আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

ইউক্রেনকে বিনা মূল্যে আর ইন্টারনেট দেবেন না ইলন মাস্ক

অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয় বলে জানিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল শুক্রবার ইলন মাস্ক বলেছেন, তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে আর ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয়। প্রতিষ্ঠানটি এ জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কাছে অনুদান চেয়েছে। রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে প্রস্তাব দেওয়ার কয়েক দিনের মধ্য ইলন মাস্ক এমন মন্তব্য করলেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা পোস্টেও বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয় বলে জানিয়েছেন ইলন মাস্ক।এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ সময় রুশ আক্রমণে ইউক্রেনের যোগাযোগব্যবস্থার অবকাঠামো ধ্বংসের দারপ্রান্তে চলে যায়। এরপরই এগিয়ে আসেন ইলন মাস্ক। তিনি ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনকে বিনা মূল্যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে কয়েক হাজার টার্মিনাল পাঠান। এ ইন্টারনেট সেবার পুরো খরচ ব্যয় করেছে স্পেসএক্স। কিন্তু এখন আর বিনা মূল্যে এ সেবা চালানো সম্ভব না বলে জানিয়েছেন তিনি। সূত্র: প্রথম আলো

তৃতীয় দফায় ক্ষমতায় বসছেন শি চিনপিং
ক্ষমতা গোছাতেই চিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযা

একদলীয় শাসনব্যবস্থার দেশ চীনের প্রেসিডেন্ট হিসেবে শি চিনপিং তৃতীয় দফায় দায়িত্ব গ্রহণ করছেন, বিশেষজ্ঞরা এ ব্যাপারে একরকম নিশ্চিত। এ ক্ষেত্রে তাঁরা কমিউনিস্ট পার্টিতে নিয়ন্ত্রণ ধরে রাখতে চিনপিং দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানকে কিভাবে কাজে লাগিয়েছেন, সেটিকে সূচক হিসেবে দেখছেন। দলীয় সম্মেলনের আগে চিনপিংয়ের সেই সব কর্মকাণ্ড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।আগামী রবিবার থেকে শুরু হচ্ছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম সম্মেলন। সপ্তাহব্যাপী সম্মেলনের আগে গতকাল শুক্রবার ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি চিনপিংয়ের শাসনামল নিয়ে একাধিক বিশ্লেষণ প্রকাশ করে। এসবের মধ্যে শি চিনপিংয়ের রাজনৈতিক কৌশল নিয়ে নানামুখী মূল্যায়ন তুলে ধরা হয়। সূত্র: কালের কণ্ঠ

মাহসা আমিনির মৃত্যু
ইরানে বিপ্লব শুরু করেছে তরুণ প্রজন্ম
নজরদারিতে ইরানের নাগরিকরা
বিক্ষোভকারীদের গ্রেপ্তার ও গুলি
চলমান আন্দোলনে যুক্তরাষ্ট্রের উস্কানির অভিযোগ রাইসির

তরুণ প্রজন্ম সম্ভবত ইরানে সত্যিকার অর্থেই একটি পরিবর্তন আনতে সক্ষম হবে। তাদের হাত ধরেই দেশটিতে নতুন এক বিপ্লব শুরু হয়েছে বলে দাবি করেছেন সুইডেনে নির্বাসিত ইরানের নারী অধিকারকর্মী লালেহ মাঘোনাকি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।তিনি বলেন, যখনই সরকারবিরোধী কোনো ঘটনা ঘটে, তখনই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে নাগরিকদের ওপর নজরদারি চালায় কর্তৃপক্ষ। এ জন্য পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় আকার-ইঙ্গিতে কথা বলি এবং সেখানকার বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরে দেশটির জনগণ এখন সবচেয়ে বেশি সংকটের মধ্যে রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, তারপরও তরুণ প্রজন্ম সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা শিক্ষিত ও প্রচণ্ড সাহসী। সূত্র: সমকাল

