দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের ম্যাচ পরিত্যক্ত

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে হোবার্টের বেলেরিভ ওভালে ‘বি’- গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। কিন্তু ম্যাচটির ভাগ্য ভেসে যায় বৃষ্টিতে।

সোমবার (২৪ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। কিন্তু টসের পর বৃষ্টির কারণে খেলা মাঠে গড়াতে দেরি হয়। দফায় দফায় বৃষ্টি হওয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। ১টি করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুদল।

বৃষ্টিতে ওভার কমে আসা ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ রানে অধিনায়ক ক্রেইগ আরভিনকে হারায় জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ ওভার শেষেও জিম্বাবুয়ের রান ছিল ৪৬। শেষ দুই ওভারে ওয়েসলি মাধেভিরের ক্যামিওতে নির্ধারিত ৯ ওভার শেষে ৫ উইকেটে ৭৯ রান তোলে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২ উইকেট শিকার করে এনগিডি লুঙ্গি।

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ১.১ ওভার খেলার পরেই আবার বৃষ্টির বাগড়া। পরে তাদের লক্ষ্য নামিয়ে আনা হয় ৭ ওভারে ৬৪ রানের। উঠে যাবার আগে ২৪ রান তুলে ম্যাচ এগিয়ে রাখেন ওপেনার কুইন্টন ডি কক।

ম্যাচের আগে, মাঝে যেমন ঝড়ের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে, তেমনি ম্যাচ চলাকালীনও মুখোমুখি হয় ডি কক ঝড়ের। অপরপ্রান্তে আরেক ওপেনার অধিনায়ক টেম্বা বাভুমাকে কোনো সুযোগই দেননি ডি কক। ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তোলা দক্ষিণ আফ্রিকা যখন জয়ের সুবাস পাচ্ছিলো, ফের বৃষ্টি নামে হোবার্টে। এরপর আর কোনো বল মাঠে গড়ায়নি। ফলে কপাল পুড়ে দক্ষিণ আফ্রিকার। পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তথ্যসূত্র-এনটিভি

সংক্ষিপ্ত স্কোর

Nagad

জিম্বাবুয়ে: ৯ ওভারে ৭৯/৫ (চাকাভা ৮, আরভিন ২, উইলিয়াস ১, রাজা ০, মাধেভিরে ৩৫, শাম্বা ১৮; রাবাদা ২-০-২০-০, পারনেল ২-০-৬-১, লুঙ্গি ২-০-২০-২, নর্জে ২-০-১০-১, মহারাজ ১-০-১০-০)।

দক্ষিণ আফ্রিকা: ৩ ওভারে ৫১/০ (ডি কক ৪৭, বাভুমা ২; চাতারা ১-০-২৩-০, রাজা ১-০-১১-১, এনগারাভা ১-০-১৭-০)

ফল: ম্যাচ পরিত্যক্ত

সারাদিন/২৪ অক্টোবর/এমবি