আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
দক্ষিণ কোরিয়ায় জাতীয় শোক, নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৫১-তে পৌঁছেছে। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। খবর এএফপি ও রয়টার্সের পদদলনের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউন। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।এক বিবৃতিতে ইউন বলেন, ‘এটি সত্যিই হৃদয়বিদারক ঘটনা। সিউলের কেন্দ্রে এ রকম একটি বিপর্যয়কর ঘটনা ঘটা ঠিক হয়নি।’গতকাল শনিবার রাতে ইটাওন এলাকায় হ্যালোইন উৎসব উদ্যাপনকালে ভিড় বেড়ে যায়। একটি সরু গলির মধ্যে পদদলনের এ ঘটনা ঘটে। উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চোই সাং-বিয়ম বলেছেন নিহত ১৫১ জনের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁরা চীন, ইরান, উজবেকিস্তান ও নরওয়ের নাগরিক। তিনি আরও বলেন, আহত ৮২ জনের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। সূত্র: প্রথম আলো
বিক্ষোভ শেষ করার হুঁশিয়ারি
গতকাল শনিবারই ইরানের চলতি বিক্ষোভের শেষ দিন—এমন মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইজিআরসি) কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। তরুণী মাশা আমিনির মৃত্যুর জেরে শুরু হওয়া আন্দোলন দমনে গতকাল শনিবার এ দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করেন তিনি।
ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরে একটি অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেন সালামি গতকাল বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘রাস্তায় আসা বন্ধ করুন। আজ (গতকাল) শনিবারই রাস্তায় নামার শেষ দিন।’ এ সময় তিনি আরো বলেন, ‘কোনো বিপথগামী ইরানের বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ’গত বুধবার শিরাজ শহরে শিয়া সম্প্রদায়ের শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী এর দায় স্বীকার করেছে। তাৎপর্যপূর্ণভাবে ওই দিন ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ৪০ দিন পার হয়। শিরাজ শহরে হামলায় নিহতদের দাফন অনুষ্ঠানে উপস্থিত হয়ে গতকাল হোসেন সালামি চলতি বিক্ষোভ প্রতিরোধের ওই চূড়ান্ত ঘোষণা দেন। সূত্র: কালের কণ্ঠ
দিল্লির বায়ুদূষণ ফের চরম পর্যায়ে
শীতকালে বেশ কয়েক বছর ধরেই ভারতের রাজধানী দিল্লির বাতাস ভয়াবহ দূষণের শিকার হচ্ছে। শুষ্ক আবহাওয়া, পার্শ্ববর্তী দুই রাজ্য হরিয়ানা ও উত্তর প্রদেশে বিপুল পরিমাণ খড়-বিচালি পোড়ানো এবং মোটরযান থেকে নিঃসৃত ধোঁয়া মূলত এই দূষণের জন্য দায়ী। কিন্তু চলতি বছর শীত জেঁকে বসার আগেই বায়ুদূষণ শুরু হয়েছে। বাতাসের গুণাগুণ সংক্রান্ত আন্তর্জাতিক সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল দিল্লির বাতাস ‘গুরুতর’ দূষিত অবস্থায় ছিল। জাতিসংঘের অন্যতম অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচআই) তত্ত্বাবধানে পরিচালিত এই সূচক অনুযায়ী, কোনো শহরের বাতাসের গুণাগুণ যদি শূন্য থেকে ৫০ পয়েন্টের মধ্যে থাকে তাহলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০র মধ্যে থাকলে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ পয়েন্টের মধ্যে থাকলে ‘সহনীয়’, ২০১ থেকে ৩০০র মধ্যে থাকলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০র মধ্যে থাকলে ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০র মধ্যে থাকলে ‘গুরুতর’। একিউআই সূচকের তথ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টার দিকে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকার বাতাসের গুণাগুণ ছিল ৪০০ থেকে ৪০১ পয়েন্ট। এ ছাড়া দিল্লির অন্তর্ভুক্ত বা সংলগ্ন বিভিন্ন জেলা শহরের বাতাসের গুণাগুণও প্রায় একই রকম। বিডি প্রতিদিন।
নতুন কভিডজনিত বিধিনিষেধ ও বৈশ্বিক দুর্বল চাহিদা
চীনের ব্যবসায়িক কার্যক্রম ফের গতি হারানোর শঙ্কা
