আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

টেকনাফে এসেছে মিয়ানমারের প্রতিনিধিদল, চলছে পতাকা বৈঠক

সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) কক্সবাজারের টেকনাফে পতাকা বৈঠকে বসেছে। ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে বৈঠক আজ রোববার সকাল ১০টার দিকে শুরু হয়েছে।
এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে দুটি স্পিডবোটে করে নাফ নদী পাড়ি দিয়ে বিজিপির সাত সদস্যের একটি দল টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের গাড়িতে করে শাহ্পরীর দ্বীপে বিজিবির সীমান্ত চৌকি–সংলগ্ন বাংলোতে নেওয়া হয়। সেখানেই পতাকা বৈঠক হচ্ছে।টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার প্রথম আলোকে বলেন, তাঁর নেতৃত্বে আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল বৈঠকে বসবে। তবে মিয়ানমারের প্রতিনিধিদলের পক্ষে কে নেতৃত্ব দেবেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। আজ বিকেল চারটার দিকে টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়ন সদরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হবে। সূত্র: প্রথম আলো

বিএনপি দেশ গিলে খাবে

বিএনপির আমলে রিজার্ভ ছিল চার বিলিয়ন। বিএনপি রিজার্ভও খেয়ে ফেলেছিল। তারা অর্থনীতি গিলে ফেলেছিল। এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শ গিলে ফেলেছিল।এবার যদি ক্ষমতায় যেতে পারে, বিএনপি দেশসহ গিলে খাবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের উন্মুক্ত স্থানে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন। তিনি বিএনপি থেকে সাবধান থাকার জন্য দেশবাসীকে সতর্ক করেন।গতকাল ছিল ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন। সেই অনুষ্ঠানকে আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তি হিসেবে প্রদর্শনের জন্য সমাবেশের মতো করে আয়োজন করে। লক্ষ্য ছিল একই দিনে রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের পাল্টা জবাব দেওয়া। বিএনপির আগের তিন সমাবেশে বিপুল লোকসমাগম আলোচনায় আসায় ক্ষমতাসীন আওয়ামী লীগও গতকালের সমাবেশে বিপুল লোকসমাগম করা হবে বলে প্রচারণা চালায়। রংপুরের চেয়ে বেশি লোক জড়ো করার ঘোষণাও দিয়েছিলেন সমাবেশের আয়োজনের দায়িত্বে থাকা দলীয় নেতারা। সূত্র: কালের কণ্ঠ

হাস্যকর নামে দল নিবন্ধন আবেদন
মুসকিল লীগ, ইত্যাদি পার্টি, বেকার সমাজ, বৈরাবরীসহ বিভিন্ন নামে ইসির নিবন্ধন চায় ৪০ রাজনৈতিক দল

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অদ্ভুত-হাস্যকর নামে বিভিন্ন রাজনৈতিক দল নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে। এসব দল অনেকটাই প্যাডসর্বস্ব। কোনো দলের সাইন বোর্ড থাকলেও নিজস্ব অফিস নেই। অনেকেই নিজের বাসার ঠিকানা বা দোকানের ঠিকানায় দলীয় অফিস দেখিয়েছেন। ইসির কর্মকর্তারা বলছেন, সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালেও নামসর্বস্ব ৭৬ দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এবারেও অদ্ভুত-হাস্যকর ও হরেক নামে অনেক দল ইসির নিবন্ধন পেতে আবেদন করেছে। আজ আবেদন দাখিলের শেষ দিনে হয়তো আরও আবেদন আসতে পারে। তারা বলছেন, এবারের নতুন ৪০ দলের মধ্যে অদ্ভুত-হাস্যকর নামগুলো হচ্ছে- মুসকিল লীগ, ইত্যাদি পার্টি, বেকার সমাজ, বৈরাবরী পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল, সর্বজনীন দল, গজো প্রভৃতি। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ
বাজারভিত্তিক সুদহারেই ফিরে যেতে হবে

