আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়
২৩ লাখ ব্রিটিশ পরিবার জ্বালানি বিলে ঋণগ্রস্ত
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই অস্থিরতা চলছে বৈশ্বিক জ্বালানি বাজারে। রাশিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থান ইউরোপকে জ্বালানি সংকটে ফেলে দিয়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে মূল্যস্ফীতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগ্রাসীভাবে সুদের হার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বেড়ে যাচ্ছে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণের খরচ। জীবনযাত্রার উচ্চ ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবারগুলো। এ অবস্থায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) জ্বালানি বিল বকেয়া থাকা ব্রিটিশ পরিবারের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক অফজেমের তথ্য অনুসারে, জুন শেষে ২৩ লাখ ৪৭ হাজার ৫১১টি পরিবারের বিদ্যুৎ বিল এবং ১৮ লাখ ৫৮ হাজার ৫৮৫টি পরিবারের গ্যাস বিল বকেয়া ছিল। উভয় সংখ্যা বছরের প্রথম তিন মাসের চেয়ে প্রায় এক-চতুর্থাংশ এবং ২০২০ সালের শেষ থেকে প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছে।জ্বালানি বিল পরিশোধে ব্যর্থ হওয়া পরিবারের সংখ্যা এমন সময়ে প্রকাশিত হলো যখন ব্রিটিশ অর্থমন্ত্রী জেরেমি হান্ট জ্বালানি বিলের প্রণোদনা মাত্র ছয় মাস স্থায়ী হওয়ার কথা জানায়। যদিও এর আগে প্রণোদনা দুই বছর স্থায়ী হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সূত্র: বণিক বার্তা।
উপরে নরম, ভেতরে গরম
শি জিনপিংকে চিনতেই গেল দশ বছর
অল্প বয়স থেকেই মানসিক এবং মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতার অনুভূতি থেকে স্বায়ত্তশাসন ধারণার জন্ম হয়েছে * শি নীচু জাতের মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন। কারণ তিনি ছোট থেকেই খুব ধুরন্ধর
ক্যালেন্ডারের হিসাবে তখন ২০১২। আজ থেকে ১০ বছর আগে- দলের সর্বেসর্বা হয়ে প্রথমবার ক্ষমতার গদিতে বসলেন শি জিনপিং। কিছু পর্যবেক্ষক ধারণা করেছিলেন, তৃণমূল থেকে উঠে আসা একজন উদারপন্থি কমিউনিস্ট পার্টির নেতা পেল চীন। ওই সময়ে কেউ অতীত কিংবা পারিবারিক ইতিহাস পর্যালোচনা করেননি। কিন্তু তাতে কী! এই দশ বছরে নিজেই তার জাত চিনিয়েছেন শি। ক্ষমতার উত্তাপে তার নরম বহিরাংশ গলে বেরিয়ে এলো ভেতরের তীব্র তাপ। ধীরে ধীরে উন্মোচিত হলো ইস্পাতকঠিন এক উচ্চাকাঙ্ক্ষী ও শক্তিশালী শাসকের অগ্নিমূর্তি। নির্মম, নিয়ন্ত্রণপ্রিয় ও ভিন্নমতের প্রতি অসহিষ্ণু শি হয়ে উঠলেন আধুনিক চীনের মাও সেতুং। এএফপি।চীনের এক মূর্তিমান রহস্যের নাম শি জিনপিং। খোলস পালটে কীভাবে হাসতে হাসতে রুদ্রমূর্তি ধারণ সম্ভব, তার বাস্তব উদাহরণ তিনি। শি’র জীবনের ওপর একটি বইয়ের লেখক আলফ্রেড এল চ্যান বলেন, ‘ক্ষমতার স্বার্থে সংগ্রাম করতে হবে, আমি তার এমন প্রচলিত দৃষ্টিভঙ্গির বিরোধিতা করছি।’ আরেক জীবনীকার অ্যাড্রিয়ান গেইজেস বলেন, ‘শি ব্যক্তিগত সমৃদ্ধির আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত একজন রাষ্ট্রনায়ক। যদিও আন্তর্জাতিক গণমাধ্যম তদন্তে তার পরিবারের অর্জিত সম্পদ প্রকাশ করা হয়েছে।’ গেইজেস আরও বলেন, ‘তবে বলতে দ্বিধা নেই, বিশ্বের কাছে চীনকে সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে দেখতে চাওয়া তার উচ্চাকাঙ্ক্ষী রূপের একটা ভালো দিক।’ সূত্র: যুগান্তর।
ব্রিটিশ পত্রিকাগুলোয় খবর, ঋষি সুনাক হচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার লড়াইয়ে তিনি থাকছেন না। রোববার রাতে তাঁর এই ঘোষণার পর সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন দলটির নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। যুক্তরাজ্যের পত্রিকাগুলোও ঋষি সুনাকের সম্ভাবনার কথা উল্লেখ করে শিরোনাম ও খবর প্রকাশ করেছে প্রথম পাতায় করেছে। দ্য টাইমসের খবরে বলা হয়েছে, বরিস জনসন নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হলো ঋষি সুনাকের জন্য। প্রথম পাতায় ঋষি সুনাকের বড় ছবিও ছেপেছে পত্রিকাটি।এ ছাড়া যুক্তরাজ্যের ডেইলি মিরর ও দ্য সান একই রকম শিরোনাম করেছে। দুটি পত্রিকার শিরোনামে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ঋষি সুনাক। আর ডেইলি এক্সপ্রেসের শিরোনামে বলা হয়েছে, বসির সরে যাওয়ায় নতুন প্রধানমন্ত্রী হতে অপেক্ষায় ঋষি সুনাক। সূত্র: প্রথম আলো
অন্ধকারে ডুবছে ইউক্রেন
ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডকে লক্ষ্যবস্তু করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। দেশজুড়ে বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে আরো রুশ হামলার পর শনিবার ১০ লাখের বেশি পরিবার বিদ্যুিবহীন ছিল। গতকাল রবিবার থেকে রাজধানী কিয়েভে নিয়ম করে লোড শেডিং করা হচ্ছে।ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে আলজাজিরার একজন প্রতিবেদক জানান, ‘রাতভর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।উক্রেনীয়রা বলছে, রুশ বাহিনী তাদের কৌশলে পরিবর্তন এনেছে। তারা বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে হামলা করছে। শনিবারের হামলা ছিল এ পর্যন্ত সবচেয়ে বিস্তৃত। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শনিবার দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ৩৩টি ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া। এর মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে প্রকৌশলীরা হিমশিম খাচ্ছেন। গত কয়েক দিনের রুশ হামলায় এক-তৃতীয়াংশ বিদ্যুেকন্দ্র বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
ইউক্রেনের ১০ লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন
ইউক্রেনের ১০ লাখেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ নেই। দেশটির বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের ডেপুটি প্রধান শনিবার এ কথা জানিয়েছেন। কিরিলো টিমোশেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, এখন পর্যন্ত খমেলনিটস্কি অঞ্চলে ৬ লাখ ৭২ হাজার গ্রাহক, মাইকোলাইভ অঞ্চলে ১ লাখ ৮৮ হাজার ৪০০, ভোলিন অঞ্চলে ১ লাখ ২ হাজার, চেরকাসি অঞ্চলে ২ লাখ ৪২ হাজার, রিভনে অঞ্চলে ১ লাখ ৭৪ হাজার ৭৯০, কিরোভোগার্ড অঞ্চলে ৬১ হাজার ৯১৩ এবং ওডেসা অঞ্চলে ১০ হাজার ৫০০ বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ নেই। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, বিদ্যুৎ অবকাঠামোয় হামলার পরেও রাশিয়া রাতে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে। জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ৩৬ বার রকেট হামলা চালিয়েছে যার অধিকাংশই ভূপাতিত করা হয়েছে। তিনি বলেছেন, এবার সারা দেশজুড়ে বিশাল আকারে হামলা শুরু করা হয়েছে। ইউক্রেনের কেন্দ্রীয় এলাকা, পশ্চিম, দক্ষিণ ও পূর্বের অঞ্চলগুলোতে রাশিয়া হামলা চালাচ্ছে। এর ফলে সেদেশের প্রায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে কিয়েভ জানিয়েছে। তবে মি. জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া যেসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে, তার বেশির ভাগই তারা ভূপাতিত করেছেন। রাশিয়ার এ রকম ব্যাপক হামলা সত্ত্বেও ইউক্রেনের সামরিক বাহিনীর অগ্রযাত্রা ব্যাহত হবে না বলে তিনি দাবি করেছেন। ‘এখনো আমাদের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন শতভাগ ঠেকানোর মতো প্রযুক্তিগত সক্ষমতা নেই। শনিবার একটি ভিডিওবার্তায় বলেছেন ইউক্রেনের এই নেতা। ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ ইউক্রেনারগো জানিয়েছে, আগের মাসে রাশিয়ার বোমা হামলায় বিদ্যুৎ অবকাঠামোর যতটা ক্ষতি হয়েছিল, এবার তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। সূত্র: বিডি প্রতিদিন।
জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা জন কেরির
জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও প্রশমনে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা একটি চিঠিতে কেরি নতুন মুদ্রাস্ফীতি হ্রাস আইনসহ (আইআরএ) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাইডেন প্রশাসনের বেশ কয়েকটি পদক্ষেপও তুলে ধরেন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।জলবায়ু-সংক্রান্ত কর্মকাণ্ড এবং লক্ষ্যের জন্য ঢাকার প্রশংসাকালে কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জলবায়ু উদ্যোগে যোগদানেরও আহ্বান জানান। এর মাধ্যমে বাংলাদেশ অন্যান্য বৃহৎ নির্গমনকারীর জন্য একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে পারে এবং বিশ্ব জলবায়ু প্রক্রিয়ায় অর্থপূর্ণভাবে অংশগ্রহণ করতে তাদের উৎসাহিত করতে পারে। সূত্র; কালবেলা।
তৃতীয় মেয়াদে ক্ষমতায় সি চিন পিং, শীর্ষ দল ঘোষণা
তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হয়েছেন সি চিন পিং। তিনি তার নতুন শীর্ষ দলকেও পরিচয় করিয়ে দিয়েছেন। যাদের মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসাবে সাংহাই পার্টির সাবেক প্রধান লি কিয়াংও রয়েছেন। খবর বিবিসির। গতকাল শনিবার চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০ তম জাতীয় কংগ্রেস শেষ হয়েছে। এতে সি চিনকে দলের মূল নেতা হিসেবে আবারও অনুমোদন দেওয়া হয়। আর এর মাধ্যমেই নজীরবিহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি।বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সপ্তাহজুড়ে চলা সিসিপির পঞ্চবার্ষিক সম্মেলন শেষে গণমাধ্যমে ভাষণ দেন সি চিন পিং। এসময় তিনি বলেন, ‘গতকাল পার্টি সফলভাবে তার কংগ্রেস সমাপ্ত করেছে। আমরা আমাদের ব্যানারকে উঁচু করে ধরে, আমাদের শক্তিকে একত্রিত করে এবং একতাবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছি।’ সূত্র: দৈনিক বাংলা।
ইউক্রেন যুদ্ধ: আমেরিকা-ন্যাটোর ছায়াযুদ্ধের ‘ক্লাসিক’ উদাহরণ!
ইউক্রেনে যুদ্ধ ঘিরে পরমাণু অস্ত্র ব্যবহারের ভয়- কাঁপাচ্ছে পুরো দুনিয়া। এ ভীতি বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে আতঙ্কিত করেছিল কিউবার মিসাইল সংকটকালেও। তখন ছিল এক স্নায়ুযুদ্ধের কাল। বর্তমান সময়টাও তেমনই। আমেরিকার (যুক্তরাষ্ট্র) নেতৃত্বাধীন পশ্চিমা দুনিয়ার বিরোধীতা করছে চীন ও রাশিয়া। ভূরাজনীতির অনেক বিশেষজ্ঞ উভয় শিবিরের বৈশ্বিক আধিপত্যের প্রতিযোগিতাকে বলছেন দ্বিতীয় স্নায়ুযুদ্ধ। ১৯৯০ এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের আগপর্যন্ত বিরোধী পরাশক্তিগুলো একে-অন্যের প্রভাব বিস্তার রুখতে পরোক্ষভাবে লড়েছে, নিজ নিজ মিত্রদের সহায়তা দিয়েছে। ইউক্রেনেও কী বর্তমানে তাই চলছে? এনিয়ে বিশ্লেষণ করেছেন আমেরিকার টুফটস বিশ্ববিদ্যালয়ের কৌশলগত অধ্যয়ন কেন্দ্রের পরিচালক ও আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক মনিকা ডাফি টফট। এশিয়া টাইমসের সূত্রে তার বিশ্লেষণের ভাবানুদিত ও পরিমার্জিত অংশ টিবিএসের পাঠকের জন্য তুলে ধরা হলো—৯ মাসে পা দিয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। পুরো সময়টা ইউক্রেনকে সমর্থন দিয়েছে আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশ। পোল্যান্ড ও লিথুনিয়ার মতো সাবেক সোভিয়েত বলয়ের ন্যাটো সদস্যরা তো তাদের সর্বোচ্চটা দিচ্ছে। সবাই মিলে ব্যতিব্যস্ত রাশিয়াকে হারাতে। জোটবদ্ধ হয়ে তারা দিচ্ছে সর্বাধুনিক অস্ত্র ও অর্থ। পশ্চিমারা প্রশিক্ষণও দিচ্ছে ইউক্রেনীয় বাহিনীকে। দিচ্ছে রুশ অবস্থানে নির্ভুল আঘাত হানার মতো কার্যকর গোয়েন্দা তথ্য। এপর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর যে সাফল্য, সেখানে স্বতঃস্ফূর্ত ভূমিকা আছে কিয়েভের মিত্রদের। এক কথায়, স্নায়ুযুদ্ধের ধ্রুপদী চালেই- রাশিয়া ও পশ্চিমা দুনিয়ার ছায়াযুদ্ধের ময়দান আজ ইউক্রেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
সাইবেরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত
এক সপ্তাহের কম সময়ে রাশিয়ার দুইটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার একটি সুখই এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সাইবেরিয়ার দক্ষিণের ইরকুৎস্ক নগরীর একটি আবাসিক এলাকার উপর পড়ছে। ওই অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ ইন্সটাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বলে জানায় বিবিসি।কোবজেভ বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। উভয় পাইলট নিহত হয়েছেন। তবে স্থানীয় কেউ আহত হননি। সূত্র: বিডি নিউজ
ইমরান খানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মহসিন শাহনেওয়াজ রাঞ্জা শনিবার (২৩ অক্টোবর) ইসলামাবাদের সেক্রেটারিয়েট থানায় মামলাটি দায়ের করেন।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পাকিস্তানের নির্বাচন কমিশনে (ইসিপি) তোশাখানা মামলার বাদী হিসেবে উপস্থিত হওয়ার সময় মহসিন শাহনেওয়াজর ওপর হামলা চালায় পিটিআই সমর্থকরা। পিটিআইয়ের শীর্ষ নেতৃত্বের নির্দেশে খুনের উদ্দেশ্য নিয়েই তার ওপর হামলা চালানো হয়েছিল। তার গাড়ির কাচ ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালিয়েছে হামলাকারীরা। এর আগে বিক্ষোভের সময় সহিংসতার অভিযোগে ইমরান খান, পিটিআইর সাধারণ সম্পাদক আসাদ উমর এবং দলটির আরও ১০০ কর্মীর বিরুদ্ধে দুটি সন্ত্রাসের মামলা দায়ের করা হয়। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও পুলিশের অভিযোগের ভিত্তিতে মামলাগুলো নথিভুক্ত করা হয়। সূত্র: বাংলানিউজ