ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো, জরুরি অবস্থা জারি
টেক্সাসের পর এবার ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (NWS) রাজ্যের রুইডোসো এলাকাকে ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং জরুরি অবস্থা জারি করেছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (৯ জুলাই) পর্যন্ত রুইডোসোতে নদীর পানি এক ঘণ্টারও কম সময়ে ৩ ফুট থেকে বেড়ে ২০.২৪ ফুটে (৬.১ মিটার) পৌঁছায়, যা এই এলাকার জন্য রেকর্ড। ২০২৪ সালে সর্বোচ্চ পানি উঠেছিল ১৫.৮৬ ফুট পর্যন্ত।


এদিকে, ৪ জুলাই থেকে টেক্সাসে বন্যায় প্রাণ গেছে অন্তত ১০৯ জনের। নিখোঁজ রয়েছেন আরও ১৬১ জন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
রুইডোসো অঞ্চলটি আগে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি এখনো কাটিয়ে না উঠতেই বন্যায় নতুন বিপর্যয় নেমে আসে। পানি বাড়ার ফলে বহু বাড়িঘর, জলাধার ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাভিলান ট্রেলার পার্কে চলছে উদ্ধারকাজ। রিও রুইডোসোতে বন্যার ঢেউ উঠেছে ১৫ ফুট পর্যন্ত, যা বাসিন্দাদের আতঙ্কিত করে তোলে।
গ্রামের ঈগল ড্রাইভ এলাকায় গ্যাস লিকেজ হওয়ায় সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনো পাওয়া যায়নি। রুইডোসোর বাসিন্দারা সামাজিক মাধ্যমে বন্যার ভয়াবহতা, ডুবে যাওয়া ঘর ও নিখোঁজ প্রাণীর ছবি শেয়ার করছেন।
রুইডোসোর মেয়র লিন ক্রফোর্ড বলেন, ‘পরিস্থিতি খুব দ্রুত খারাপ হয়ে গেছে। আমরা প্রার্থনা করছি পানি যেন দ্রুত নেমে যায়।’
তিনি জানিয়েছেন, উদ্ধার তৎপরতার জন্য ফেডারেল তহবিল চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (সাবেক প্রেসিডেন্ট হিসেবে ভুল উদ্ধৃত হতে পারে) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আবহাওয়া বিভাগ স্থানীয়দের উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বন্যার পানির মধ্যে গাড়ি চালাতে নিষেধ করেছে। উদ্ধারকারী দল এবং জরুরি ব্যবস্থাপনা সংস্থাগুলো নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।