সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে পেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২২

সংগৃহীত ছবি-

টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলছে বাংলাদেশ। বাছাই পর্ব শেষ না হওয়ায় এত দিন জানা যায়নি তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ। এবার তা ঠিক হয়েছে। আরব আমিরাত হারিয়ে দিয়েছে নামিবিয়াকে, তাই বাছাই পর্বের ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়ে মূল পর্বে উঠে গেছে নেদারল্যান্ডস।

আগামী ২৪ আক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে। হোবার্টে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

অবশ্য আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৬ রানে হেরে গেছে নেদারল্যান্ডস। দুই দলেই চার পয়েন্ট করে ঝুলিতে পুরে সুপার টুয়েলভে ওঠে। রানরেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ইংল্যান্ড। অন্যদিকে দুই নম্বর গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও পাকিস্তান। বাছাই পর্বের ‘বি’ গ্রুপের খেলা এখনো শেষ হয়নি। সেই গ্রুপ থেকে আরও দুই দল সুপার টুয়েলভে খেলবে

অল্পের জন্য বাংলাদেশ শ্রীলঙ্কাকে পায়নি। তাদের তুলোনায় নেদারল্যান্ডস সহজ প্রতিপক্ষই। তবে মাঠে সেরাটা খেলতে হবে সাকিব আল হাসানদের। তাহলে বিশ্বকাপের শুরুটা হতে পারে জয় দিয়েই।

Nagad