আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

ভারতের ধর্মনিরপেক্ষ অবস্থান ধরে রাখতে হবে: সুপ্রিম কোর্ট

রাষ্ট্র হিসেবে ভারতের যে ধর্মনিরপেক্ষ অবস্থান, তা অবশ্যই ধরে রাখতে হবে এবং সুরক্ষিত করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ ছাড়া আদালত আরও বলেছেন, কোনো ধর্মীয় গোষ্ঠীর মানুষকে উদ্দেশ্য করে ঘৃণা প্রসূত বক্তব্য দেওয়া বন্ধে রাজ্যগুলোকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি ভারতে মুসলমানদের বিরুদ্ধে যে ধরনের বক্তব্য দেওয়ার হয়েছে তা নিয়ে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার ভারতের সর্বোচ্চ আদালত এসব কথা বলেন। সম্প্রতি ভারতীয় এক মুসলমান দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। ওই ব্যক্তি তাঁর আবেদনে বলেছিলেন, সম্প্রতি মুসলমানদের বিরুদ্ধে যত্রতত্র ঘৃণা প্রসূত বক্তব্য দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে রাজ্যগুলোকে ব্যবস্থা নিতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সেই আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ ও হৃশিকেশ রায়ের বেঞ্চে। সূত্র: প্রথম আলো

সেরামে ১০ কোটি কোভিশিল্ড টিকা নষ্ট, উৎপাদন বন্ধ

করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ড উৎপাদন গত বছরের ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের টিকা উৎপাদককারী সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা। করোনা টিকার চাহিদা না থাকায় ১০ কোটি কোভিশিল্ড টিকা তারা ফেলে দিয়েছে। ওই টিকাগুলো বুস্টার ডোজের জন্য রাখা ছিল। কিন্তু বুস্টার ডোজ নেওয়ার প্রতি মানুষের অনীহার কারণে সেগুলোর মেয়াদ ফুরিয়ে গেছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে আদর পুনাওয়ালা বলেন, ‘২০২১ সালের ডিসেম্বর থেকে, আমরা কোভিশিল্ডের উৎপাদন বন্ধ করে দিয়েছি। বুস্টার টিকার কোনো চাহিদা নেই। মানুষ এখন কভিড নিয়ে বিরক্ত। সত্যি বলতে, আমি নিজেও বিরক্ত। ১০ কোটি কোভিশিল্ড টিকা এরই মধ্যে নষ্ট হয়ে গেছে।’ সূত্র: বিডি প্রতিদিন।

টালমাটাল যুক্তরাজ্যের হাল কার হাতে?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে বসার মাত্র দেড় মাসের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন লিজ ট্রাস। কনজারভেটিভ পার্টির এ নেতার এমন সিদ্ধান্তের ফলে দলটির পরবর্তী নেতা ও দেশটির প্রধানমন্ত্রী কে হবেন সেটা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা। সাধারণত কনজারভেটিভ পার্টির ভেতরে দলের নেতা নির্বাচনের প্রক্রিয়া কয়েক মাস ধরে চলে। প্রথম এমপিরা কয়েকজন প্রার্থীকে নির্বাচন করেন এবং তাদের মধ্যে যিনি পার্টি সদস্যদের ভোট সবচেয়ে বেশি পান তিনিই প্রধানমন্ত্রী হন। কিন্তু এবার পুরো প্রক্রিয়াটি হয়তো এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। ‘১৯২২ কমিটি’ নামে এমপিদের বিশেষ কমিটির প্রধান স্যার গ্রাহাম ব্র্যাডি বলেছেন, আগামী শুক্রবারের মধ্যেই এ নির্বাচনের ফল জানা যাবে এবং তাতে পার্টি সদস্যরাও জড়িত থাকবেন। লিজ ট্রাসও তার পদত্যাগের ভাষণে বলেছিলেন, এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। বিবিসি বলছে, এ অবস্থায় ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি চাইলে আগাম ভোটের আয়োজন করতে পারত। তবে জনমত জরিপগুলোতে এরই মধ্যে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তায় ধস নামতে দেখা গেছে। জাতীয় নির্বাচন হলে দল বিপর্যয়ে পড়ার আশঙ্কা আছে। তাই সেপথে না গিয়ে দলীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেছে নেওয়া হচ্ছে, যিনি জিতবেন তিনি হবেন ছয় বছরের মধ্যে যুক্তরাজ্যের পঞ্চম প্রধানমন্ত্রী। সূত্র: দেশ রুপান্তর

Nagad

বরিসই ফিরছেন ব্রিটেনে?

ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের রাজনৈতিক টালমাটাল অবস্থা যেন মন্ত্রেই বশে আসছে না। ৬ বছরে একে একে চার প্রধানমন্ত্রীর বিদায়! সর্বশেষ মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রী থাকার পর কুরসি ছাড়লেন লিজ ট্রাস। বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণায় তিনি জানান, এক সপ্তাহের মধ্যে নতুন নেতা নির্বাচনের কাজ শেষ হবে। ২৮ অক্টোবর ঘোষণা করা হবে নতুন নেতার নাম। ট্রাসের পর কে হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী-এ নিয়ে টোরিদের নাভিশ্বাস উঠেছে। নেতা নির্বাচনে এক রাতেই কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতারা। বিশ্লেষকরা বলছেন, শক্ত নেতার অভাবে বারবার মুখ থুবড়ে পড়ছে টোরি নেতৃত্ব¡। লিজ যার উত্তরসূরি হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তার উত্তরসূরি হতে আবার সেই বরিস জনসনের নামও উঠে আসছে আলোচনায়। গুঞ্জন শুরু হয়েছে, তবে কি বরিসই আবার ফিরছেন ব্রিটেনের ১০নং ডাউনিং স্ট্রিটে? হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী? জরিপেও এগিয়ে রয়েছেন বরিস (স্থানীয় সময় বিকাল পর্যন্ত, বাংলাদেশ সময় রাত ৮ টা)। দলের মন্ত্রী ও এমপিদের গণবিদ্রোহের মুখে জুলাইয়ে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হলেও সার্বিকভাবে এখনো পার্লামেন্ট এবং দলীয় সদস্যদের মধ্যে বরিসের অনেক মিত্র আছেন। দীর্ঘদিনের সমর্থক নাদিন ডরিসের মতে, বরিসের ফেরা উচিত। কারণ, ২০১৯ সালের নির্বাচনে তিনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন। বিশ্লেষকদের ধারণায় বরিস জনসনই এখন পর্যন্ত রক্ষণশীল দলের সদস্যদের কাছে সবচেয়ে প্রিয় নেতা। আর এ কারণেই কয়েকজন টোরি এমপি এরই মধ্যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে আবারও জনসনকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। সূত্র: যুগান্তর

ইউক্রেনে দীর্ঘ সময় রুশ আক্রমণ ভালো: বিল গেটস

ইউক্রেনে রুশ আক্রমণ দীর্ঘ সময়ের জন্য ভালো বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কল্যাণকর দিক বিবেচনা করেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে সাড়া জাগানো এ মন্তব্যটি করেন তিনি। খবর ব্লেজ মিডিয়ার। এ ব্যাপারে বিলের যুক্তি, এ যুদ্ধ ইউরোপীয় দেশগুলোকে পুনর্বিকীরণযোগ্য সবুজ শক্তি গ্রহণ করতে বাধ্য করবে। চলতি সপ্তাহে সিএনবিসির টকশো ‘দ্য এপচেঞ্জ’-এ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সবুজ শক্তির বিকল্প, পরিবেশ, সমাজ ও শাসন (ইএসজি) নিয়ে আলোচনা করেন।ইএসজির পরিবেশগত দিক সম্পর্কে বিল গেটস বলেন, এটি নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু পরিমাপেরও সুযোগ রয়েছে। এটি এমন হওয়া উচিত যেখানে মানুষ কোনো কোম্পানিতে বিনিয়োগের সময় পরিবেশগত দিকগুলো দেখে, শুনে, বুঝে নেয়। সূত্র: সমকাল

ক্যাপিটল দাঙ্গা

৬ জানুয়ারি কমিটির সমন পেলেন ট্রাম্প

গত বছরের ৬ জানুয়ারিতে সংগঠিত ক্যাপিটল দাঙ্গা নিয়ে কংগ্রেসের তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার সমন পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্দেশ না মানলে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারেন তিনি। খবর বিবিসি।সমন অনুযায়ী, ৬ জানুয়ারি কমিটির সামনে ট্রাম্পকে সাক্ষ্য দিতে হবে। তার আগে প্রয়োজনীয় নথি সরবরাহ করারও নির্দেশ পেয়েছেন তিনি।এ সম্পর্কিত নথিতে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের বাতিলের এমন প্রচেষ্ঠার মধ্যমনি ছিলেন তিনি। এই ধরনের কাজ বেআইনি ও অসাংবিধানিক, তা তিনি জানতেন বলে উল্লেখ করেছে কমিটি।তবে কমিটির আইনপ্রণেতাদের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ এনেছেন ট্রাম্পের একজন আইনজীবী। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটারদের বিভ্রান্ত করার কৌশল হিসেবেও এ সমনকে দেখছেন সাবেক প্রেসিডেন্ট। সমন অনুযায়ী, ৬ জানুয়ারি কমিটির কাছে নথি সরবরাহ করার জন্য ৪ নভেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন ট্রাম্প। সাক্ষ্য দেয়ার জন্য ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে। সূত্র: বনিক বার্তা।

