আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২

পাঞ্জাবের কারাগারে স্বামী-স্ত্রী যৌন সম্পর্কের সুযোগ পাবেন

ভারতের পাঞ্জাব প্রদেশের কারাগারে এখন থেকে কয়েদিরা তাঁদের স্বামী বা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক (শারীরিক সংসর্গ) করতে পারবেন। সম্প্রতি পাঞ্জাব রাজ্য সরকার ভারতের প্রথম কারাগার হিসেবে রাজ্যের টার্ন টারান জেলার গোইন্দাল কারাগারে কয়েদিদের এ সুবিধা দেওয়ার অনুমতি দিয়েছে।বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের গোইন্দাল কারাগারে প্রথম এ সুবিধা পেয়েছেন হত্যা মামলার আসামি ৬০ বছর বয়সী গুরজিৎ সিং। তিনি ওই কারাগারে বেশ কয়েক মাস ধরে বন্দী। কারাগারে স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ পেয়ে গুরজিৎ সিং বলেন, ‘কারাগারে একা ও বিষণ্ন হয়ে পড়েছিলাম। স্ত্রীর সঙ্গে কারাগারেই ব্যক্তিগত মুহূর্ত কাটানোর সুযোগ পাওয়ায় বেশ স্বস্তি বোধ করেছি।’ সূত্র: প্রথম আলো

চিনপিংয়ের ক্ষমতা আরো পোক্ত

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস গতকাল শনিবার শেষ হয়েছে। প্রত্যাশা মতোই এতে দলীয় সংবিধান সংশোধন করে দলের সাধারণ সম্পাদক তথা দেশের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের (৬৯) ক্ষমতা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিউনিস্ট পার্টির প্রায় ২০০ জ্যেষ্ঠ নেতাকে নিয়ে দলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।আজ রবিবার কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় দলের সাধারণ সম্পাদক হিসেবে চিনপিংয়ের নাম ঘোষণা করা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন চিনপিং। দেশটিতে এই বিষয় নজিরবিহীন। সূত্র: কালের কণ্ঠ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের হ্যাম্পশায়ারে একটি আবাসিক ভবনের গ্যারেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে ২ আরোহীর সবাই নিহত হয়েছেন।দেশটির এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। খবর এনবিএস নিউজের। নিউ হ্যাম্পশায়ারে এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি স্থানীয় সময় শুক্রবার রাতে বাড়ির গ্যারেজের ওপর বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় বিমানের আরোহী সবাই নিহত হয়েছেন।
শহরের মেয়র জর্জ হ্যানসেল বলেন, বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।যে বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে আটজন থাকতেন। দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। তবে সেখানে কোনো প্রাণহানীর খবর পাওয়া যায়নি। সূত্র: যুগান্তর

Nagad

প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল ইতালি
মুসোলিনির পর প্রথম দক্ষিণপন্থি সরকার

ইতালিতে নতুন যুগের সূচনা হলো। এই প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে কাউকে পেল দেশটি। ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে গতকাল শপথ গ্রহণ করলেন জর্জিয়া মেলোনি। শুধু তাই নয়, মেলোনির হাত ধরে আরও এক নজির তৈরি হলো সে দেশে। বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম সে দেশে কঠোর জাতীয়তাবাদী সরকার তৈরি হলো।গতকাল ইতালির প্রেসিডেন্টের প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলার সামনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন ৪৫ বছর বয়সী জর্জিয়া। শুক্রবার সন্ধ্যায় নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি। এদিকে ইতালির নতুন এ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন। তার সঙ্গে গঠনমূলক সহযোগিতার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা এ মুহূর্তে যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা মোকাবিলায় ইতালির নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতা প্রত্যাশ্যা করছি।’ সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফরচা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট বেঁধে গত মাসের জাতীয় নির্বাচনে জয় পায় মেলোনির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ব্রাদার্স অব ইতালি। সূত্র: বিডি প্রতিদিন।

