বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেও হারলো আমিরাত

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফ্রিকার দেশ নামিবিয়ার কাছে বড় ব্যবধানে হেরে মিশন শুরু করে শ্রীলঙ্কা। কার্তিক মেয়াপ্পনের হ্যাটট্রিকে মঙ্গলবারও (১৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও বিপদে পড়েছিল শ্রীলঙ্কা।

সেই বিপদ সামলে আরব আমিরাতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এনিয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সংযুক্ত আর আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানের পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কাকে এত কম রানে থামানোর মূল নায়ক আরব আমিরাতের বোলার কার্তিক মেয়াপ্পন। লঙ্কানদের বিপক্ষে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন তিনি।

লঙ্কান বোলিং তোপে ১৫৩ রান তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতে ৭৩ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। শ্রীলঙ্কা পেয়েছে ৭৯ রানের বিশাল জয়।

এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো লঙ্কানদের। তবে তার জন্য গ্রুপপর্বের শেষ ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হবে আর চোখ রাখতে হবে রানরেটের দিকে।

Nagad

জিলংয়ে রান তাড়ায় নেমে শুরু থেকেই লঙ্কান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আরব আমিরাত। ২১ রানে ৪ উইকেট হারানোর পরও উইকেট পতনের মিছিল থামেনি। শেষদিকে জুনায়দে সিদ্দিক ১৬ বলের ১৮ রানের ইনিংস খেলে দলকে ৭৩ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এছাড়া ২১ বলে ১৯ করেন আয়ান আফজাল খান।

লঙ্কান বোলাদের মধ্যে সবচেয়ে সফল ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন এই স্পিনার। পেসার দুশমন্ত চামিরা ১৫ রানে নেন ৩টি উইকেট। ২টি উইকেট মাহিশ থিকশানার।

এর আগে মেয়াপ্পনের হ্যাটট্রিকের পরও শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে রাখতে পারেনি আরব আমিরাত। ওপেনার পাথুম নিশাঙ্কা ৬০ বলে খেলেন ৭৬ রানের ইনিংস। ২১ বলে ৩৩ করেন ধনঞ্জয়া ডি সিলভা। একটা সময় ১২০ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল লঙ্কানরা।

সেখান থেকে পাথুম নিশাঙ্কা দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন। তিনি আউট হন ইনিংসের একদম শেষ ওভারে, এক বল বাকি থাকতে। হ্যাটট্রিক-হিরো মেয়াপ্পন ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। জহুর খান ২৬ রানে নেন ২টি উইকেট।

সারাদিন/১৮ অক্টোবর/এমবি