আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২২

বুরকিনা ফাসোতে আবার সেনা অভ্যুত্থানে সামরিক নেতা ক্ষমতাচ্যুত

বুরকিনা ফাসোতে আট মাসের ব্যবধানে আবার সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন বর্তমান সামরিক সরকারের প্রধান পল-হেনরি দামিবা। সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে এ অভ্যুত্থানের নেতৃত্ব দেন। দেশটিতে রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। খবর আল-জাজিরার
সরকারি টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে ক্যাপ্টেন ইব্রাহিম বলেন, সরকার ভেঙে দেওয়া হয়েছে। সংবিধান ও অন্তর্বর্তী সনদ স্থগিত করা হয়েছে। বুরকিনা ফাসোয় গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্যাপ্টেন ত্রাওরে বলেন, দেশে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবিলায় অক্ষমতার কারণে একদল কর্মকর্তা দামিবাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা দেন, দেশের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সব ধরনের রাজনৈতিক ও সুশীল সমাজের কর্মকাণ্ড স্থগিত থাকবে।পশ্চিম আফ্রিকার দেশটিতে এ নিয়ে আট মাসের ব্যবধানে দ্বিতীয়বার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটল। সেনা অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট রোচ কাবোরেকে হটিয়ে জানুয়ারিতে ক্ষমতা দখল করেছিলেন দামিবা। সূত্র: প্রথম আলো

ইউক্রেনের ৪ অঞ্চল রুশ কবজায়

শেষ পর্যন্ত ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন এর প্রতিক্রিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে তাদের দ্রুত অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়েছে। গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্টের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে মস্কোর ওপর অবরোধের ঘোষণা দিয়েছে। যুদ্ধের সাত মাস পূর্ণ হওয়ার কয়েক দিন পর গতকাল ভ্লাদিমির পুতিন চার বিজিত অঞ্চল সংযুক্তির ঘোষণা দিলেন।এ ঘোষণার আগে থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এ বিষয়ে কড়া অবস্থান তুলে ধরে আসছিল। ক্রেমলিনে এসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউক্রেনের লুহানস্ক, দোনেত্স্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে যুক্ত করার ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি দাবি করেন, গত শুক্রবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত গণভোটে ওই চার ইউক্রেনীয় অঞ্চলের মানুষ রাশিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে ব্যাপকভাবে রায় দিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ

পুতিনকে বাইডেনের কড়া হুশিয়ারি
‘ইউক্রেনের প্রতিটি ইঞ্চির নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র’

ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে মস্কো।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্তিকরণের ঘোষণাকরার পরই কড়া হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনবিসির।এক বিবৃতিতে বাইডেন বলেছেন, রাশিয়ার এ পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ, এটা কোন দেশই মেনে নেবে না। ইউক্রেনের প্রতিটি ইঞ্চির নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে আরও কিছু কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে।হোয়াইট হাউস থেকে ওই বিবৃতি শুক্রবার প্রকাশ করা হয়। তাতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে আমেরিকা।’ শুধু তা-ই নয়, রাশিয়ার এই ইউক্রেনের এলাকা দখলকে যদি অন্য কোনও দেশ সমর্থন করে, তা হলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার হবে বলে হুশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। সূত্র: যুগান্তর

Nagad

বিক্ষোভের জেরে ইরানে ‘৯ জন ইউরোপিয়ান’ নাগরিক গ্রেপ্তার

ইরানে নিরাপত্তা হেফাজতে তরুণীর মৃত্যুর জের ধরে গড়ে ওঠা রক্তক্ষয়ী প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই গোয়েন্দারা ইউরোপের বিভিন্ন দেশের অন্তত নয় জন নাগরিককে আটক করেছে।যাদের আটক করা হয়েছে তারা ‘বিদেশি সংস্থার গুপ্তচর’ এবং চলমান বিক্ষোভের পেছনে তাদের হাত আছে কিংবা তারা এই বিক্ষোভে জড়িত বলে গোয়েন্দারা মনে করছেন বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে। খবর বিবিসির। এদিকে কর্মকর্তারা স্পষ্ট করে বলেননি যে ইউরোপিয়ান ওই নয় জন নাগরিককে কোথা থেকে আটক করা হয়েছে। তবে তারা দশটি উদাহরণ দিয়ে বলেছেন, প্রতিবাদে বিদেশিদের কিংবা বিদেশে থাকা বিরোধী গোষ্ঠীর ইন্ধন আছে চলমান বিক্ষোভে। আটক হওয়া এসব ব্যক্তিরা পোল্যান্ড, সুইডেন, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের নাগরিক বলে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: সমকাল

কংগ্রেসের সভাপতি নির্বাচন
শশী থারুরের শক্ত প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খড়গে

মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে ভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের সমীকরণ বদলে দিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন এতদিন আলোচনায় থাকা প্রবীণ রাজনীতিবিদ শশী থারুর। দুজনই আজ শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন। খবর ডিএনএ ইন্ডিয়া।আগামী ১৭ অক্টোবর নির্বাচনের মাধ্যমে দলটির নতুন নেতা পাবে। এর মাধ্যমে দুই যুগ পর গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেস সভাপতি হতে যাচ্ছেন। মনোনয়ন জমা দেয়ার পর শশী থারুর বলেন, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী আশ্বস্ত করেছেন যে দলের কোন আনুষ্ঠানিক প্রার্থী নেই। নির্বাচনে তারা নিরপেক্ষ থাকবেন। তারা যতটা সম্ভব প্রার্থীকে স্বাগত জানাবেন।
তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গান্ধী পরিবারের আশীর্বাদ রয়েছে খড়গের দিকে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মন্তব্যেও সেটা উঠে এসেছে। নিজ বাসভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, সব জ্যেষ্ঠ নেতারা একসাথে খড়গের প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গেহলট সভাপতি পদের জন্য সবচেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু শচীন পাইলট মুখ্যমন্ত্রী হলে একদল বিধায়ক পদত্যাগ করার হুমকি দেয়ার পর তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। সূত্র: বণিক বার্তা।

রাশিয়ায় অন্তর্ভুক্ত হলো চার অঞ্চল, কিয়েভকে আলোচনায় ফেরার আহ্বান পুতিনের

ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চল– দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার নথিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর দেওয়া ভাষণে তিনি কিয়েভকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।এর আগে অধিকৃত অঞ্চলে গণভোটের আয়োজন করে রুশ কর্তৃপক্ষ। গণভোটে অধিকাংশ বাসিন্দা রাশিয়ায় যোগদানের পক্ষে মত দেয় বলে দাবি ক্রেমলিনের।ওই ফলাফলের ভিত্তিতে অঞ্চলগুলিকে রাশিয়ান ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্রেমলিন প্রাসাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে একে ‘অবৈধ’ বলে অভিহিত করেছে। কিয়েভ এর আগে জানায়, ইউক্রেনীয় ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করলে রাশিয়ার সাথে আলোচনার পথ বন্ধ হবে। সূত্র: বিজনে স্ট্যান্ডার্ড।

বাতাসে বিষ ছড়ানোর খবর চেপে রেখেছে বড় তেল কোম্পানিগুলো

বড় বড় তেল কোম্পানিগুলো তাদের তেল ক্ষেত্রগুলো যে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিগর্মন করছে সে বিষয়টা প্রকাশ করছে না। এর ফলে কোটি কোটি টন বিষাক্ত গ্যাস বাতাসে ছড়াচ্ছে। বিবিসি নিউজের একটি অনুসন্ধানী রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বিবিসি জানতে পেরেছে, বিশ্বের প্রধান প্রধান তেল কোম্পানি বিপি, এনি, এক্সনমোবিল, শেভরন এবং শেল যেসব তেল ক্ষেত্রে কাজ করছে সেখান থেকে লাখ লাখ টন গ্যাস নির্গত হচ্ছে কিন্তু কোম্পানিগুলো এই তথ্য জানাচ্ছে না। তেল উৎপাদনের সময় উত্তোলন করা তেল থেকে যে বাড়তি প্রাকৃতিক গ্যাস নির্গত হয়, যা উৎপাদনের কাজে লাগে না, তা পুড়িয়ে ফেলা হয়।দোষ এড়িয়ে এই কোম্পানিগুলো বলছে, জ্বালানি তেল শিল্পের নিয়ম-বিধি মেনেই তারা তাদের তথ্য প্রকাশ করে থাকে। অব্যবহৃত যে গ্যাস পুড়িয়ে ফেলা হয়, তার থেকে বাতাসে নির্গত হয় কার্বন ডাই-অক্সাইড, মিথেন এবং কালো ধোঁয়ার মারাত্মক এক মিশ্রণ, যা বায়ুদূষণ ঘটায় এবং বৈশ্বিক উষ্ণায়ন ত্বরান্বিত করে। আবার এই প্রতিষ্ঠানগুলোই অনেক দিন ধরে স্বীকার করে আসছে, জরুরি কারণ ছাড়া সব রকম বাড়তি গ্যাস পোড়ানো বন্ধ করা প্রয়োজন। ইরাকে যেসব তেল ক্ষেত্রে পোড়ানো গ্যাস চুল্লি থেকে বেরোচ্ছে, তার কাছাকাছি যেসব মানুষ বসবাস করে, সেখানকার বাতাসে বিবিসি উচ্চ মাত্রার এমন সব রাসায়নিক পেয়েছে, যার থেকে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে। বিবিসির অনুসন্ধানে প্রকাশ পেয়েছে, এই তেল ক্ষেত্রগুলো থেকে বিশ্বের অন্যতম সবচেয়ে উচ্চ মাত্রার অঘোষিত গ্যাস বায়ুম-লে পুড়ে মিশে যায়। এ খবরের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার ও পরিবেশ বিষয়ক বিশেষ দূত ডেভিড বয়েড এসব এলাকার মানুষদের সম্পর্কে মন্তব্য করেছেন, ‘এগুলো হলো আধুনিক যুগের বলিদান অঞ্চল, যেখানে মানুষের স্বাস্থ্য, মানবাধিকার এবং পরিবেশকে বলি দেওয়া হচ্ছে মুনাফা আর ব্যক্তিগত স্বার্থের কারণে।’ সূত্র: বিডি প্রতিদিন।

মাহসা আমিনি: বিক্ষোভের জেরে ইরানে ‘৯ জন ইউরোপিয়ান’ নাগরিক গ্রেপ্তার

ইরানে নিরাপত্তা হেফাজতে তরুণীর মৃত্যুর জের ধরে গড়ে ওঠা রক্তক্ষয়ী প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই গোয়েন্দারা ইউরোপের বিভিন্ন দেশের অন্তত নয় জন নাগরিককে আটক করেছে। যাদের আটক করা হয়েছে তারা ‘বিদেশি সংস্থার গুপ্তচর’ এবং চলমান বিক্ষোভের পেছনে তাদের হাত আছে কিংবা তারা এই বিক্ষোভে জড়িত বলে গোয়েন্দারা মনে করছেন বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।তবে দেশটিতে সহিংসতা কমে আসার কোন লক্ষণ দেখা যাচ্ছে না এবং মৃত্যুর সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে।নিরাপত্তা হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনি নিহত হবার পর রাজধানী তেহরান থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা তাদের মাথার স্কার্ফ আগুনে পুড়িয়ে দিচ্ছেন। এসব বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। সূত্র: বিবিসি বাংলা।

চটজলদি নেটো সদস্যপদের চেষ্টায় জেলেনস্কি, পুতিনের সঙ্গে আলোচনা নাকচ
ইউক্রেইনের প্রেসিডেন্ট এক ভিডিওতে বলেছেন, দ্রুত নেটো সদস্যপদ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করছে তার দেশ।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্যপদ চটজলদি পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করছে তার দেশ। শুক্রবার স্যোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে তিনি একথা বলেন।একইসঙ্গে জেলেনস্কি জানান, রাশিয়ার সঙ্গে ইউক্রেইন আলোচনায় বসতে প্রস্তুত। তবে সেই আলোচনা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করবে না কিইভ।পুতিন ইউক্রেইনের লুহানস্ক, দোনেৎস্ক, জেপোরোজিয়া ও খেরসন- এই চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শুক্রবার। চুক্তি সইয়ের অনুষ্ঠানে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেইনকে গোলা ছোড়া বন্ধ করে আলোচনার টেবিলে আসারও আহ্বান জানিয়েছেন। তারপরই ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে ওই কড়া প্রতিক্রিয়া এল।টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে জেলেনস্কি বলেছেন, “আমরা এরই মধ্যে (নেটো) জোটের মানদণ্ড অনুযায়ী আমাদের যোগ্যতা প্রমাণ করেছি। আমরা এখন নেটোতে যোগদান ত্বরান্বিত করতে ইউক্রেইনের পক্ষ থেকে আবেদন সইয়ের চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছি।” সূত্র: বিডি নিউজ

 

মাহসা আমিনি: বিক্ষোভের জেরে ইরানে ‘৯ জন ইউরোপিয়ান’ নাগরিক গ্রেপ্তার

ইরানে নিরাপত্তা হেফাজতে তরুণীর মৃত্যুর জের ধরে গড়ে ওঠা রক্তক্ষয়ী প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই গোয়েন্দারা ইউরোপের বিভিন্ন দেশের অন্তত নয় জন নাগরিককে আটক করেছে। যাদের আটক করা হয়েছে তারা ‘বিদেশি সংস্থার গুপ্তচর’ এবং চলমান বিক্ষোভের পেছনে তাদের হাত আছে কিংবা তারা এই বিক্ষোভে জড়িত বলে গোয়েন্দারা মনে করছেন বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।তবে দেশটিতে সহিংসতা কমে আসার কোন লক্ষণ দেখা যাচ্ছে না এবং মৃত্যুর সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে।

নিরাপত্তা হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনি নিহত হবার পর রাজধানী তেহরান থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা তাদের মাথার স্কার্ফ আগুনে পুড়িয়ে দিচ্ছেন। এসব বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন নারীরা।