প্রতিযোগিতা-বিরোধী চর্চার জন্য ভারতে ১,৩৩৭ কোটি রুপি জরিমানার মুখে পড়ল গুগল

ভারতে ১,৩৩৭ কোটি রুপি জরিমানা’র সম্মুখীন হয়েছে প্রযুক্তি-জায়ান্ট গুগল। দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা গুগলকে এ জরিমানা করেছে। খবর এনডিটিভি’র। অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবস্থাচালিত স্মার্টফোন বিষয়ে প্রতিযোগিতা-বিরোধী চর্চার জন্য এ জরিমানার শিকার হয়েছে অ্যালফাবেট ইনক-এর প্রতিষ্ঠান গুগল।কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) এক টুইটে জানিয়েছে ‘অ্যান্ড্রয়েড মোবাইল ইকোসিস্টেমের বিভিন্ন বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করা’র কারণে তারা গুগলকে এ জরিমানা করেছে।
স্মার্টফোনের অন্যতম জনপ্রিয় অপারেটিং ব্যবস্থা অ্যান্ড্রয়েড ওএস পরিচালনা ও ব্যবস্থাপনা করে গুগল। এছাড়া নিজস্ব মালিকানাধীন বিভিন্ন অ্যাপ্লিকেশনের লাইসেন্সও প্রদান করে এটি। অন্যান্য বিভিন্ন মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ফোনে গুগলের অ্যান্ড্রয়েড ওএস এবং অ্যাপগুলো ব্যবহার করে।
এর জন্য গুগল ও এর সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলো; দু’পক্ষকেই বিভিন্ন চুক্তি ও সমঝোতায় পৌঁছাতে হয়। এসবের মধ্যে একটি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট (মাডা)।’ সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

ইতালিতে সরকার গঠনের আহ্বান পেলেন অতি-ডানপন্থী জর্জা মেলোনি

ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাতারেলা সেদেশের অতি-ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জা মেলোনিকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন। ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নেতা বেনিতো মুসোলিনির পর মিজ মেলোই হতে যাচ্ছেন দেশটির প্রথম অতি-ডানপন্থী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ।এর আগে শুক্রবারই জর্জা মেলোনি তার মিত্র দলগুলোকে নিয়ে সেদেশের প্রেসিডেন্ট মাতারেলার সাথে দেখা করেন এবং বলেন, তারা যত দ্রুত সম্ভব সরকার গঠনের জন্য প্রস্তুত।গত মাসে ইতালির নির্বাচনে সর্বাধিক প্রায় এক-চতুর্থাংশ ভোট পায় মিজ মেলোনির দল ব্রাদার্স অব ইতালি – যে দলটির প্রতিষ্ঠার সাথে ফ্যাসিস্ট আন্দোলনের যোগসূত্র আছে।মিজ মেলোনি জোট বেঁধেছেন মাত্তিও সালভিনির অতি-ডানপন্থী লীগ দল, এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডান ফর্জা ইতালিয়ার সাথে।ইতালির প্রেসিডেন্টের সাথে মিজ মেলোনির ১১ মিনিটব্যাপি বৈঠকের সময় মি. বার্লুসকোনি এবং মি. সালভিনিও উপস্থিত ছিলেন। অবশ্য সম্প্রতি মি. বার্লুসকোনির কিছু মন্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার ঘনিষ্ঠতার কথা প্রকাশ পাবার পর জোটের ঐক্যে একটা ধাক্কা লেগেছিল। সূত্র: বিবিসি বাংলা।

বাঁধ উড়িয়ে ইউক্রেনের দক্ষিণাংশ তলিয়ে দিতে চান পুতিন?

রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলের অতিগুরুত্বপূর্ণ একটি বাঁধ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছে কিয়েভ। এরই মধ্যে বাঁধটির গায়ে বিস্ফোরক বসানো হয়েছে বলে দাবি তাদের। এই বাঁধ ধ্বংস করা হলে ইউক্রেনের বিশাল এলাকা পানির নিচে তলিয়ে যাবে। তাতে অগণিত মানুষের প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। বাঁধটিকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের। টেলিভিশনের এক ভাষণে জেলেনস্কি বলেছেন, নোভা কাখোভকা বাঁধে বিস্ফোরক বসিয়েছে রুশ বাহিনী এবং সেটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, এখন রাশিয়ার একটি নতুন ‘সন্ত্রাসী হামলা’ ঠেকাতে বিশ্বের সবাইকে শক্তিশালীভাবে এবং দ্রুত কাজ করতে হবে। বাঁধটি ধ্বংস করার মানে হবে বড় মাত্রার বিপর্যয়। সুদীর্ঘ দিনিপ্রো নদী ইউক্রেনকে দুইভাগে বিভক্ত করেছে এবং কিছু কিছু জায়গায় এটি কয়েক কিলোমিটার প্রশস্ত। এই নদীর ওপর তৈরি বাঁধটি ধ্বংস হয়ে গেলে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হবে। এতে ইউক্রেনের দক্ষিণাংশে পানি সেচ ব্যবস্থাও ভেঙে পড়বে। সূত্র জাগো নিউজ

ভারতের মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৫

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রিভা এলাকায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় রিভা জেলার সুহাগি পাহাড়ি এলাকার কাছে এ ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে।বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে উত্তর প্রদেশের গোরক্ষপুর যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ১০০ যাত্রী ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।গুরুতর আহতদের রিভার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের সুহাগির জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। সূত্র: বিডি নিউজ