চীনের ব্যবসায়িক কার্যক্রম পুনরায় গতি হারিয়েছে। চলতি মাসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির কারখানা কার্যক্রমে কোনো প্রবৃদ্ধি না পাওয়ার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। যদিও টানা দুই মাস সংকোচনের পরে গত মাসে দেশটির শিল্পোৎপাদন কার্যক্রম কিছুটা বেড়েছিল। তবে নতুন করে কভিডজনিত বিধিনিষেধ এবং বৈশ্বিক চাহিদা নিম্নমুখী হওয়ায় পুনরায় উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।রয়টার্সের জরিপ অনুসারে, চলতি মাসে চীনের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ৫০ পয়েন্টে নামবে। এ সূচক সেপ্টেম্বরের ৫০ দশমিক ১ পয়েন্টের চেয়ে কম। আগস্টে এ সূচক ৪৯ দশমিক ৪ এবং জুলাইয়ে ৪৯ পয়েন্টে ছিল। পিএমআই ৫০ পয়েন্টের নিচে ওই খাতের সংকোচন এবং এর ওপরে প্রসারিত হওয়ার চিত্র তুলে ধরে।বিশ্বের বিভিন্ন দেশ কভিডজনিত বিধিনিষেধ শিথিল করে অর্থনীতি পুনরুদ্ধারে মনোযোগ দিয়েছে। তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি সংক্রমণ নিয়ন্ত্রণে এখনো লকডাউন, গণপরীক্ষা ও কোয়ারেন্টিনের মতো পদক্ষেপ গ্রহণ চালিয়ে যাচ্ছে। এসব পদক্ষেপ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আঘাত করেছে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিপর্যয়ে ফেলে দিয়েছে। এদিকে কভিডের বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতে ইউক্রেন যুদ্ধের প্রভাবে পুনরায় ক্ষতির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। এ অবস্থায় রেকর্ড মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে প্রধান অর্থনীতিগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে সুদের হার। তৈরি হয়েছে অর্থনৈতিক মন্দার ঝুঁকি। সব মিলিয়ে টালমাটাল এক পরিবেশে ব্যয়ে লাগাম টেনেছেন ভোক্তারা। এতে বিশ্বজুড়েই ধীর হয়ে পড়েছে চাহিদা। এ পরিস্থিতি রফতানিমুখী খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সূত্র: বণিক বার্তা ।
ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করল রাশিয়া
ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের ওপর আক্রমণের জের ধরে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে রাশিয়া। শনিবার (২৯ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস। খবর রয়টার্স-এর।
শনিবার সকালে রাশিয়া জানায়, রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলের কৃষ্ণ সাগরে ড্রোনের সাহায্যে বাল্টিক সি ফ্লিটের ওপর আক্রমণ চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘ব্রিটিশ বিশেষজ্ঞদের সহযোগিতায় ব্ল্যাক সি ফ্লিট ও ‘শস্য করিডোরের’ নিরাপত্তা নিশ্চিতকরণে যুক্ত বেসামরিক জাহাজের ওপর কিয়েভের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা বিবেচনায় নিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে কৃষিপণ্য রপ্তানি চুক্তি বাস্তবায়নে রাশিয়া তার অংশগ্রহণ স্থগিত করছে।’এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ড্রোন আক্রমণ দেশটি প্রতিহত করেছে। এতে কেবল একটি রাশিয়ান মাইনসুপারের অল্প ক্ষতি হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
বাংলাদেশ নিয়ে আইএমএফের সাধারণ হিসাব
জমা ১৬৫ কোটি, বকেয়া ঋণ ৪৬ কোটি ডলার
আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছে ঋণের চেয়ে প্রায় পৌনে চারগুণ বেশি অর্থ জমা রেখেছে বাংলাদেশ। ঝুঁকি মোকাবিলায় জরুরি ঋণ সহায়তা পেতে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণে এসব অর্থ জমা রেখেছে। আইএমএফের সাধারণ সম্পদ হিসাব বা জেনারেল রিসোর্সেস অ্যাকাউন্ট (জিআরএ) কোটায় বাংলাদেশের জমা ১৬৫ কোটি ডলার। এর বিপরীতে ঋণের বকেয়া স্থিতি মাত্র ৪৫ কোটি ডলার। এছাড়া বর্তমানে ঋণের কোটার চেয়েও বকেয়ার স্থিতি কম। বর্তমান কোটা ১৩৭ কোটি ডলার। কোটা ও জমার চেয়ে বকেয়ার স্থিতি কম হওয়ায় বাংলাদেশকে ঋণ দিতে নিরাপদ মনে করে আইএমএফ। বৈশ্বিক মন্দা এবং দেশের অভ্যন্তরীণ প্রভাব মোকাবিলা করতে গত জুলাইয়ে আইএমএফের কাছে বাংলাদেশ ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। আইএমএফ সদস্য দেশের কোটা ও জমার মধ্যে সমন্বয় করে সাধারণত চারগুণ ঋণ দিয়ে থাকে। এ হিসাবে বাংলাদেশ ৫৫০ কোটি ডলারের ঋণ পেতে পারে। বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আইএমএফের একটি মিশন ঢাকা সফর করছে। বুধবার থেকে মিশনের কাজ শুরু হয়েছে। চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ইতোমধ্যে তারা অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে। সাইড লাইনে তারা বেসরকারি খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গেও বৈঠক করবে। যুগান্তর
ব্যালট পেপারে আমাজনের ভাগ্য
