আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২২

পুতিন পারমাণবিক হামলা চালালে রুশ সেনাদের ধ্বংস করবে যুক্তরাষ্ট্র: পেট্রাউস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পারমাণবিক বোমা হামলা চালালে দেশটিতে অবস্থান করা রুশ সেনা ও তাঁদের সামরিক সরঞ্জাম ধ্বংস করবে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা। একই সঙ্গে কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরও ডুবিয়ে দেওয়া হবে। রোববার সংবাদমাধ্যম এবিসি নিউজের সঙ্গে আলাপচারিতায় এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মস্কো নিজেদের হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করবে বলে সম্প্রতি হুমকি দিয়েছিলেন পুতিন। তাঁর ওই বক্তব্য ঘিরে দেখা দেয় পারমাণবিক হামলার শঙ্কা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসবে বলে মনে করা হচ্ছে। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে তাঁর কথা হয়নি বলে জানান পেট্রাউস। সূত্র: প্রথম আলো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
কম অস্ত্র দিয়ে প্রশ্নের মুখে ফ্রান্স

ফ্রান্স ন্যাটো সদস্য হিসেবে ইউক্রেনের বড় সমর্থক। দেশটির ঘোষিত লক্ষ্য ইউরোপকে সামরিক স্বনির্ভরতার এক নতুন যুগে নিয়ে যাওয়া। তাহলে ইউক্রেনের যুদ্ধচেষ্টায় তার অবদান এত কম কেন—এমন বিব্রতকর প্রশ্ন তুলছেন ফ্রান্সেরই শীর্ষস্থানীয় কিছুসংখ্যক সমর বিশ্লেষক। তাঁরা কিয়েভকে আরো অস্ত্র দেওয়ার বিষয়ে জরুরি সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে চাপ দিচ্ছেন।ইউক্রেন ও প্রতিবেশী পোল্যান্ডে পরিচালিত সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা যায়, ইউক্রেনকে বিদেশি অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ফ্রান্সের অংশগ্রহণ মাত্র ২ শতাংশ। সেখানে যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে ৪৯ শতাংশ অস্ত্র। এমনকি পোল্যান্ড (২২ শতাংশ) ও জার্মানি (৯ শতাংশ) থেকেও পিছিয়ে ফ্রান্স।ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী প্রতিরক্ষা বিশ্লেষক ফ্রাঁসোয়া হেইসবার্গ বলেছেন, ‘আমি ফ্রান্সের অস্ত্র সরবরাহ বিষয়ক পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়ে সন্দিহান ছিলাম। তাই বাস্তবতা যাচাই করতে পোল্যান্ডে যাই। যেখানে বিদেশ থেকে আসা অস্ত্র বণ্টন করা হয়। সেখানে আমি ফ্রান্সকে তালিকার নবম স্থানে দেখতে পাই। ’ সূত্র: কালের কণ্ঠ

 

ফুটবল মাঠে ট্র্যাজেডিতে কাঁদছে ইন্দোনেশিয়া
শিশুই মারা গেছে ৩২

Nagad

ইন্দোনেশিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে খেলার ফলাফল নিয়ে দাঙ্গার সময় পদদলিত হয়ে নিহতের মধ্যে ৩২ শিশু রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে নিহতের মধ্যে ১৭ শিশু থাকার কথা বলা হলেও তা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে বলে নারী ক্ষমতায়ন ও শিশু সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা নাহার জানিয়েছেন। নিহত শিশুদের বয়স ৩ থেকে ১৭ বছরের মধ্যে। সূত্র : রয়টার্স -ঘটনার বিষয়ে গতকাল ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রী মাহফুদ এমডি বলেন, সেদিন কী ঘটেছিল তা তদন্ত করে দেখতে সরকার একটি স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং টিম গঠন করবে, এতে শিক্ষাবিদ, ফুটবল বিশেষজ্ঞের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও থাকবেন। তিনি জানান, এ শোচনীয় ঘটনার জন্য কে দায়ী তা বের করার লক্ষ্যে এ দলটি আগামী কয়েক সপ্তাহ তদন্ত চালাবে। এর আগে মন্ত্রী মাহফুদ জানিয়েছিলেন, স্টেডিয়ামটিতে ধারণক্ষমতার বেশি দর্শক ছিল। ৩৮ হাজার লোকের জন্য নকশা করা স্টেডিয়ামটিতে প্রায় ৪২ হাজার টিকিট ইস্যু করা হয়েছিল। এদিকে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা ওই ঘটনাকে ‘জড়িতদের সবার জন্য একটি অন্ধকার দিন’ বলে আখ্যা দিয়েছে। এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে তারা। সূত্র: বিডি প্রতিদিন।

ইরানে বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দুষলেন খামেনি

নীতি পুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যু ঘিরে ইরান জুড়ে যে বিক্ষোভের আগুন জ্বলছে তার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধন থাকার অভিযোগ তুলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গত ১৩ সেপ্টেম্বর মাশা আমিনি নামে ২২ বছরের ওই তরুণী আটক হওয়ার পর ইরানের নীতি পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়।কুর্দি অধ্যুষিত অঞ্চল থেকে আমিনি তার ভাইয়ের সঙ্গে তেহরানে গিয়েছিলেন। পুলিশের দাবি, মাশা হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। হিজাব ঠিকমত পরেননি অভিযোগে পুলিশ তাকে আটক করেছিল। মাশার পরিবারের দাবি, পুলিশ আটকের সময় তার মাথায় তাদের লাঠি দিয়ে কয়েকবার আঘাত করে এবং পুলিশের গাড়ির সঙ্গে তার মাথা ঠুকে দেয়। তারপর মাশা অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন কোমায় থাকার পর মাশা মারা যান। সূত্র: বিডি নিউজ

একই বিভাগে নোবেল পেয়ে ইতিহাসে স্থান করে নিল বাবা-ছেলের আর এক জুটি

১৯৮২ সালে তার বাবা নোবেল পেয়েছিলেন মেডিসিন বিভাগে। ৪০ বছর পর, ২০২২ সালে ওই একই বিভাগে নোবেল পেলেন ছেলে- এসভান্তে পাবো। সোমবার (৩ অক্টোবর) তার নাম ঘোষণা করেছে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। তার বাবা কার্ল সিউন ডেটলফ বার্গস্ট্রমও মেডিসিন বা ফিজিওলজি বিভাগেই নোবেল পেয়েছিলেন। যদিও, নোবেলের ইতিহাসে বাবা-ছেলের পুরস্কার জয় এই প্রথম নয়। নোবেল ফাউন্ডেশনকে দেওয়া সাক্ষাৎকারে পাবো জানিয়েছেন, তার জীবনে সব থেকে বড় অনুপ্রেরণা তার মা কারিন পাবো। তিনি রসায়নবিদ ছিলেন। পাবো স্পষ্টই জানিয়েছেন, বাবার সঙ্গে খুব একটা ঘনিষ্ঠতা ছিল না তার। বরং মায়ের অনেক কাছের ছিলেন। যদিও বাবার কাজ বরাবর আকর্ষণ করেছে তাকে।বার্গস্ট্রমের মতো বিখ্যাত বিজ্ঞানী পাবোর বাবা। এই বিষয়টি থেকেও একটি শিক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন নোবেলজায়ী। কী সেই শিক্ষা? পাবোর কথায়, ”নোবেলজয়ীরাও আসলে সাধারণ মানুষই হন।” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ইরানে ৩ সপ্তাহের আন্দোলনে নিহত ১৩৩
বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের হামলা
ক্যাম্পাসের গাড়ির পার্কিংয়ে আটকা পড়েছে অনেক শিক্ষার্থী * বিক্ষোভের উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল -আয়াতুল্লাহ খামেনি

পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে জ্বলে ওঠা ‘সরকার পতন’ আগুনে এখনো পুড়ছে ইরান। ছড়িয়ে পড়ছে শহর থেকে শহরে, রাজপথ থেকে বিশ্ববিদ্যালয়ে। প্রতিবাদের যে ঝড় উঠেছে তা গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। সোমবার তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। কাঁদানে গ্যাস আর বেধড়ক লাঠিচার্জে তছনছ করে দেয় বিক্ষোভ। সামনের সারির বেশ কয়েকজন শীক্ষার্থীকে লক্ষ্য করে এদিন পেলেট বন্দুকের গুলি ছোড়ে পুলিশ। আটক করা হয় ৪০ জনকে। ক্যাম্পাসের গাড়ির পার্কিংয়ে অনেক শিক্ষার্থী আটকা পড়েছে। ১৬ সেপ্টেম্বরে শুরু হওয়া এ বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছে ১৩৩ জন। ধরপাকড় ও মৃত্যু বাড়লেও বিক্ষোভের তেজ এতটুকুও কমছে না। রোববার প্রথমবার শরিফ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী একত্রে রাস্তায় সমবেত হয়। সেখানেই ইরানের পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, শরিফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী থেকে ছাত্ররা দৌড়ে পালাচ্ছে। দূর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটা গাড়িতে যারা বসে ভিডিও করছিলেন, তাদের দিকে বন্দুক নিয়ে মোটরবাইকে করে ধেয়ে আসছে নিরাপত্তা সদস্যরা। ভয়ে পালাতে গিয়ে ইউনিভার্সিটির গাড়ি রাখার স্থানে আটকে পড়েছে অসংখ্য শিক্ষার্থী। সূত্র: যুগান্তর

ইসরায়েল-ফিলিস্তিন: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযানের সময় যেভাবে মরছে ফিলিস্তিনিরা

ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে এবছর ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এপর্যন্ত অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবিসি এই সংখ্যাটি পেয়েছে বিভিন্ন তথ্য সংকলনের মাধ্যমে।গত শনিবার পূর্ব জেরুজালেমে ১৮ বছরের এক তরুণকে গুলি করে হত্যার পর এই সংখ্যা একশোতে পৌঁছায়। এর আগের সপ্তাহে ইসরায়েলি বাহিনী জেনিন শহরের একটি বাড়ি লক্ষ্য করে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল। সেই হামলায় একজন বন্দুকধারী এবং আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছিল। এর মানে হচ্ছে, ২০১৫ সালের পর এ বছরটি হতে যাচ্ছে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তাক্ত একটি বছর।বেশিরভাগ ফিলিস্তিনিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে। অন্য কিছু ফিলিস্তিনিকে হত্যা করেছে সশস্ত্র বেসামরিক ইসরায়েলিরা।অল্প কয়েকটি ঘটনায় গুলির উৎস নিয়ে বিতর্ক আছে- এটি ইসরায়েলিদের নাকি ফিলিস্তিনিদের দিক থেকে এসেছে। একজন নিহত হয়েছিল ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর পরিচালিত এক অভিযানের সময়। সূত্র: বিবিসি বাংলা।

সাইবার আক্রমণ: তথ্য সুরক্ষায় ২৯ প্রতিষ্ঠানকে সিআইআই ঘোষণা

সাইবার আক্রমণ থেকে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ২৯টি সরকারি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করেছে সরকার। সাইবার নিরাপত্তা বিবেচনায় নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের বিধান মতে এসব প্রতিষ্ঠানকে সিআইআই (ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার) ঘোষণা করা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব সুফিয়া আক্তার রুমি সই করা প্রজ্ঞাপনটি গতকাল রোববার গেজেট আকারে প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা বিবেচনায় নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের বিধান মতে এসব প্রতিষ্ঠানকে সিআইআই ঘোষণা করা হয়েছে।গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো- রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড, সেতু বিভাগ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, জাতীয় ডাটা সেন্টার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট, সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইমিগ্রেশন-বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ- সূত্র: বণিক বার্তা।

ফের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গত ১০ দিনে এ নিয়ে কয়েক দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং। পাঁচ বছরের মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার জন্য দেশটি প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খবর ব্লুমবার্গ, আল জাজিরা। জাপানের উপকূলরক্ষী বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। জাপানের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া উত্তর-পূর্ব হোক্কাইদো এবং আওমোরি অঞ্চলে ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।২০১৭ সালের পর এটাই প্রথম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যা জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ‘বর্বর ঘটনা’র নিন্দা জানিয়েছেন। সূত্র: জাগো নিউজ

 

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ তাইওয়ানে, মৃত্যু রাশিয়ায়

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৯ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৩০ জন।বিশ্ব গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ৩৮ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে উঠে এসেছে রাশিয়া। নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৫৮ জন এবং মারা গেছেন ৯১ জন।মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ৭৮০ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫১ হাজার ৬৭২ জনের। সূত্র: চ্যানেল আই অনলাইন