ঋণের সুদহার বেঁধে দিলে বড়রা উপকৃত হন, বঞ্চিত হয় ছোটরা। অর্থনীতির এ তত্ত্ব বহু আগে থেকেই চর্চিত হচ্ছে বিশ্ব অর্থনীতিতে। বাংলাদেশেও ২০২০ সালে সব ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশে নির্দিষ্ট করা হয়। সুদহার বেঁধে দেয়ার পর দেশের কৃষি খাতসহ কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের ঋণবঞ্চিত হওয়ার কথা উঠেছিল। এবার বাংলাদেশ ব্যাংকের গবেষণায় তারই প্রতিফলন দেখা গিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের গবেষণায় দেখা যাচ্ছে, ঋণের ক্ষেত্রে সিঙ্গেল ডিজিট বা এক অংকের সুদ বাস্তবায়ন হওয়ার পর দেশের ধনিক শ্রেণী বা বড় উদ্যোক্তারাই সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। আর ঋণবঞ্চিত হয়েছেন কৃষি ও সিএমএসএমই খাতের উদ্যোক্তারা। ব্যাংকগুলোর কনজিউমার, রিটেইল বা খুচরা ঋণের পোর্টফোলিও ছোট হয়ে এসেছে। এ পরিস্থিতিতে ঋণের সর্বোচ্চ সুদহারের বাঁধ তুলে দেয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ। কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা বিভাগের এক প্রতিবেদনে দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছরে ব্যাংকগুলোর বিতরণকৃত মোট ঋণের ৩৮ দশমিক ৬ শতাংশ পেয়েছিল শিল্প খাত। এর পর থেকে ধারাবাহিকভাবে বৃহৎ শিল্প খাতের ঋণ বেড়েছে। সূত্র: বণিক বার্তা

ব্রিকস ব্যাংকের ঋণ কি হাতছাড়া হয়ে যাবে?

ব্রিকস জোটের গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) বাংলাদেশ যোগ দেওয়ার পর আশা করা হয়েছিল, দেশের বৈদেশিক অর্থায়নের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে এটি।কিন্তু এক বছর পরে এখন দেখা যাচ্ছে, প্রকল্প প্রস্তাব তৈরিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর শিথিলতার কারণে এ ব্যাংকে বাংলাদেশ সদস্যপদ পেয়েও বিশেষ লাভবান হচ্ছে না। এক বছরে ১৯টি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কেবল একটি মন্ত্রণালয় প্রকল্প প্রস্তাব তৈরি করতে পেরেছে বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা।এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, এনডিবি’র ঋণশর্তগুলো নিয়ে তাদের কাছে পর্যাপ্ত ধারণা নেই।২০২২-২৬ মেয়াদে এনডিবি ৩০ বিলিয়ন ডলারে ঋণকৌশল দিয়েছে। এখান থেকে ৩ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।কিন্তু ধীর অগ্রগতির কারণে বাংলাদেশের জন্য ঋণ পাওয়ার এ সম্ভাবনা সীমিত হয়ে পড়ছে বলে জানান ইআরডি’র কর্মকর্তারা। সূত্র: বিজনেস স্ট্যান্ডান্ড।

ঢাকা জেলা আ.লীগের সম্মেলনে ওবায়দুল কাদের
তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই ভোটে আসবে বিএনপি
বিএনপিকে রাজপথেই মোকাবিলা * ঐক্যবদ্ধ আ.লীগকে কেউ হারাতে পারবে না * বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশ গিলে খাবে

বিএনপির বিভাগীয় সমাবেশে ব্যাপক উপস্থিতির বিরুদ্ধে জবাব দিতেই ঢাকা জেলার সম্মেলনে নেতাকর্মীর ঢল নামিয়ে শোডাউন করল আওয়ামী লীগ। পূর্বঘোষণা অনুযায়ী ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনটি শেষ পর্যন্ত বিশাল জনসভায় রূপ নেয়। শনিবার বিকালে রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার বিশাল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে আশপাশের সড়কেও ঠাঁই ছিল না। এই সম্মেলন থেকেই বিএনপিকে রাজপথে মোকাবিলার কথা জানান ক্ষমতাসীন দলের নেতারা। তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কখনো বাংলাদেশে আসবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে। আর বিএনপি না এলেও সংবিধান মোতাবেক যথাসময়েই নির্বাচন হবে। এর আগে বিএনপি দেশের রিজার্ভ, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস খেয়ে ফেলেছিল। তারা আবারও ক্ষমতায় গেলে পুরো দেশ গিলে খাবে।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মারমুখী আচরণ করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণার পরামর্শ দিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। সেটা আর হবে না। আদালত সেটা মিউজিয়ামে পাঠিয়েছে। আমাদের দোষ নেই। আমরা নিষিদ্ধ করিনি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে যাবে-এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে যাবেন না? যাবেন। গাধা পানি ঘোলা করে খায়। সময় এলে দেখা যাবে। প্রায় আট বছর পর ঢাকার সম্মেলনকে ঘিরে জেলার পাঁচটি উপজেলা ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেওয়ার কথা ছিল। কিন্ত শেষ পর্যন্ত ঢাকা মহানগরীরের বিভিন্ন ওয়ার্ড-থানার বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন। সূত্র: যুগান্তর ।