Nagad

আপাতত বড় কোনো হামলার পরিকল্পনা নেই রাশিয়ার

ইউক্রেনে এ মুহূর্তে বড় কোনো হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার এও জানালেন, যুদ্ধক্ষেত্রে রিজার্ভ সেনাদের তলব দুই সপ্তাহের মধ্যে শেষ হবে। খবর রয়টার্স। গত সপ্তাহে রাজধানী কিয়েভসহ ইউক্রেন জুড়ে বেসামরিক লক্ষ্যবস্তুতে শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এতে পরিষেবা অবকাঠামোর ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়। ওই হামলাকে ক্রাইমিয়ার সঙ্গে প্রধান সংযোগ পথ কের্চ সেতুতে বিস্ফোরণের প্রতিশোধ করে উল্লেখ করেছিলেন পুতিন। ন সপ্তাহ আগে যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষতির মুখে রিজার্ভ সেনাদের তলব করে মস্কো। এই প্রেক্ষাপটে প্রচুর মানুষ রাশিয়া থেকে পালিয়ে যায়। এছাড়া শহরের বাসিন্দাদের তুলনায় জাতিগত সংখ্যালঘু ও গ্রামের লোকদের যুদ্ধক্ষেত্রে বেশি পাঠানোয় ওই সময় সমালোচনার মুখে পড়ে রুশ কর্তৃপক্ষ।কাজাখস্তানে এক সংবাদ সম্মেলনে গতকাল পুতিন বলেন, প্রত্যাশিত ৩ লাখ রিজার্ভ সেনার মধ্যে ২ লাখ ২০ হাজারকে তারা সংঘবব্ধ করতে পেরেছেন। তবে এই প্রক্রিয়া দুই সপ্তাহের মধ্যে শেষ হতে চলেছে। সূত্র: বণিক বার্তা।

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে হতাহতের কারণ টিয়ার গ্যাস

গত ১ অক্টোবর কানজুরুহান স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার ফুটবল লিগে জাভার দুই ক্লাব আরেমা এবং পার্সিবায়া সুরাবায়ার মধ্যে খেলা শেষ হওয়ার পরেই দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলা বাধে। ঝামেলা শেষ পর্যন্ত দাঙ্গায় পরিণত হয়। দুই দলের বহু সমর্থক মাঠের মধ্যে ঢুকে পড়েন। ঝামেলা আরও বাড়লে পুলিশ মাঠে কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে। ঘটনায় পদদলিত এবং শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ যায় ১৭৪ জনের।
ইন্দোনেশিয়া সরকার এই ঘটনার জন্য সেই সময় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিল। যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়। সেই তদন্তকারী কমিটিতে থাকা ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ মহম্মদ গণমাধ্যমকে জানান, পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের ফলেই সে দিন ফুটবল মাঠে এত সমর্থকদের মৃত্যু হয়েছে। অন্য আরও একটি দল সে দিন ছোড়া কাঁদানে গ্যাসের বিষক্রিয়ার পরিমাণ পরীক্ষা করছে। তার ফলাফল আসার অপেক্ষা। তিনি আরও জানান, ঘটনার তদন্তের ১২৪ পাতার পূর্ণাঙ্গ রিপোর্ট দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর কাছে পাঠানো হয়েছে। তদন্তকারী দলের মতে, সে দিন স্টেডিয়ামের ভেতরে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের কাছে কাঁদানে গ্যাস ব্যবহার না করার কোনও নির্দিষ্ট নির্দেশ ছিল না। তারা ভিড় নিয়ন্ত্রণে সেটির যথেচ্ছ ব্যবহার করেছিলেন। তদন্তে আরও উঠে এসেছে, ইন্দোনেশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা পিএসএসআই এবং ম্যাচটির আয়োজক সংস্থার গাফিলতিও এই ঘটনার জন্য দায়ী। সূত্র: দেশ রুপান্তর

খুব দ্রুতই দুটো পারমাণবিক শক্তিকে একসঙ্গে সামলাতে হবে যুক্তরাষ্ট্রকে, হোয়াইট হাউসের আশঙ্কা

‘যে কোনো উপায়’ ব্যবহার করে রাশিয়ান অঞ্চলকে রক্ষা করবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: স্পুটনিক/রয়টার্স-আগামী এক দশকের মধ্যে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে দুইটি বড় পারমাণবিক পরাশক্তির মোকাবিলা করতে হবে বলে সতর্ক করে দিয়েছে বাইডেন প্রশাসন। খবর দ্য গার্ডিয়ান-এর।এ দুইটি শক্তি হলো রাশিয়া ও চীন। ইউক্রেন যুদ্ধে বারবার পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে আনছে রাশিয়া। অন্যদিকে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ক্রমশ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে (এনএসএস) চীনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘকালীন প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে। আর রাশিয়া দ্রুততার সঙ্গে উঠে আসা বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ান সেনারা যুদ্ধক্ষেত্রে বর্তমানে বিশেষ সুবিধা করতে পারছে না বলে পুতিনের পারমাণবিক হুমকি আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে ওই কৌশলপত্রে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

