ফিনল্যান্ডে প্রবেশ করছে অনেক রুশ নাগরিক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের জন্য যাদের সামরিক অভিজ্ঞতা রয়েছে প্রয়োজনে তাদের ডাকা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন ঘোষণার পর দেশটির অনেক নাগরিকদের ফিনল্যান্ডে পারি জমাতে দেখা যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৫ সেপ্টেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ফিনল্যান্ডে প্রবেশ করেছে রেকর্ড সংখ্যক রুশ নাগরিক।

ফিনিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে গত সপ্তাহে যে পরিমাণ রুশ নাগরিক তাদের সীমান্তে এসেছেন, রোববার (২৫ সেপ্টেম্বর) তার দ্বিগুণ মানুষ প্রবেশ করেছে।

টুইটারে এক পোস্টে ফিনিশ বর্ডার গার্ডের আন্তর্জাতিক বিষয়ক প্রধান ম্যাটি পিটকানিটি জানান, রোববার (২৫ সেপ্টেম্বর) ৮ হাজার ৩১৪ জন রুশ নাগরিক ফিনিশ-রাশিয়ান স্থলসীমান্ত দিয়ে ফিনল্যান্ডে প্রবেশ করেছে। শনিবারসহ এ সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮৬ জন।

এর আগে রুশ নাগরিকদের ফিনল্যান্ডে প্রবেশের বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টি কাইকোনেন বলেছিলেন, তারা বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রতিবেদনে আল জাজিরা আরও জানায়, রাশিয়া ছেড়ে পালাতে চাওয়া সাবেক সামরিক সদস্য ও পুরুষদের দেশত্যাগের ঘটনায় রাশিয়া নিজেদের সীমান্ত বন্ধ করবে কি-না, সে ব্যাপারে কোনও সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। মস্কো এ ব্যাপারে কিছু জানায়নি।

Nagad

সীমান্ত বন্ধ হওয়ার ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। এ মুহূর্তে বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

সারাদিন/২৭ সেপ্টেম্বর/এমবি