চট্টগ্রামে আরও ৩১ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনা সংক্রমণের হার ১৫ দশমিক ৫০ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
শনিবার (০১ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের ২৪ ঘণ্টার রিপোর্টে বলা হয়েছে, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরিতে শুক্রবার চট্টগ্রামের ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ৩১ জনের মধ্যে শহরের বাসিন্দা ২০ জন এবং উপজেলার ১১ জন। উপজেলার ১১ জনের মধ্যে মিরসরাইয়ে সাতজন, হাটহাজারীতে তিনজন ও পটিয়ায় একজন রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন এক লাখ ২৮ হাজার ৯৮৫ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩১ জন এবং গ্রামের ৩৪ হাজার ৯৫৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা এক হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন এবং গ্রামের ৬৩০ জন।
সারাদিন/০১ অক্টোবর/এমবি