তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ২৮
তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে মাটির নিচে খনিতে আটকা পড়েছেন কয়েক ডজন শ্রমিক।
শুক্রবার (১৪ অক্টোবর) কৃষ্ণসাগরের উপকূলে আমরাসা এলাকায় অবস্থিত মাটির ৩০০ মিটার গভীরে এই বিস্ফোরণ ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে অর্ধেক কর্মী ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিল।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানান, বিস্ফোরণের পর খনি থেকে ১১ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি উদ্ধার কর্মীরা রাতভর তৎপরতা চালিয়েছে এবং পাথর কেটে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীর অংশটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। বিস্ফোরণের সময় খনিতে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কর্মরত ছিলেন। সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেনি।
বিস্ফোরনের কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু করেছে তুরস্ক সরকার।
সারাদিন/১৫ অক্টোবর/এমবি