ঋষি-বরিসের তিক্ততা তুঙ্গে

এই মুহূর্তে ব্রিটেনে আগাম নির্বাচন হলে লেবার পার্টি জিতবে, আসন হারাবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। প্রায় সব জনমত জরিপে এই চিত্র উঠে এসেছে। তাই এখনই সাধারণ নির্বাচনে যাওয়ার অবস্থায় নেই ক্ষমতাসীন কনজারভেটিভরা। আপাতত দলের নেতৃত্বের টালমাটাল পরিস্থিতি সামলে তাদের দলের একজন সম্মানজনক মেয়াদে প্রধানমন্ত্রী থাকুক এটাই চাইছে। প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের পর আবারও কনজারভেটিভদের পরবর্তী নেতা নির্বাচন নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিবিসি বলছে কনজারভেটিভদের পরবর্তী নেতা হওয়ার দৌড়ে আগে থেকেই এগিয়ে আছেন গত নির্বাচনে লিজ ট্রাসের প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এবার দ্রুত সময়ে প্রধানমন্ত্রী নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তন এনেছে রক্ষণশীলেরা। এই পদে লড়তে হলে প্রার্থীর কমপক্ষে ১০০ আইনপ্রেণতার সমর্থন লাগবে। যা ইতিমধ্যে ঋষি সুনাক পেয়ে গেছেন বলে জানিয়েছে বিবিসি। এই খবরে গতকাল শনিবার সকালে ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে ছুটি কাটাতে যাওয়া বরিস জনসন স্ত্রী, সন্তান নিয়ে তড়িঘড়ি ব্রিটেনে ফিরেছেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের লড়াইয়ে অংশ নিতেই তার এই দেশে ফেরা। লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে জনসন পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তব্যেও বলেছিলেন, তিনি আবারও ফিরে আসবেন। সেই কথামতো আবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শামিল হলেন বরিস জনসন। তার সমর্থনে কনজারভেটিভ পার্টির সংসদ সদস্যদের একটা বড় অংশই জানিয়েছে যে আসন্ন সাধারণ নির্বাচন, যা ২০২৪ সালের ডিসেম্বরে হওয়ার কথা, সেই নির্বাচনে দলকে হারের হাত থেকে একমাত্র তিনিই রক্ষা করতে পারেন। সূত্র: দেশ রুপান্তর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
সুপেয় পানি যখন যুদ্ধের অস্ত্র

জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভ। ছয় মাস ধরে সুপেয় পানি পাচ্ছে না শহরটির প্রায় পাঁচ লাখ বাসিন্দা। গাড়িতে করে বাসিন্দাদের কাছে সুপেয় পানি পৌঁছানোর চেষ্টা করেন যুদ্ধবিধ্বস্ত দেশটির কর্তাব্যক্তিরা।
পানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকাদের একজন স্বেতা নামে এক স্থানীয় বাসিন্দা তার ক্ষোভ জানিয়ে বলেন, রাশিয়ানরা আমাদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর হামলা এখন স্রেফ যুদ্ধময়দানেই সীমাবদ্ধ নয়। বেসামরিক অবকাঠামোতেও হামলা হচ্ছে। সম্প্রতি ইউক্রেনের বেশকিছু গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ক্রেমলিন। রাশিয়া-ক্রাইমিয়ার সংযোগ সেতু ক্ষতিগ্রস্তের পাল্টা জবাবে এ প্রতিক্রিয়া দেখাচ্ছে তারা। ইউক্রেনের বৃহৎ অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ডজন খানেক বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। অনেক জায়গায় নিরাপদ পানির সংকট তীব্রতর হয়েছে। মাইকোলাইভ শহরে পানির সংকট অন্যদের চেয়ে বেশ আগেই শুরু হয়েছে। সূত্র: বণিক বার্তা ।

ইউক্রেনের ট্যাংক থামাতে প্রায় ২ কিমি দুর্গ তৈরি করল রাশিয়ার ওয়াগনার গ্রুপ

ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত হার্স্ক শহরের উপকণ্ঠে প্রায় দুই কিলোমিটার দুর্গ নির্মাণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।সিমেন্টের তৈরি দুই সারি পিরামিড দিয়ে এ দুর্গ বানানো হয়েছে। সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান ঠেকাতেই এমন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এই ট্যাংকবিরোধী সীমানার পেছনে বড় একটি পরিখাও খনন করা হয়েছে। স্যাটেলাইটে ধরা পড়া ছবির তথ্যমতে, দুই ধাপে পরিখাটি খনন করা হয়েছে। প্রথম ভাগটি সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে এবং দ্বিতীয় অংশটি ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে খোঁড়া হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

