টি-টোয়েন্টি বিশ্বকাপ : শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতলো বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

সংগৃহীত ছবি-

আজ রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ পর্যন্ত হেরে গেলো জিম্বাবুয়ে। এর মধ্যে দিয়ে আবারও জয়ে ফিরল টাইগাররা। ব্রিসবেনের গ্যাবায় সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩ রানের জয় পেয়েছে সাকিব আল হাসানরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে গেল বাংলাদেশ। দলের জয়ে ভূমিকা রেখেছেন পেসাররা।

এদিন টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। ধীর গতিতে শুরুর পর শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫০ রান। দলীয় ৩২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে শান্তর ৭১ রানে ভর করে জিম্বাবুয়েকে লড়াকু লক্ষ্য দেয় বাংলাদেশ।

১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। সেই চাপ কাটিয়ে আর উঠতে পারেনি জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫০/৭ (সৌম্য ০, নাজমুল হোসেন শান্ত ৭১, লিটন ১৪, সাকিব ২৩, আফিফ ২৯, ইয়াসির ১*, নুরুল ১, সৈকত ৭; মুজারাবানি ২-০-১৩-২, এনগারাভা ৪-০-২৪-২, চাতারা ৩-০-১৮-০, সিকান্দার রাজা ৪-০-৩৫-১, উইলিয়ামস ২-০-১০-১)

Nagad

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৭/৮ (মাধেভেরে ৪, আরভিন ৮, মিল্টন শাম্বা ৮, উইলিয়ামস ৬৪, রাজা ০, চাকাভা ১৫, রায়ান ২৭ , ইভান্স ২, এনগারভা ৬ ; তাসকিন ৪-১-১৯-৩, মুস্তাফিজ ৪-০-১৫-২ , হাসান ৪-০-৩৬-০ , সাকিব ৪-০-৩৪-০, মোসাদ্দেক ৪-০-৩৪-২ )।

ফল: ৩ রানে জয়ী বাংলাদেশ।

প্লেয়ার অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ।