ডেঙ্গুতে মৃত্যু আরও ৫ জনের, হাসপাতালে ভর্তি ৪৪০ জন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২

Saradin.news

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গুতে নতুন করে পাঁচজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১২৮ জনে। এ ছাড়া নতুন ৪৪০ রোগী নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫৩৯ জন।

বর্তমানে সারা দেশে তিন হাজার ৫৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২৮০ জন এবং ঢাকার বাইরে এক হাজার ২৫৯ জন।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৫ হাজার ২৬২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৭২ জন ও ঢাকার বাইরে ১০ হাজার ৮৯০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৭৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৫৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ৫৯৫ জন। এদের মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২২ হাজার ১৯ জন এবং ঢাকার বাইরে নয় হাজার ৫৭৬ জন।

Nagad

উল্লেখ্য চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ২৬২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৫৯৫ জন।