সীমান্ত উত্তেজনা: বৈঠকে বিজিবি-বিজিপি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিজিপি। দীর্ঘ পাঁচ মাস পর শুরু হওয়া বৈঠকে গুরুত্ব পাচ্ছে গত দুই মাসে সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি।আজ রোববার সকাল ১০ টার দিকে কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। এটি চলবে বিকেল পৌনে চারটা পর্যন্ত। তারপর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বিজিবির কক্সবাজারের রামুর সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রউফ।৭ সদস্যের মিয়ানমারের প্রতিনিধি দলটি সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান বিজিবির কর্মকর্তারা। নিবার বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানিয়েছেন, গেল আড়াই মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সীমান্তের এ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে একাধিকবার বিজিপির কাছে চিঠি পাঠানো হলেও তাতে সাড়া মেলেনি। তবে নিয়মিত বৈঠক হিসেবে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বৈঠকে বসতে রাজি হয়েছে। সূত্র: দৈনিক বাংলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্বপূর্ণ যে সম্পদ বাংলাদেশের একজনও নেই

বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন, স্পিন বোলারদের কারণেই দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ওই টুর্নামেন্টে সাত ম্যাচ বল করে ১৩টি উইকেট নিয়েছিলেন।তিনি ছিলেন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার।যদিও অস্ট্রেলিয়ার মাটিতে চলমান বিশ্বকাপের ভেন্যুগুলো ফাস্ট বোলারদের বাউন্স ও সুইংয়ের জন্য বিখ্যাত, তবু ফিঞ্চ বিশ্বাস করেন এবারও স্পিনারদের ভূমিকা থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান ওপেনার বলেন, “অস্ট্রেলিয়ার বড় মাঠগুলোতে, বিশেষত টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিন প্রভাব ফেলবেই।”আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ের সেরা দশ বোলারদের মধ্যে পাঁচজনই রিস্ট বা লেগ স্পিনার।চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকও করেছেন সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপান। সূত্র: বিবিসি বাংলা ।

সমাবেশে নিষেধাজ্ঞার বিধি কেন অবৈধ নয়? হাই কোর্টের রুল

রাজধানীতে সমাবেশ বা মিছিল নিষিদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত পুলিশ অধ্যাদেশের ২৯ ধারার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট। এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করে। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মোমেন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও মোহাম্মদ আব্বাস উদ্দিন।সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবির, চাঁদপুর আইনজীবী সমিতির সদস্য সেলিম আকবর এবং ঢাকার বাসিন্দা শাহ নুরুজ্জামান, মোহাম্মদ ইয়াসিন ২০ অক্টোবর ‘জনস্বার্থে’ এ রিট আবেদন করেন। এরপর গত বুধ ও বৃহস্পতিবার আদালতে শুনানি হয়। সূত্র: বিডি নিউজ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বদলে গেছে রূপপুর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে বদলে গেছে সেখানকার জনপদের চিত্র। মানুষের জীবনে যেমন পরিবর্তন এসেছে, তেমনি এলাকাটিতে লেগেছে উন্নয়নের জোয়ার। কিছুদিন আগে যা ছিল অজ পাড়াগাঁ, তা এখন শহরের মতো আধুনিক। দেশি-বিদেশি মানুষের সার্বক্ষণিক পদচারণায় মুখর পুরো জায়গাটি। সূত্র: চ্যানেল আই অনলাইন।