সাবেক চীনা নেতা হু জিনতাওকে পার্টি কংগ্রেস থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে-
চীনা কম্যুনিস্ট পার্টি কংগ্রেসের শেষ দিনে বেইজিংয়ের গ্রেট হলে নাটকীয় এক ঘটনা ঘটেছে। হঠাৎ করেই দুজন কর্মকর্তা এসে সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সভাকক্ষ থেকে বের নিয়ে যায়।এ ঘটনার লাইভ ফুটেজ বিশ্বজুড়ে বেশ আলোড়ন ফেলেছে। নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশের আসনে একেবারে সামনের সারিতে বসেছিলেন ৭৯ বছরের এই নেতা।রুদ্ধদ্বার এক বৈঠকের পরপরই লাইভ ক্যামেরার সামনে বৈঠক শুরুর প্রায় পরপরই দেখা যায় দুজন কর্মকর্তা তার কাছে এসে কিছু বলছে। অল্প কিছুক্ষণ পর দেখা যায় সাবেক এই প্রেসিডেন্ট উঠে দাঁড়িয়ে প্রেসিডেন্ট শিকে কিছু বলছেন এবং মি. শি মাথা নাড়ছেন। সূত্র: বিবিসি বাংলা ।

শি জিনপিংয়ের আরও বড় হওয়ার পথে ছায়া ফেলছে ‘সেতু মানব’

চীনে তিন দশক আগের ‘ট্যাংক ম্যান’র স্মৃতি যেন ফিরে এল ‘ব্রিজ ম্যান’র মধ্য দিয়ে; প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কঠোর কোভিডবিধি এবং শাসননীতির বিরুদ্ধে দেশটির রাজধানী বেইজিংয়ে সেতুতে এই ব্যক্তির বিরল বিক্ষোভ প্রেরণাদায়ী হয়ে উঠেছে নিয়মের বেড়াজালে বন্দি দেশটির প্রতিবাদী বিভিন্ন গোষ্ঠী।বিবিসির এক প্রতিবেদনে গত সপ্তাহে ওই সেতু মানবের বিরল বিক্ষোভ এবং তারপর চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসের মধ্যে তা কীভাবে জনরোষকে উসকে দিচ্ছে, তা তুলে ধরা হয়েছে। ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানী মিং শো হোর ভাষ্য, ব্রিজ ম্যান (বিক্ষোভকারী ব্যক্তি) মানুষের আবেগকে নাড়া দিয়ে গেছেন। তিনি আশার প্রতীক হয়ে উঠেছেন।“কারণ তিনি সবার কথা বলেছেন। আমি মনে করি, জনগণের স্মৃতিতে জ্বলজ্বল করছে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষোভের কখা। এই ব্যক্তির মধ্য দিয়ে চীনের মানুষ একচ্ছত্র আধিপত্যের-নিপীড়নের প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে।” সূত্র: বিডি নিউজ

পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান, আরও ১ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। শনিবার (২২ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাথায় বুলেটের আঘাত লাগে ৩২ বছর বয়সী আরাফাহ রাবির। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।ইসরায়েলি বাহিনীর দাবি, কালকিলিয়া শহরের দক্ষিণ-পূর্বে একটি চেকপয়েন্ট পার হয়ে অবৈধভাবে ইসরায়েলে ঢুকে পড়েছিল একটি গাড়ি। আটকাতে চাইলে পালানোর চেষ্টা চালায় আরোহীরা। এক ইহুদি সেনাকে ধাক্কাও মারে তারা। সেসময় গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। এদিকে, এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের অভিযোগে পূর্ব জেরুজালেমে আরেক ফিলিস্তিনিকে গুলি করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। তেল আবিবের দাবি, আবারও ইহুদি সেনাদের ওপর হামলার চেষ্টা করায় গুলি করা হয় ওই তরুণকে। ঘটনাটি বিবৃতির মাধ্যমে স্বীকার করলেও বলা হয়নি যে পুলিশ কীভাবে তাকে শনাক্ত করেছে, কী ধরনের অস্ত্র নিয়ে যাচ্ছিলেন ওই ফিলিস্তিনি। সূত্র: জাগো নিউজ