আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

অর্থনৈতিক সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঋষির

যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। সরকারের সর্বোচ্চ পদে বসার আগে এ আহ্বান জানালেন ভারতীয় বংশোদ্ভূত এই নেতা।অর্থনৈতিক সংকটের জেরে দেশটির প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে বিদায় নিচ্ছেন লিজ ট্রাস। তিনি পদত্যাগের ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে ছিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডান্ট ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে বরিস জনসন নিজ থেকেই সরে দাঁড়ান। আর পেনি মরডান্ট ১০০ কনজারভেটিভ আইনপ্রণেতার সমর্থন না পাওয়ায় মূল লড়াইয়ে অংশ নিতে পারেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান ঋষি সুনাক।জয় নিশ্চিত হওয়ার পর প্রথম ভাষণে যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকটকে ‘গভীর’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, তাঁর ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হবে কনজারভেটিভ পার্টি ও দেশের জনগণকে ঐক্যবদ্ধ করা। এ ছাড়া যুক্তরাজ্যে স্থিতিশীলতা আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সূত্র: প্রথম আলো


তেজস্ক্রিয় বোমা হামলার আশঙ্কা
রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করল ইউক্রেন

ইউক্রেন তেজস্ক্রিয় বোমা ব্যবহার করতে পারে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেন এমন আশঙ্কার কথা নাকচ করে বলেছে, এসব হচ্ছে বেহুদা কথা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, এমন কথার মানে হলো যে রাশিয়াই বরং এমন হামলা চালানোর প্রস্তুতি নিতে পারে।এ ধরনের তেজস্ক্রিয় বিস্ফোরক বোঝাতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ‘ডার্টি বম্ব’ শব্দ ব্যবহার করেন।ইউক্রেনের মিত্ররা এই দাবি প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ‘যুদ্ধের’ তীব্রতা বৃদ্ধিতে রাশিয়ার যেকোনো ছলছুতো প্রত্যাখ্যান করছে।যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে ফোনে আলাপকালে সের্গেই প্রথম ‘ডার্টি বম্ব’ শব্দের উল্লেখ করেন। রুশ প্রতিরক্ষমন্ত্রী বলেন, তেজস্ক্রিয় বিস্ফোরক ব্যবহারে কিয়েভের সম্ভাব্য উসকানি নিয়ে তিনি উদ্বিগ্ন। সূত্র: কালের কণ্ঠ

মিয়ানমারে কনসার্টে বিমান হামলায় নিহত বেড়ে ৬০

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আয়োজিত এক কনসার্টে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দেশটির প্রখ্যাত শিল্পী ও গায়কেরাও রয়েছেন। এ হামলায় অন্তত ১০০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। কাচিনের শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের (কেআইও) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শিল্পীরা মঞ্চে পারফর্ম করার সময় হামলা চালানো হয়। গতকাল রোববার রাত ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।২০২১ সালের ১ ফেব্রুয়ারি দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় দেশটির সামরিক বাহিনী। তখন থেকেই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটির হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ দেখিয়ে আসছে। কিন্তু দেশটির আইনশৃঙ্খলা বাহিনী প্রায়ই অভিযান চালিয়ে আসছে। এতে এক হাজারের বেশি স্বৈরশাসনবিরোধী বিক্ষোভকারী নিহত হন। সূত্র: দ্য গার্ডিয়ান -সূত্র: সমকাল


যুক্তরাজ্যে ‘গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ’ নিয়ে সুনাকের সতর্কবার্তা

Nagad

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে জয়ী হয়েই প্রথম ভাষণে সামনে থাকা গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করেছেন ঋষি সুনাক।২ মিনিটেরও কম সময়ের এ সংক্ষিপ্ত ভাষণে সুনাক বলেন, তিনি নম্রতা এবং সততার সঙ্গে ব্রিটিশ জনগণের সেবা করে যাবেন। সম্প্রতি কয়েক বছরে এমন নেতৃত্বেরই অভাব ছিল বলে মনে করেন বেশির ভাগ টোরি এমপি।বিবিসি জানায়, সুনাক তার ভাষণে দেশ ঘোরতর অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে স্বীকার করে স্থিতিশীলতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে দলে ঐক্যেরও ডাক দেন তিনি। দেশে গভীর বিভক্তি এবং অর্থনীতিতে মন্দার একটি সময়ে সুনাক প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন। এই দুঃসময় তার প্রধানমন্ত্রীত্বের আমলে ছায়া ফেলবে বলেই মনে করা হচ্ছে।সামনে ৩১ অক্টোবরেই প্রকাশ করার কথা রয়েছে একটি অর্থনৈতিক পরিকল্পনা। এই পরিকল্পনায় যুক্তরাজ্যের অর্থনৈতিক অবস্থা উন্নত করার চেষ্টায় কিছু কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে। সূত্র: বিডি নিউজ


রাশিয়াকে টারবাইন দিচ্ছে ইরান
মস্কোর ‘ডার্টি বোমা’র অভিযোগ প্রত্যাখ্যান পশ্চিমের

রাশিয়াকে ড্রোন দেওয়ার পর এবার ৪০টি গ্যাস টারবাইন সরবরাহ করতে যাচ্ছে ইরান। গ্যাসশিল্পে রাশিয়াকে সহায়তার লক্ষ্যেই রোববার টারবাইন দেওয়ার ঘোষণা দিল ইরান। ইউক্রেনে যুদ্ধের জের ধরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গ্যাসশিল্পে সরঞ্জাম সংকটে পড়েছে মস্কো। সোমবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নৌশাদি বলেছেন, ইরান নিজেদের তৈরি ৪০টি টারবাইন রাশিয়ায় রপ্তানি করতে চুক্তিবদ্ধ হয়েছে। তবে কোথায় এ চুক্তি সই হয়েছে কিংবা কখন টারবাইনগুলো সরবরাহ করা হবে-তা স্পষ্ট করা হয়নি। ইরানের দাবি, তাদের শিল্পসংক্রান্ত সফলতা শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নেই। গ্যাসশিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামের ৮৫ শতাংশ ইরানের ভেতরেই নির্মিত হয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। পালটা ব্যবস্থা হিসাবে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ হ্রাস ও কোথাও কোথাও স্থগিত করেছে রাশিয়া। তবে মস্কো জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার গ্যাস অবকাঠামো যথাযথ রক্ষণাবেক্ষণে সমস্যা হচ্ছে। গ্যাস টারবাইন মেরামতের জন্য পাঠানো হয়েছিল কানাডা। কিন্তু সেটি ফেরত আনা সম্ভব হচ্ছে না। সূত্র: যুগান্তর।

তিহাস গড়ে সেই ঋষি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতিদ্বন্দ্বিতার দৌড় থেকে বরিস জনসনের সরে যাওয়া এবং প্রয়োজনীয়সংখ্যক দলীয় এমপির সমর্থন না পাওয়ায় পেনি মরডন্ট ছিটকে পড়ায় ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ভারতীয় বংশোভূত ঋষি সুনাক।

প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এক টুইটবার্তায় ঋষি সুনাক লেখেন, ‘যুক্তরাজ্য একটি মহান দেশ। তবে আমরা গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি।’ সুনাক বলেন, ‘আমরা আমাদের অর্থনীতির পুনর্গঠন করতে পারব, আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে পারব এবং দেশের জন্য কাজ করতে পারব। তবে যে ঝুঁকিগুলো আমাদের সামনে এসেছে তা করোনার সময়ের চাইতেও বেশ কঠিন। অন্যদিকে যে সুযোগগুলো আমাদের সামনে আছে, যদি সেগুলো আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে তা হবে বিস্ময়কর।’ ২০১৯ সালের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সুনাক বলেন, সরকার পরিচালনায় তার সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় থাকবে। উল্লেখ্য, এর আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জনসন জানান, ‘এটা করা ঠিক হবে না’ বলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এরপর গতকাল স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে প্রার্থীরা ১০০ জন কনজারভেটিভ আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করতে না পারায় ঋষির আরেক প্রতিদ্বন্দ্বী পেনি মরডন্ট দৌড় থেকে ছিটকে পড়েন। সে অনুযায়ী পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের নাম নিশ্চিত হয়। এভাবেই বহুজাতিক ও বহুমাত্রিক ব্রিটেনে ৩০১ বছর পর প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হয়ে ঋষি সুনাক ইতিহাস গড়লেন। ব্রিটেনের রাজনীতিতে কয়েক বছর ধরেই সক্রিয় ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। সাউদাম্পটনে থাকত তাঁর পরিবার। ১৯৮০ সালের ১২ মে সেখানেই ঋষির জন্ম। আফ্রিকান হিন্দু পাঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা তাঁর। সূত্র: বিডি প্রতিদিন।

রাশিয়াকে টারবাইন দিচ্ছে ইরান
মস্কোর ‘ডার্টি বোমা’র অভিযোগ প্রত্যাখ্যান পশ্চিমের

রাশিয়াকে ড্রোন দেওয়ার পর এবার ৪০টি গ্যাস টারবাইন সরবরাহ করতে যাচ্ছে ইরান। গ্যাসশিল্পে রাশিয়াকে সহায়তার লক্ষ্যেই রোববার টারবাইন দেওয়ার ঘোষণা দিল ইরান। ইউক্রেনে যুদ্ধের জের ধরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গ্যাসশিল্পে সরঞ্জাম সংকটে পড়েছে মস্কো। সোমবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নৌশাদি বলেছেন, ইরান নিজেদের তৈরি ৪০টি টারবাইন রাশিয়ায় রপ্তানি করতে চুক্তিবদ্ধ হয়েছে। তবে কোথায় এ চুক্তি সই হয়েছে কিংবা কখন টারবাইনগুলো সরবরাহ করা হবে-তা স্পষ্ট করা হয়নি। ইরানের দাবি, তাদের শিল্পসংক্রান্ত সফলতা শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নেই। গ্যাসশিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামের ৮৫ শতাংশ ইরানের ভেতরেই নির্মিত হয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। পালটা ব্যবস্থা হিসাবে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ হ্রাস ও কোথাও কোথাও স্থগিত করেছে রাশিয়া। তবে মস্কো জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার গ্যাস অবকাঠামো যথাযথ রক্ষণাবেক্ষণে সমস্যা হচ্ছে। গ্যাস টারবাইন মেরামতের জন্য পাঠানো হয়েছিল কানাডা। কিন্তু সেটি ফেরত আনা সম্ভব হচ্ছে না। তাই তারা দ্বারস্থ হয়েছে ইরানের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরেই ইউরোপের উদ্দেশে বলেছিলেন, আমাদের গ্যাস টারবাইন দিন। আমরা নর্ড স্ট্রিম লাইন চালু করে দেব। মূলত রাশিয়া ও জার্মানির মধ্যে গ্যাস সরবরাহের প্রধান লাইন হচ্ছে নর্ড স্ট্রিম। নর্ড স্ট্রিম বন্ধ করে রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বলে অভিযোগ পশ্চিমা দেশগুলোর। বিশ্বের সবচেয়ে বড় গ্যাসের মজুত ইরান ও রাশিয়ার হাতে। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় পড়েছে দেশ দুটি। সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে জোর দিয়েছে রাশিয়া ও ইরান। গত জুলাইয়ে তেহরান সফর করেন পুতিন। সেসময় তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ হয় রাশিয়া ও ইরান। সূত্র: যুগান্তর।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক, বরিসের পর সরে দাঁড়ালেন মর্ডন্টও

বরিস জনসনের পর নিজেকে প্রধানমন্ত্রীত্ব পদের লড়াই থেকে সরিয়ে নিলেন পেনি মর্ডান্ট। এতে করে নতুন কনজারভেটিভ নেতা এবং প্রধানমন্ত্রীর পদ নিশ্চিত করলেন ঋষি সুনাক। খবর দ্য গার্ডিয়ান-এর।আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল নাগাদ সংসদীয় দলের অর্ধেকেরও বেশি সমর্থন নিশ্চিত করেছেন সুনাক। সাবেক এ অর্থমন্ত্রী এর আগে প্রধানমন্ত্রীত্বের পদের লড়াইয়ে লিজ ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন।প্রধানমন্ত্রীত্বের জন্য লড়াইয়ের যোগ্যতা হিসেবে সোমবার স্থানীয় সময় দুপুর দুইটা নাগাদ ন্যূনতম ১০০ এমপির মনোনয়ন জমাদানের শর্ত ছিল প্রার্থীদের। এর আগের দিন রবিবার রাতেই সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেকে লড়াই থেকে সরিয়ে নেন। তিনি বলেছেন, প্রয়োজনীয় মনোনয়ন পেলেও দলকে একতাবদ্ধ করার জন্য তা পর্যাপ্ত ছিলনা। এরপর পেনি মর্ডন্ট সরে দাঁড়ালে একমাত্র প্রার্থী বনে যান সুনাক। তাই নিয়ম অনুযায়ী দেড় লাখ টোরি সদস্যরা চাইলেও তাকে বাধা দিতে পারবেননা।মাত্র ৪৪ দিন ক্ষমতায় থাকার পর নানা সমালোচনার মুখে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) লিজ ট্রাসের পদত্যাগের পর কতিপয় কনজারভেটিভ এমপি সুনাকের প্রতি তাদের সমর্থন পরিষ্কার করেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস স্কুলে প্রবেশ করে এ হামলা চালায়। হামলার ঘটনার পরপরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার প্রাথমিক কারণ সম্পর্কে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। সেন্ট লুইস পাবলিক স্কুল বলছে, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত আটকাতে’ সক্ষম হয়েছে।পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে হামলাকারীও নিহত হয়।তবে চারশ শিক্ষার্থীর ওই স্কুলে কেন হামলা চালান ওই তরুণ তা এখনও স্পষ্ট জানা যায়নি।এর আগে, পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানায়, স্কুলেই এক মেয়ে শিক্ষার্থীকে মৃত ঘোষণা করা হয়। অপর এক নারী হাসপাতালে নেওয়ার পর মারা যান।স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আহত ৭ জনের মধ্যে তিনজন মেয়ে ও চারজন ছেলে। তাদের অবস্থাও গুরুতর। সূত্র: জাগো নিউজ


পাকিস্তানি সাংবাদিক আরশাদকে কেনিয়ায় গুলি করে হত্যা

পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক আরশাদ শরিফকে কেনিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে। তার স্ত্রী গতকাল সোমবার এক টুইটার পোস্টে এ তথ্য জানান। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। খবর দ্য ডনের। শরিফের স্ত্রী জাভেরিয়া সিদ্দিকি টুইটার পোস্টে বলেন, ‘আমি আমার স্বামী, বন্ধু এবং প্রিয় একজন সাংবাদিককে আজ হারালাম। পুলিশ বলছে, কেনিয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দয়া করে ব্রেকিং নিউজের নাম করে আমাদের ব্যক্তিগত ছবি ও তথ্য শেয়ার করবেন না। আমাদের জন্য দোয়া করবেন।’ গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে অবশ্য বলা হয়েছিল, আরশাদ শরিফ এক দুর্ঘটনায় মারা গেছেন। পরে তার স্ত্রী নিশ্চিত করেন, আরশাদকে গুলি করে হত্যা করা হয়েছে।কিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অসিম ইফতেখার ডনকে জানান, কেনিয়ায় পাকিস্তানের হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে। শরিফ সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিও করতেন। তিনি একজন টেলিভিশন উপস্থাপকও ছিলেন। সাংবাদিকতাবিষয়ক বহু পুরস্কার পাওয়া শরিফ পাকিস্তানের বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর সমালোচক ছিলেন।