টি-টোয়েন্টি বিশ্বকাপ: ম্যাচ টেনে তোলার চেষ্টায় সাকিব-শান্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হন ওপেনার সৌম্য সরকার। এরপর দলীয় ৩২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ম্যাচ টেনে তোলার চেষ্টা করছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক সাকিব আল হাসান। দুজনে মিলে গড়েছেন ৫০ রানের জুটি।

আজ রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজ জিততেই হবে বাংলাদেশকে।  যদি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে ঠিকে থাকতে হয়।

গত ২৭ অক্টোবর পাকিস্তানকে ১ রানে হারিয়ে উজ্জীবিত জিম্বাবুয়ে। অন্যদিকে একই দিনে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে হেরে কিছুটা চাপে রয়েছে বাংলাদেশ দল।

বর্তমানে গ্রুপ ‘বি’ তে ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে জিম্বাবুয়ে। আর ২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে বাংলাদেশ। গত ২৪ অক্টোবর নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে ২ পয়েন্ট অর্জন করে লাল-সবুজের দল।

বাংলাদেশ একাদশ: 

Nagad

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন।