আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

দাঙ্গাকারীদের কঠোরভাবে দমন করা হবে: ইরানের প্রেসিডেন্ট

নৈতিকতাবিষয়ক পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে চলা আন্দোলনের নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেইসঙ্গে দাঙ্গাকারীদের কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন। ইব্রাহিম রাইসি বলেন, যারা দাঙ্গায় অংশ নিয়েছিল তাদের দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে, এটাই জনগণের দাবি। এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা জাতীয় ঐক্যকে টার্গেট করেছে এবং একে অপরের বিরুদ্ধে জনগণকে দাঁড় করাতে চায়। গত ১৬ সেপ্টেম্বর মারা যান কুর্দি নারী মাশা আমিনি। এর তিনদিন আগে হিজাব না পরায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় ইরানের নৈতিকতাবিষয়ক পুলিশ। এই মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে শুরু হয় বিক্ষোভ। এই বিক্ষোভে এখন পর্যন্ত ৭৬ জন নিহত হয়েছেন। সূত্র: বাংলানিউজ

ইরানে গুলিতে নিহত হাদিস নাজাফি ভাইরাল ভিডিওর সেই তরুণী নন

ইরানে বিক্ষোভে পুলিশের গুলিতে আরেক তরুণী নিহত হয়েছেন। তাঁর নাম হাদিস নাজাফি। কারাজ শহরে বিক্ষোভ চলাকালে ইরানের নিরাপত্তা বাহিনী তাঁকে বেশ কয়েকটি গুলি করে। তাঁর পেট, ঘাড়, ও হৃৎপিণ্ডে গুলি লেগেছে বলে স্বজনেরা জানিয়েছেন। ১৬ সেপ্টেম্বর ইরানের ‘নীতি’ পুলিশের হাতে আটক হওয়ার পর মাসা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হয়। যথাযথ নিয়ম অনুযায়ী হিজাব পরেননি অভিযোগে তাঁকে আটক করেছিল পুলিশ। তাঁর মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৭৬ জন মানুষের মৃত্যু হয়েছে। এ বিক্ষোভের মধ্যে এক তরুণীর খোলা চুল পেছনে বেঁধে সাহসিকতার সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। তিনিই কারাজ শহরে নিহত হাদিস নাজাফি বলে খবর প্রকাশ করেছিল আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। পরে ওই তরুণী বিবিসি ফারসিকে বলেছেন, তিনি জীবিত আছেন। মাসা আমিনি ও হাদিস নাজাফিকে হত্যার প্রতিবাদ করছেন। সূত্র: প্রথম আলো

নর্ড স্ট্রিম পাইপলাইনে ছিদ্র নিয়ে ইউরোপে উত্তেজনা

নর্ড স্ট্রিম পাইপলাইন। যার মাধ্যমে রাশিয়া থেকে জার্মানি ও ইউরোপে গ্যাস যায়। এটি মূলত দুটো পাইপলাইন। এগুলো বাল্টিক সাগরের নিচ দিয়ে গেছে। কিন্তু সেই পাইপলাইনগুলোতে ছিদ্র হয়েছে। এই ঘটনাকে ইউরোপীয় ইউনিয়ন নাশকতা বলে উল্লেখ করেছে। তবে এ জন্য তারা রাশিয়াকে দায়ী করেনি। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লেয়েন বলেছেন, গ্যাস সরবরাহে উদ্দেশ্যমূলকভাবে এই বিঘ্ন ঘটানোর ‘সম্ভাব্য কড়া জবাব’ দেওয়া হবে। তবে এর আগে ইউক্রেন এই ঘটনাকে ‘সন্ত্রাসী আক্রমণ’ হিসেবে উল্লেখ করে এ জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেছেন, ‘এটি রাশিয়ার পরিকল্পিত সন্ত্রাসী হামলা ছাড়া কিছু নয়। এটি ইউরোপীয় ইউনিয়নের ওপরেও হামলা।’ ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করে আসছিল যে রাশিয়া তাদের গ্যাস সরবরাহ এবং নর্ড স্ট্রিম পাইপলাইনকে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তিনি মনে করেন পাইপলাইনে ছিদ্র হয়ে যাওয়ার এই ঘটনা ‘ইউরোপের জ্বালানি নিরাপত্তার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।’ এই দুটো পাইপলাইনের কোনোটি দিয়েই বর্তমানে গ্যাস সরবরাহ করা হচ্ছে না তবে দুটো পাইপেই গ্যাস আছে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আয়ান’

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আয়ান’ স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হেনেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। আয়ানের প্রভাবে গত সোমবার রাত থেকে কিউবার দক্ষিণ উপকূলে প্রবল বাতাস বইতে শুরু করে। আঘাত হানার আগে ফ্লোরিডার পশ্চিম উপকূলে প্রচণ্ড বাতাস প্রবাহিত হয়। এতে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। আয়ানের আঘাতে সম্ভাব্য ‘বড় বিপর্যয়ের’ জন্য প্রস্তুত থাকতে আহবান জানিয়ে সতর্ক করা হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের এক সতর্কবার্তার পর স্থানীয় বাসিন্দারা খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি মজুত করা শুরু করেন। সূত্র: সমকাল

সর্বশক্তি প্রয়োগের হুঁশিয়ারি পুলিশের
বিক্ষোভ দমনে ধর্ষণের হুমকি
দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়েকে আটক

ইরানের হিজাববিরোধী বিক্ষোভের আজ ১৩ দিন। তবু থামার লক্ষণ নেই তরুণ ইরানিদের। উলটো আরও বাড়ছে। হার মানছে না সরকারও। আন্দোলন যত তীব্র হচ্ছে দমনপীড়নও তত বাড়চ্ছে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, ভয়াবহ হিংস্র হয়ে উঠছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্যাতন, গুলি, আটকের পর এবার ধর্ষণেরও হুমকি দিচ্ছে পুলিশ। বিবিসি, এএফপি। বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস, বেয়নেট, জলকামান ও গুলির মতো প্রচলিত অস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। একই সঙ্গে চলছে গণগ্রেফতার। বুধবার পুলিশের নতুন এক হুঁশিয়ারি বিবৃতিতে বলা হয়েছে-নারী-নেতৃত্বাধীন এ বিক্ষোভ দমনে ‘সর্বশক্তি’ প্রয়োগ করা হবে। হিউম্যান রাইটসের মতে, ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত ৭৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আটক আছেন ১২০০ জনেরও বেশি। আটকের পর মারধরসহ অকথ্য গালাগালি করছে পুলিশ। তাদের চোখে বিক্ষোভে অংশ নেওয়া সব নারীই ‘পতিতা’। পশ্চিমা মদদপুষ্ট দেশদ্রোহী অথবা ইসরাইলের গোয়েন্দা। ধরপাকড়ে আটক হাজারও মানুষেরই একজন ৫১ বছর বয়সি নারী মরিয়ম (ছদ্মনাম)। মুক্তির পর বিবিসিকে বলেন, ‘মাটিতে ফেলে একজন অফিসার বুট দিয়ে আমার পিঠে আঘাত করে। পেটে লাথি মারে। আমার হাত বেঁধে একটি ভ্যানে ওঠায়।’ তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে যা দেখছেন পরিস্থিতি তার চেয়েও খারাপ। একজন কমান্ডারকে সেনাদের নির্দয় হওয়ার নির্দেশ দিতে শুনেছি। নারী অফিসাররাও ভয়ংকর। তাদের একজন আমাকে চড় মেরেছে। ইসরাইলি গুপ্তচর ও যৌনকর্মী বলে গালি দিয়েছে। সূত্র: যুগান্তর ।

চীনের ভুল মানেই আমেরিকার পোয়াবারো!

জীবনের শেষদিন পর্যন্ত চীন-অধিপতি হয়েই থাকবেন হয়তো শি জিনপিং। কারণ, তিনি ব্যতিক্রম করছেন।
গত কয়েক দশক ধরে নিয়মিত বিরতিতে শীর্ষ নেতৃত্ব বদলেছে চীনের সমাজতান্ত্রিক দল, যা ছিল দেশটির সাফল্যের চাবিকাঠি। ১০ বছর ক্ষমতায় থাকার পর, শি জিনপিং-ও সরে দাঁড়াতে পারতেন। তার প্রশাসনকে প্রতিস্থাপনও করতে পারতো নতুন টিম। কিন্তু, সরে দাঁড়ানোর বিপক্ষে শি জিনপিং। তার উচ্চাকাঙ্ক্ষা আরও গভীর। আর সে জন্যই দলের ওপর নিয়ন্ত্রণ একচুলও আলগা করেননি। তাই আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠেয় সমাজতান্ত্রিক দলের ২০তম পার্টি কংগ্রেসে শি জিনপিংকে আরও পাঁচ বছরের জন্য নির্বাচিত করা হতে পারে বলে বেশিরভাগ পর্যবেক্ষকই মনে করছেন। প্রথা ভেঙে শি আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন– এই বিষয়টি অনেক বছর আগে থেকেই ধারণা করা হচ্ছিল। শি জিনপিং এর নেতৃত্বেই আমেরিকার সম্ভাবনাময় অংশীদার থেকে কৌশলগত প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে চীন। তাই আগেভাগে জানা সত্ত্বেও- এ ঘটনা ওয়াশিংটনের শীর্ষ নীতিনির্ধারকদের মেরুদণ্ড হিমকারী বার্তাই দেবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

