করতে বদ্ধপরিকর বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইভেন্টটি, ৫৫ বছরের মধ্যে একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য প্রথম ঘটনা।

উল্লেখ্য, গত ০৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে এক বন্দুকধারীর হামলায় নির্বাচনী প্রচারের বক্তৃতার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান শিনজো আবে। চার দিন পর স্বল্প পরিসরে আবের শেষকৃত্য সম্পন্ন হয় এবং তার মৃতদেহ দাহ করা হয়।

Nagad

সারাদিন/২৭ সেপ্টেম্বর/এমবি