ব্রাজিলবাসী আজ রোববার ভোটাভুটির মধ্য দিয়ে চূড়ান্তভাবে একজন নতুন প্রেসিডেন্টকে বেছে নিতে যাচ্ছে। তবে এবারের ব্যালট পেপারে প্রেসিডেন্টের সঙ্গে পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনের ভাগ্যও যেন নির্ধারিত হবে। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট আজ নেয়া হবে। দেশটির ভোটাররা বামপন্থি সাবেক প্রেসিডেন্ট নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে বেছে নেবেন নাকি বর্তমান ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারোকেই বহাল রাখবেন- সেটাই এখন দেখার বিষয়।সুবিশাল আমাজন অরণ্যের ৬০ শতাংশ ব্রাজিলের মধ্যে পড়েছে। দেশটির রাজনীতি ও জনজীবনে আমাজন বনের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী নেতার ওপর আমাজন বনের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে পরিবেশের জন্য কী ধরনের পদক্ষেপ নেবেন সে বিষয়ে তেমন কিছুই জানাননি। তার প্রচারণাকারী দলও এ ব্যাপারে কিছু বলতে নারাজ। আরেক প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট লুলা আমাজন বনাঞ্চল ধ্বংসের প্রক্রিয়া বন্ধ করার এবং জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: দৈনিক বাংলা।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে হ্যালোইন উৎসবে ভিড়ে চাপা পড়ে ১৫১ জনের মৃত্যু
দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল শহরে হ্যালোইন উৎসব উদযাপনের জন্য সমবেত হওয়া বিপুল জনতার ভিড়ে চাপা পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫১ জন নিহত এবং আরো ১৫০ জন আহত হয়েছে।একজন দমকল কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন ৭৪টি মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে, অন্য আরো ৪৬টি মৃতদেহ শনাক্ত করার জন্য নিকটবর্তী একটি শরীরচর্চা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।কিছুক্ষণ আগে পর্যন্ত মৃতের সংখ্যা প্রতি ঘন্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। গত এক ঘন্টাতেই মৃতের সংখ্যা ৫৯ থেকে বেড়ে ১২০-এ উঠে যায়। সোল শহরের একটি জনপ্রিয় নৈশ বিনোদন এলাকা ইতেওন-এ হ্যালোইন উদযাপনের জন্য প্রায় এক লক্ষ লোক সমবেত হয়েছিল বলে খবরে বলা হয়। কোভিড মহামারীর পর দেশটিতে এবারই প্রথমবারের মত উন্মুক্ত স্থানে হ্যালোইন উদযাপন হচ্ছে।এক খবরে বলা হয়, স্থানীয় সময় রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। রয়টার্স বার্তা সংস্থাকে একজন দমকল কর্মকর্তা জানিয়েছেন, ওই এলাকার একটি পাহাড়ের ওপরদিকে থাকা লোকেরা নিচে পড়ে গেলে একটি সরু গলিতে থাকা বিপুল সংখ্যক মানুষের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। সূত্র: বিবিসি বাংলা।
বিশ্বকাপের আগে দোহায় শ্রমিক উচ্ছেদ
বিশ্বকাপ উপলক্ষে কাতারে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের ঢল নামবে। তাদের আবাসনের জন্য রাজধানী দোহা থেকে অভিবাসী শ্রমিকদের সরিয়ে নিচ্ছে আয়োজক দেশটি। সূত্রের বরাত দিয়ে রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, অভিবাসী শ্রমিকদের মধ্যে বিশেষ করে এশিয়ান ও আফ্রিকার শ্রমিকদের উচ্ছেদ করা হচ্ছে। দোহাতে ডজনের বেশি বাড়ি কর্তৃপক্ষ খালি করেছে। সেখানে থাকা শ্রমিকরা ফুটপাতে, সাবেক আবাস স্থালে আশ্রয় খুঁজছেন।কাতার বিশ্বকাপ স্বত্ব পাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। বিশেষ করে, দেশটিতে অভিবাসী শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের অমানবিক আচরণ নিয়ে মাঝেমধ্যেই খবর আসে।আগামী ২০ নভেম্বর কাতার বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। আসর শুরুর চার সপ্তাহের কম সময় আগে হঠাৎ করে স্টেডিয়াম ও অন্যান্য প্রকল্পে কাজ করা অভিবাসী শ্রমিকদের এভাবে ঘরছাড়া করার খবর নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। সূত্র: বিডি নিউজ
সাউথ কোরিয়ায় হ্যালোইন উৎসবে মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি
সাউথ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে ১শ ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৬ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিউলের ইথেওন এলাকায় হ্যালোইন উদ্যাপনের সময় একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ ঢুকে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হতাহতের মধ্যে কিশোর-কিশোরী ও ২০ বছর বয়সীদের সংখ্যাই বেশি। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট। সূত্র: চ্যালেন আই অনলাইন।