মাহসা আমিনি: ইরানে বিক্ষোভের মধ্যেই পুলিশের যৌন হামলার ভিডিও ইস্যুতে ক্ষোভ

ইরানে বিক্ষোভরত এক তরুণীকে আটকের সময় দাঙ্গাবিরোধী পুলিশ তার উপর যৌন হামলা চালিয়েছে এমন একটি ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকেই এ ঘটনার জন্য ‘ন্যায় বিচার’ দাবি করছেন ও দেশটির পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করছেন।সামাজিক মাধ্যমের অনেক টুল ব্লক করে রাখা সত্ত্বেও ইরানের নাগরিকরা অনেকেই বিক্ষোভের খুবই প্রভাবশালী ছবি ব্যাপকভাবে শেয়ার করে যাচ্ছেন।দেশটিতে এবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আন্দোলন দেখা যাচ্ছে।
মূলত নিরাপত্তা হেফাজতে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই সেখানে বিক্ষোভ দানা বাঁধে এবং পরে সারাদেশে ছড়িয়ে পড়ে। সূত্র: বিবিসি বাঙলা।

ইরানে নারী বিক্ষোভকারীদেরকে পুলিশের যৌন লাঞ্ছনা, ভিডিও ঘিরে ক্ষোভ

ইরানে মাশা আমিনির মৃত্যুকে ঘিরে চলমান বিক্ষোভে নারীরা নিরাপত্তা বাহিনীর যৌন লাঞ্ছনার শিকার হচ্ছে। নারীদেরকে জবরদস্তি গ্রেপ্তারের সময় তাদেরকে এমন লাঞ্ছনা করা হচ্ছে বলেই আলামত পাওয়া গেছে সর্বসাম্প্রতিক দুটি ভিডিওতে। ভিডিওগুলো যাচাই করে দেখেছে বিবিসি। এ দুই ভিডিও নিয়ে জনমনে ক্ষোভ সঞ্চার হয়েছে।একটি ভিডিওতে এক নারী বিক্ষোভকারীকে দাঙ্গা পুলিশ পাকড়াও করার সময় প্রকাশ্য দিবালোকে তাকে যৌন লাঞ্ছনা করার দৃশ্য নিয়ে স্যোশাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে।অনেকেই ‘ন্যায়বিচারের’ দাবিতে সরব হয়েছে। আবার অনেকেই পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করছেন। এমনকী সরকারের কিছু কট্টর সমর্থকও যৌন লাঞ্ছনার নিন্দা জানিয়েছে।তাদের ভাষ্য, ইসলামিক অনুশাসন মানে নারীদের পবিত্রতা রক্ষা করা। অথচ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বাহিনী এখন এই নারীদেরকেই যৌন হেনস্তা করছে। সূত্র: বিডি নিউজ

জেলেনস্কিকে সৌদি যুবরাজের ফোন, ৪০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শুক্রবার (১৪ অক্টোবর) টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের অঘোষিত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর কিছুক্ষণ পরেই ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক ত্রাণ সহায়তা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।
যুবরাজ বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব। এসময় ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জেলেনস্কি।সম্প্রতি ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলের ওপর রাশিয়ার দাবিকে স্বীকৃতি না দেওয়ার জন্য জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সৌদি আরব। সূত্র: জাগো নিউজ

 

ন্যাটোর সঙ্গে সংঘর্ষ বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে, পুতিনের হুঁশিয়ারি

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) সেনাদের সঙ্গে রুশ সেনাদের সংঘর্ষ হলে তা বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার(১৪ অক্টোবর) কাজাখস্তানে একটি সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যে কোনোভাবে যদি রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটোর সৈন্যদের সরাসরি সংঘর্ষ হয় তা বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি যারা এটি বলছেন তারা এমন পদক্ষেপ নেবেন না। এর আগে, ইউক্রেনের চারটি অঞ্চলকে সংযুক্ত করার পরে পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন যে রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। জাতিসংঘ চলতি সপ্তাহে পুতিনের ওই হুঁশিয়ারির নিন্দা জানিয়েছে। এদিকে ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। মঙ্গলবার (১১ অক্টোবর) হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি জানানো হয়। সূত্র: বাংলানিউজ