করোনা: দেশে আরও ১ মৃত্যু, শনাক্ত ১৮৫

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কোভিডে সংক্রমিতদের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮৫ জন। যা আগের দিন ছিল ২০৫ জন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৭০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Nagad