অর্ধেক প্রজাতির পাখি কমেছে

পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতির পাখির সংখ্যা কমেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে বার্ডলাইফ ইন্টারন্যাশনাল। সেখানে বলা হয়, পাখিদের টিকে থাকার সঙ্গে মানুষের ভবিষ্যতও জড়িত। তাই এখনই যথাযথ ব্যবস্থা নিতে হবে। খবর দ্য গার্ডিয়ান। প্রতি চার বছর পরপর দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস বার্ডস রিপোর্ট প্রকাশ করে থাকে বার্ডলাইফ ইন্টারন্যাশনাল। এবারের প্রতিবেদনে দেখা যাচ্ছে, কৃষির সম্প্রসারণ ও এর তীব্রতা ৭৩ শতাংশ প্রজাতির উপর চাপ সৃষ্টি করছে। ক্রমাগত গাছকাটা, অন্য প্রজাতির আক্রমণ, প্রাকৃতিক সম্পদের উত্তোলন ও জলবায়ুর পরিবর্তন পাখির সংখ্যা কমার পেছনে প্রধান অনুঘাটক হিসেবে কাজ করছে। বিশ্বব্যাপী ৪৯ শতাংশ প্রজাতির পাখির সংখ্যা নিম্নগামী। প্রতি আট প্রজাতির মধ্যে একটি বিলুপ্তির হুমকিতে রয়েছে। ১৫০০ সাল থেকে অন্তত ১৮৭টি প্রজাতি বিলুপ্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিলুপ্তদের বেশিরভাগই দ্বীপে বসবাসকারী স্থানীয় প্রজাতি। তবে বৃহত্তর স্থলভাগেও বিলুপ্তির প্রবণতা বাড়ছে, বিশেষ করে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে। যেমন, ইথিওপিয়ার তৃণভূমিকে কৃষিজমিতে রূপান্তর করার ফলে ২০০৭ সাল থেকে স্থানীয় লিবেন লার্ক ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্বব্যাপী মাত্র প্রজাতির পাখি ৬ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। সূত্র: বণিক বার্তা ।

চার অঞ্চলের লোকদের এবার যুদ্ধে পাঠানোর তোড়জোড়

রুশ অধিকৃত ইউক্রেনের চার অঞ্চলে পাঁচ দিন ধরে চলা গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে বিপুল জনরায় এসেছে বলে জানিয়েছেন অঞ্চলগুলোর মস্কোপন্থী প্রশাসনিক কর্মকর্তারা। তাঁদের বক্তব্য অনুযায়ী পরে কিছু প্রক্রিয়া শেষে অঞ্চলগুলো রাশিয়ার ভূখণ্ড হিসেবে বিবেচিত হবে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গণভোটের মধ্যেই অধিকৃত চার অঞ্চলের গ্রামে গ্রামে গিয়ে ইউক্রেনীয় পুরুষদের তালিকা করতে শুরু করেছেন রাশিয়ার সেনারা। স্থানীয়রা জানান, গণভোটের পর রুশ বাহিনীর হয়ে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে তাঁদের।১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের এসব অঞ্চল ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

মাহসা আমিনি: ইরানের ইসলামি প্রজাতন্ত্র কি চ্যালেঞ্জের মুখে পড়েছে?

ক্ষোভ আর বিক্ষোভে ইরান এখন উত্তাল। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনি নামে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে নজিরবিহীন বিক্ষোভ হচ্ছে ইরানে।উনিশশো উনআশি সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে শরিয়া আইনের বিপক্ষে এ ধরণের বিক্ষোভ হয়নি। বিক্ষোভে এখনো পর্যন্ত ৭৬ জন নিহতের খবর পাওয়া যাচ্ছে।বিক্ষোভের বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা তাদের মাথার স্কার্ফ আগুনে পুড়িয়ে দিচ্ছেন। এসব বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট ফর সোশ্যাল অ্যানথ্রোপলজির গবেষক সাজ্জাদ সাফাই এর মতে ইরানে বিক্ষোভ নতুন কিছু নয়। কিন্তু হিজাববিরোধী এই বিক্ষোভ দেশটির উপর স্থায়ী চিহ্ন রেখে যাবে।ফরেন পলিসি ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, এই বিক্ষোভের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে নারীরা সামনের সারিতে আছে এবং নারীরা পুরুষদের চেয়ে বেশি সংখ্যায় বিক্ষোভে অংশ নিচ্ছে।তাছাড়া নিরাপত্তা বাহিনীর সামনে হিজাব না পরে রাস্তা নেমে আসতে তারা ভয় পাচ্ছে না। সূত্র: বিবিসি বাংলা।

ভারতের নতুন সামরিক সর্বাধিনায়ক অনিল চৌহান

ভারতের পরবর্তী সামরিক সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান। বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় জেনারেল বিপিন রাওয়তের উত্তরসূরি হিসাবে তার নাম ঘোষণা করেছে। লেফটেন্যান্ট জেনারেল চৌহান ২০২১ সালের মে মাসে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধানের পদ থেকে অবসর নিয়েছিলেন। উত্তর-পূর্ব ভারত এবং কাশ্মিরের সন্ত্রাস দমনে ‘বিশেষজ্ঞ’ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে তার পরিচিতি রয়েছে। সামরিক বিষয়ক সচিবের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল চৌহান সিডিএস পদে বহাল থাকবেন।’একইসাথে ভারত সরকার ওই পদে নিয়োগের নতুন বিধিমালা ঘোষণা করেছে। শুধু সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ এবং বিমানবাহিনী) প্রধানরাই নন, তাদের পরবর্তী স্তরের কর্মকর্তারাও এবার সিডিএস পদের যোগ্য বলে বিবেচিত হবেন বলে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র: রাইজিং বিডি